UPS Calculation: আপনার বেসিক স্যালারি ৬০,৭০,৮০ হাজার টাকা ? তাহলে কত পেনশন মিলবে ? বুঝে নিন হিসেব
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
UPS Calculation: আপনার বেসিক পে যদি ৬০,৭০ বা ৮০ হাজার টাকা হয় তাহলে এই ক্যালকুলেশন অনুযায়ী আপনি কত পেনশন পাবেন বুঝে নিন ৷
advertisement
1/9

UPS পেনশন প্ল্যান ঘোষণা হওয়ার পর থেকেই সরকারি কর্মীদের মধ্যে এই নিয়ে তুমুল জল্পনা শুরু হয়ে গিয়েছে ৷ সকলের মনে এখন একটাই প্রশ্ন অবসরের পর ইউপিএস প্ল্যান অনুযায়ী কত টাকা পেনশন মিলবে ৷ আবার অনেকে জানতে চাইছেন এর মধ্যে যাঁরা অবসর নেবেন তাঁরা কত টাকা পেনশন পাবেন ? আপনার বেসিক পে যদি ৬০,৭০ বা ৮০ হাজার টাকা হয় তাহলে এই ক্যালকুলেশন অনুযায়ী আপনি কত পেনশন পাবেন বুঝে নিন ৷
advertisement
2/9
কেন্দ্র সরকার ২৪ অগাস্ট ২০২৪-এ ইউনিফায়েড পেনশন যোজনার ঘোষণা করেছে, যা ১ এপ্রিল ২০২৪ থেকে লাগু করা হবে ৷ এই যোজনা সরকারি কর্মীদের কন্ট্রিবিউশনের উপরে পেনশনের সুবিধা দেবে ৷ মিলবে নিশ্চিত পেনশন ৷ পাশাপাশি কর্মচারীর মৃত্যুর পর পরিবারের সদস্যদের ফ্যামিলি পেনশনের সুবিধা দেওয়া হবে ৷ যে ব্যক্তিরা ১০ বছরের বেশি এবং ২৫ বছর কম চাকরি করবেন তাঁদের ন্যূনতম ১০ হাজার টাকা পেনশন দেওয়া হবে ৷
advertisement
3/9
২৫ বছর চাকরি করলে কত পেনশন মিলবে ? ২৫ বছর চাকরি করলে ১২ মাসের গড় বেসিক স্যালারির ৫০ শতাংশ পেনশন হিসেবে দেওয়া হবে ৷ ফ্যামিলি পেনশনের ক্ষেত্রে কর্মচারীর পেনশনের ৬০ শতাংশ পেনশন হিসেবে দেওয়া হবে ৷
advertisement
4/9
এই যোজনায় কর্মচারীদের বেসিক স্যালারি + ডি মিলিয়ে ১০ শতাংশ কন্ট্রিবিউট করতে হবে ৷ সরকারের অবদান সে ক্ষেত্রে ১৮.৪ শতাংশ ৷ এই হিসেব অনুযায়ী পেনশন ক্যালকুলেট করা হবে ৷
advertisement
5/9
আপনার যদি ৬০ হাজার টাকা বেসিক পে হয় তাহলে কত পেনশন পাবেন ?
advertisement
6/9
১২ মাসের গড় বেসিক পে ৬০ হাজার টাকা হলে ইউপিএস যোজনা অনুযায়ী ৩০ হাজার টাকা পেনশন পাবেন কর্মচারীরা ৷ ফ্যামিলি পেনশনের ক্ষেত্রে অঙ্কটা হয়ে যাবে ১৮০০০ টাকা (ডিএ ছাড়া) ৷
advertisement
7/9
-৬০ হাজার বেসিক স্যালারি - ৬০০০০ টাকার ৫০ শতাংশ - ৩০০০০ টাকা + ডিআর-৩০ হাজার টাকার পেনশনের ফ্যামিলি পেনশন - ৩০০০০ টাকার ৬০ শতাংশ + ডিআর = ১৮০০০ টাকা + ডিআর
advertisement
8/9
-একই হিসেব অনুযায়ী ৭০ হাজার টাকার বেসিক পে হলে পেনশনের হিসেব মিলবে ৩৫০০০ টাকা + ডিআর-৩৫০০০ টাকার ফ্যামিলি পেনশন হবে ২১০০০ টাকা + ডিআর
advertisement
9/9
৮০০০০ টাকা বেসিক স্যালারি হলে পেনশন হবে ৪০০০০ টাকা + ডিআর-৪০০০০ টাকার ফ্যামিলি পেনশন সে ক্ষেত্রে ২৪০০০ + ডিআর
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
UPS Calculation: আপনার বেসিক স্যালারি ৬০,৭০,৮০ হাজার টাকা ? তাহলে কত পেনশন মিলবে ? বুঝে নিন হিসেব