TRENDING:

বড় খবর দিল বেসরকারি ব্যাঙ্ক ! UPI-এর মাধ্যমে টাকা ট্রান্সফার করা যাবে না ? জানুন কেন এবং কবে থেকে

Last Updated:
UPI-এর মাধ্যমে কাউকে টাকা পাঠানো যাবে না। সুখবর এই যে ইউপিআই ব্যবহার করতে না পারার মেয়াদ মাত্র ৩ ঘণ্টা!
advertisement
1/5
বড় খবর দিল বেসরকারি ব্যাঙ্ক ! UPI-এর মাধ্যমে টাকা ট্রান্সফার করা যাবে না ? জানুন কেন
নগদ টাকা এখন আর কেউই বড় একটা ব্যবহার করে থাকেন না। একটা সময় ছিল, যখন নগদ টাকার বদলে কার্ড ট্রানজাকশন ছিল প্রথম পছন্দ। ইউনিফায়েড পেয়েন্টস ইন্টারফেস, সংক্ষেপে ইউপিআই এসে সেই প্রয়োজনও এখন কম করে দিয়েছে। যা কিছুই কেনার দরকার হোক না কেন, ইউপিআই-এর সঙ্গে সবাই অভ্যস্ত। ফলে, এখন ব্যাঙ্ক যদি ঘোষণা জারি করে যে এ হেন ইউপিআই কাজ করবে না, ভাবার দরকার রয়েছে বইকি!
advertisement
2/5
এখন দেশের কোটি কোটি মানুষ ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস ব্যবহার করছে। ভারতে এখন ডিজিটাল পেমেন্ট খুবই জনপ্রিয় এবং এর জনপ্রিয়তা ক্রমশ বাড়ছে থাকে। এর জন্য ভারতে UPI ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে। তবে এই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে দেশের অন্যতম বেসরকারি ব্যাঙ্ক। জানা গিয়েছে যে, কোটি কোটি গ্রাহক UPI ব্যবহার করতে পারবে না। অর্থাৎ UPI-এর মাধ্যমে কাউকে টাকা পাঠানো যাবে না। সুখবর এই যে ইউপিআই ব্যবহার করতে না পারার মেয়াদ মাত্র ৩ ঘণ্টা! এক নজরে দেখে নেওয়া যাক কোন ব্যাঙ্ক এই ঘোষণা করেছে এবং কতদিন তাদের এই UPI পরিষেবা বন্ধ থাকতে পারে।
advertisement
3/5
বড় তথ্য দিল HDFC ব্যাঙ্ক -এইচডিএফসি ব্যাঙ্ক তাদের গ্রাহকদের জানিয়েছে যে, সিস্টেম রক্ষণাবেক্ষণের কারণে, ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস পরিষেবা ৮ ফেব্রুয়ারি ২০২৫-এ কয়েক ঘণ্টার জন্য কাজ করবে না। ব্যাঙ্ক জানিয়েছে যে, ৮ ফেব্রুয়ারি, UPI পরিষেবা ১২.০০ AM থেকে ৩.০০ AM পর্যন্ত কাজ করবে না, অর্থাৎ, এই সময়ে গ্রাহকরা তাঁদের UPI অ্যাপের মাধ্যমে কাউকে টাকা পাঠাতে পারবেন না।
advertisement
4/5
HDFC ব্যাঙ্ক জানিয়েছে যে, এই ডাউনটাইম সময়কালে, HDFC ব্যাঙ্কের কারেন্ট এবং সেভিংস অ্যাকাউন্টগুলির পাশাপাশি RuPay ক্রেডিট কার্ডের মাধ্যমে আর্থিক এবং অ-আর্থিক UPI লেনদেনগুলি উপলব্ধ হবে না।
advertisement
5/5
UPI -UPI হল এমন একটি সিস্টেম, যার মাধ্যমে যে কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্টে তাৎক্ষণিকভাবে টাকা পাঠানো যায়। এটি তৈরি করেছে ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)। UPI-এর সাহায্যে মোবাইল অ্যাপের মাধ্যমে টাকা ট্রান্সফার করা যায়। UPI পেমেন্ট সিস্টেমে, Google Pay, PhonePe বা Paytm-এর মতো অ্যাপ ব্যবহার করে একটি মোবাইল ডিভাইসের মাধ্যমে দুটি ব্যাঙ্ক অ্যাকাউন্টের মধ্যে সঙ্গে সঙ্গে টাকা ট্রান্সফার করা হয়। UPI-এর মাধ্যমে টাকা পাঠাতে IFS কোডেরও প্রয়োজন নেই। এর জন্য শুধু ইউপিআই আইডি জানতে হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
বড় খবর দিল বেসরকারি ব্যাঙ্ক ! UPI-এর মাধ্যমে টাকা ট্রান্সফার করা যাবে না ? জানুন কেন এবং কবে থেকে
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল