TRENDING:

Nirmala Sitharaman Budget Day Sarees: সাদা শাড়িতে মধুবনী নকশা, বাজেট দিনে নির্মলা সীতারামণের এই শাড়ি উপহারের, কে দিয়েছেন তাঁকে? নামে লুকিয়ে চমক

Last Updated:
Nirmala Sitharaman Budget Day Saree: অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সর্বদাই তাঁর আইকনিক শাড়ির জন্য শিরোনামে থাকেন, তাঁর লাল, নীল, হলুদ, বাদামী এবং অফ হোয়াইট শাড়ি বৈচিত্র্যময় ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরে।
advertisement
1/11
সাদা শাড়িতে মধুবনী নকশা, বাজেট দিনে নির্মলার এই শাড়ি উপহারের, কে দিয়েছেন তাঁকে? জানুন
*সাদা শাড়িতে মধুবনী নকশা, বাজেট দিনে নির্মলা সীতারামণের শাড়ি নজরকাড়া। তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটে মধুবনী সিল্কের দুর্দান্ত শাড়ি পরেছেন অর্থমন্ত্রী। সংগৃহীত ছবি।
advertisement
2/11
*অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ সর্বদাই তাঁর আইকনিক শাড়ির জন্য শিরোনামে থাকেন, তাঁর লাল, নীল, হলুদ, বাদামী এবং অফ হোয়াইট শাড়ি বৈচিত্র্যময় ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্যকে তুলে ধরে। সংগৃহীত ছবি।
advertisement
3/11
*নির্মলা সীতারমণের শাড়ি প্রতিবছরই আলাদা আলাদা গল্প বলে। ফলে বাজেটের দিনে কর ছাড়, রাজস্ব নীতির পাশাপড়ি তাঁর শাড়ি নিয়েও আমজনতার কৌতুহলের সীমা থাকে না। সংগৃহীত ছবি।
advertisement
4/11
*তৃতীয় মোদি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশের জন্য আজ শনিবার নির্মলা সীতারমণ যে শাড়িটি পড়েছেন, সেই শাড়িটি ২০২১ সালে বিহারের 'পদ্মশ্রী' মধুবনী শিল্পী দুলারি দেবী তাঁকে উপহার দিয়েছিলেন। সোনালি পাড়ের সাদা শাড়িতে ফুটে উঠেছে কালো বর্ডারের মধুবনী নকশা। জানা গিয়েছে, নির্মলা সীতারমণ মিথিলা আর্ট ইন্সটিটিউটে গিয়েছিলেন, সেখানেই দুলারী দেবীর সঙ্গে সাক্ষাৎ হয় তাঁর। তিনিই এই শাড়ি উপহার দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে। সংগৃহীত ছবি।
advertisement
5/11
*শাড়ির সঙ্গে মিলিয়ে পরেছেন মেরুন ব্লাউজ এবং শাল। এদিনের শাড়িতেও তাঁর হ্যান্ডলুমের প্রতি ভালবাসা স্পষ্ট। বছরের পর বছর ধরে, অর্থমন্ত্রী সীতারমণ সর্বদা বাজেট দিবসে হাতে বোনা শাড়ি পরেছেন, যা পোশাকের প্রতি তাঁর ভালবাসাকে তুলে ধরেছে এবং ভারতের সমৃদ্ধ তাঁত এবং টেক্সটাইল ঐতিহ্যকে জাতীয় প্ল্যাটফর্মে নিয়ে এসেছে। সংগৃহীত ছবি।
advertisement
6/11
*২০১৯ সালে তাঁর প্রথম বাজেট অধিবেশনে অর্থমন্ত্রী সীতারমণ গোলাপি মঙ্গলগিরি সিল্কের শাড়ি পরেছিলেন, ছিল সোনালি পাড়। সংগৃহীত ছবি।
advertisement
7/11
*২০২০ সালের বাজেটে নির্মলা সীতারমন একটি সবুজ বর্ডারের হলুদ সিল্কের শাড়ি পরেছিলেন। শাড়িটি সংস্কৃতির ঐতিহ্যবাহক। হলুদ রঙটি শুভ বলে মনে করা হয় এবং আশা ও সমৃদ্ধির প্রতীক। সংগৃহীত ছবি।
advertisement
8/11
*২০২১ সালের বাজেট পেশ করার সময়, সীতারামন পরেছিলেন দক্ষিণভারতীয় পোচামপল্লি সিল্ক। যার মধ্যে লাল এবং সাদা রঙের নকশা ছিল। শাড়িটির মাধ্যমে তিনি কারিগর এবং ভারতীয় তাঁত সম্প্রদায়ের প্রতি তাঁর সমর্থন প্রকাশ করেছিলেন। সংগৃহীত ছবি।
advertisement
9/11
*অর্থমন্ত্রী ২০২২ সালে একটি বোমকাই শাড়ি পরেছিলেন যা আঞ্চলিক কারুশিল্প এবং শিল্পকে প্রচার করেছিল। বাদামী রঙের শাড়িতে মেরুন এবং সোনার পাড় ছিল এবং সেটি ওড়িশার হ্যান্ডলুমকে শ্রদ্ধা জানায়। বোমকাই শাড়ি তৈরি হয় ওড়িশার বোমকাই গ্রামে। সংগৃহীত ছবি।
advertisement
10/11
*২০২৩ সালে বাজেট উপস্থাপনের সময়, অর্থমন্ত্রী সীতারমণ একটি লাল টেম্পল বর্ডারের সিল্ক পরেছিলেন। এই শাড়ি কর্ণাটকের ধারওয়াদ অঞ্চলের অন্তর্গত কাসুতি সূচিকর্মের সৌন্দর্য প্রদর্শন করে। সংগৃহীত ছবি।
advertisement
11/11
*২০২৪ সালে অর্থমন্ত্রী সীতারমণ কাঁথা সূচিকর্মের একটি নীল তসর সিল্ক শাড়ি পরেছিলেন, যা পশ্চিমবঙ্গে জনপ্রিয় একটি শিল্পনৈপুণ্য। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Nirmala Sitharaman Budget Day Sarees: সাদা শাড়িতে মধুবনী নকশা, বাজেট দিনে নির্মলা সীতারামণের এই শাড়ি উপহারের, কে দিয়েছেন তাঁকে? নামে লুকিয়ে চমক
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল