বর্ষশেষে উপহারের ফুলঝুরি! অযোধ্যা ধামে ছয়-ছয়টি বন্দে ভারত,দুটি অমৃত ভারতের সূচনা মোদির! চলবে কোন কোন রুটে?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Vande Bharat Express Amrit Bharat Train: অযোধ্যা ধামে মোট ৮টি ট্রেনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কথা বললেন যাত্রীদের সঙ্গেও...
advertisement
1/9

আজ দীর্ঘ ১৫ কিলোমিটারের রোড শো করে অযোধ্যা ধাম রেল স্টেশনে পৌঁছন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শনিবার বেলা ১২টা ১৫ মিনিট নাগাদ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে সঙ্গে নিয়ে নয়া এক্সপ্রেস ট্রেনের কামরায় উঠে পরিষেবা খতিয়ে দেখলেন মোদি। ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবও। কথা বললেন যাত্রীদের সঙ্গেও। পতাকা দেখিয়ে উদ্বোধন করেন ৮টি ট্রেনের।
advertisement
2/9
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার ৩০ ডিসেম্বর সকালেই অযোধ্যায় পৌঁছন। অনেকগুলি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধনের পাশাপাশি একাধিক বন্দে ভারত ও অমৃত ভারত ট্রেনের শুভ সূচনা করেন তিনি। ১১,০০০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন মোদি।
advertisement
3/9
২২ জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। তার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শনিবার মন্দির শহরে এসেছেন। প্রধানমন্ত্রী মোদি অযোধ্যা ধাম জংশন থেকে দুটি অমৃত ভারত এবং ছয়টি বন্দে ভারত ট্রেনের শুভ সূচনা করলেন আজ। পাশাপাশি তিনি শীঘ্রই মহর্ষি বাল্মিকি আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করতে চলেছেন।
advertisement
4/9
২৪০ কোটি টাকা খরচে নতুন করে সাজিয়ে তোলা হয়েছে অযোধ্যা রেল স্টেশন। তিনতলা সেই স্টেশনটি আজ উদ্বোধন করলেন মোদি। যার নয়া নামকরণ হয়েছে অযোধ্যা ধাম জংশন। একইসঙ্গে নতুন বছরে পা দেওয়ার আগেই একগুচ্ছ নতুন ট্রেন যাত্রীদের মুখে হাসি ফোটাবে, এ বিষয়ে কোনও সন্দেহ নেই।
advertisement
5/9
লোকসভা নির্বাচনকে মাথায় রেখে রামমন্দির উদ্বোধনের আগে বিরাট অঙ্কের প্রকল্প ঘোষণা করবেন মোদি। জানা যাচ্ছে, ১৫,৭০০ কোটি টাকার প্রকল্প ঘোষণা করা হবে। তার মধ্যে রয়েছে রেল স্টেশন ও বিমানবন্দরের উন্নয়ন।
advertisement
6/9
অমৃত ভারত এক্সপ্রেস ট্রেনের রুটগুলি দেখে নিন:অযোধ্যা অমৃত ভারত এক্সপ্রেস থেকে দারভাঙ্গা হয়ে দিল্লির আনন্দ বিহার টার্মিনাল মালদহ টাউন থেকে বেঙ্গালুরু (স্যার এম. বিশ্বেশ্বরায় টার্মিনাল) অমৃত ভারত এক্সপ্রেস
advertisement
7/9
বন্দে ভারত এক্সপ্রেস নতুন রুটগুলি হল:শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা - নয়াদিল্লি বন্দে ভারত এক্সপ্রেস অমৃতসর-দিল্লি জংশন বন্দে ভারত এক্সপ্রেস কোয়েম্বাটুর - বেঙ্গালুরু বন্দে ভারত এক্সপ্রেস
advertisement
8/9
জালনা - মুম্বই (CSMT) বন্দে ভারত এক্সপ্রেসঅযোধ্যা - আনন্দ বিহার টার্মিনাল দিল্লি বন্দে ভারত এক্সপ্রেস ম্যাঙ্গালুরু - মাদগাঁও গোয়া বন্দে ভারত এক্সপ্রেস
advertisement
9/9
জালনা-মুম্বাই বন্দে ভারত :একইসঙ্গে আজ কার্যত জালনা-মুম্বই বন্দে ভারত এক্সপ্রেসেরও উদ্বোধন করলেন মোদি। শুক্রবার কেন্দ্রীয় রেলওয়ে মন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে প্রধানমন্ত্রী উত্তর প্রদেশের পুনর্নির্মিত অযোধ্যা ধাম রেলওয়ে স্টেশনে একটি অনুষ্ঠানে ৮-কোচ বিশিষ্ট পরিষেবাটির শুভ সূচনা করবেন।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
বর্ষশেষে উপহারের ফুলঝুরি! অযোধ্যা ধামে ছয়-ছয়টি বন্দে ভারত,দুটি অমৃত ভারতের সূচনা মোদির! চলবে কোন কোন রুটে?