Budget 2021: এক নজরে দেখে নিন কিসের দাম বাড়ল, কমল
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
২০২১ বাজেটের পর কোন জিনিসের কত দাম বাড়ল বা কমল দেখে নিন একনজরে
advertisement
1/18

কোন জিনিসের দাম কমল এবং কোন জিনিসের দাম বাড়ল। যে কোনও বাজেটে সাধারণ মানুষের কাছে এগুলিই সবচেয়ে বেশি গুরুত্বপূ্র্ণ৷ ২০২১ বাজেট পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ খুব স্বাভাবিকভাবে সকলের নজর থাকে এই বিষয়ের প্রতি৷ জিএসটি লাগু হওয়ার পর থেকে নিত্যদিনের প্রয়োজনীয় দ্রব্যের দামের উপর বাজেটের সেরকম প্রভাব পড়েনি ৷ এক নজরে দেখে নিন কোন কোন দ্রব্যের দাম কমল এই বাজেটে৷
advertisement
2/18
এবারের বাজেটে দাম বাড়ল ইলেকট্রনিক জিনিসের
advertisement
3/18
বাড়ল মোবাইল ফোনের দাম। মোবাইল ফোন ও চার্জার রফতানি করছি। ২.৫ শতাংশ আমদানি কর সেটার উপর ধার্য করা হল
advertisement
4/18
অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেন, মোবাইল ফোন শিল্প খুব দ্রুত বৃদ্ধি পাচ্ছে। মোবাইল ফোন ও চার্জার আমরা রফতানি করছি। ২.৫ শতাংশ আমদানি কর সেটার উপর ধার্য করা হল। বাড়তে পারে চার্জারের দাম
advertisement
5/18
রত্নের দাম বেড়েছে
advertisement
6/18
আমদানি হওয়া গাড়ির যন্ত্রাংশের দাম বাড়ল
advertisement
7/18
এই বাজেটে দাম বাড়ল জামাকাপড়ের
advertisement
8/18
কাবুলি চানার দাম বেড়েছে
advertisement
9/18
চামড়ার জিনিসের দাম বেড়েছে
advertisement
10/18
দাম কমেছে প্ল্যাটিনাম ও প্যালাডিয়ামের
advertisement
11/18
লোহার উৎপাদ সস্তা হয়েছে
advertisement
12/18
সস্তা উৎপাদ সস্তা হয়েছে
advertisement
13/18
নাইলনের জামাকাপড় সস্তা হয়েছে
advertisement
14/18
তামার উৎপাদ সস্তা হয়েছে।
advertisement
15/18
ইনস্যুরেন্স পলিসি সস্তা হয়েছে
advertisement
16/18
এই বাজেটে জুতোর দাম কমেছে
advertisement
17/18
বাজেট ঘোষণার সময়ে জানিয়ে দিলেন সোনা ও রূপোর ক্ষেত্রে আমদানি শুল্ক পর্যালোচনা করবে কেন্দ্র। অর্থনীতিবিদরা বলছেন আমদানি শুল্ক কমলে জোড়া লাভ। একদিকে কমতে পারে সোনা-রুপোর দাম। অন্য দিকে কমবে চোরা পথে সোনা আমদানিও বন্ধ হবে।
advertisement
18/18
নতুন ফ্ল্যাট কিনলে দেড় লক্ষ (১.৫ লক্ষ) টাকা পর্যন্ত করছাড় মিলবে বলে জানালেন তিনি। এবং এই সুবিধা মিলবে মার্চের ২০২২ পর্যন্ত