Unified Pension Scheme: অবসর জীবনে মোটা টাকা! আরামই আরাম! ১ এপ্রিল থেকে আসছে নয়া পেনশন প্রকল্প সরাসরি প্রভাবিত কোটি কোটি জীবন
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Unified Pension Scheme: ১ এপ্রিল থেকে শুরু হচ্ছে নয়া পেনশন প্রকল্প
advertisement
1/15

ইউনিফায়েড পেনশন স্কিম, কেন্দ্রীয় সরকারের পেনশনের অন্যতম সুরক্ষিত একটি পেনশন যোজনা ৷ গত বছরেই মোদি সরকার এর ঘোষণা করেছিল ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/15
যার অর্থ ১ এপ্রিল ২০২৫ থেকেই এই নতুন পেনশন স্কিম কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য কার্যকর হতে চলেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/15
কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এটি রক্ষাকবচও ৷ কেন্দ্রীয় পেনশন নিয়ামক সংস্থা বা এনপিএসের অন্তর্গত এই যোজনার আসল উদ্দেশ্য কর্মীদের ভবিষ্যত আরও সুগঠিত করা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/15
কেন্দ্রীয় সরকারি কাজ যাঁরা করেন তাঁদের জন্য এনপিএসের সঙ্গে ইউপিএসের মত বিকল্প বেছে নেওয়ার সুযোগ থাকছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/15
ইউপিএসের অন্তর্গত যদি কোনও ব্যক্তি ২৫ বছর ধরে কাজ করেন সেক্ষেত্রে অবসরের আগে প্রথম ১২ মাসের বেসিক স্যালারির গড় ৫০ শতাংশ পেনশন রূপে পাওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/15
যদি কোনও ব্যক্তি ১০ বছর ধরে কাজ করেন সেক্ষেত্রে সেক্ষেত্রে কমপক্ষে ১০,০০০ টাকা করে মাসিক পেনশন হিসাবে পাবেন ৷ যদি পেনশনভোগীর মৃত্যু হয় সেক্ষেত্রে শেষ পেনশনের ৬০ শতাংশ পারিবারিক পেনশন হিসাবে পাবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/15
২০০৪ থেকে কেন্দ্রীয় সরকার পুরনো পেনশন প্রকল্প বা ওল্ড পেনশন স্কিম বন্ধ করে এনপিএস চালু করেছিল ৷ কিন্তু ২০০৯-এ সমস্ত নাগরিক, এনআরআই, স্ব-রোজগার, অসংগঠিত ক্ষেত্রে কর্মরত শ্রমিকদের জন্যও এনপিএসের স্কিম আছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/15
কর্মীদের বেতন থেকে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা কেটে নেওয়া হয় সেটি মার্কেট বেসড ইনভেস্টমেন্ট ক্ষেত্রে বিনিয়োগ করা হয়ে থাকে ৷ অবসরের সময়ে বিনিয়োগ করা টাকার এককালীন ৬০ শতাংশ পর্যন্ত তুলে নেওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/15
অবশিষ্ট ৪০ শতাংশ অ্যানুয়িটিতে অনিবার্য হয়ে পড়ে বিনিয়োগের ক্ষেত্রে এই ভাবেই মাসিক পেনশন দেওয়া হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/15
ওপিএসের থেকে আলাদা, এনপিএসের ফিক্সড অ্যামাউন্টের গ্যারান্টি পাওয়া যায়না ৷ কিন্তু পুরোটাই স্টক মার্কেটে বিনিয়োগ, অন্য বিনিয়োগের উপরে নির্ভর করে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/15
এনপিএসের আগে সরকারি কর্মীদের রিটায়ারমেন্টের পরে পুরনো বা ওল্ড পেনশন স্কিম বিশেষ ভাবে সুবিধা দেবে ৷ ওপিএসের অন্তর্গত কেন্দ্রীয় সরকারি কর্মীদের শেষ বেতনের নিরিখেই পেনশন পেতেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/15
এই পুরো সরকারের মাধ্যমে প্রদত্ত অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মীদের কোনও রকমের অবদান থাকত না ৷ পুরনো পেনশন প্রকল্পের অন্তর্গত বছরে ২ বার ডিএ-ডিআর বৃদ্ধি হত, পেনশনভোগীর মৃত্যু হলে পরিবার পেনশনের টাকা পেত ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/15
কিন্তু পরবর্তীকালে কেন্দ্রীয় সরকারের ভাবনা চিন্তায় আসে এমন হতে থাকলে রাজকোষে বিশাল চাপ পড়বে ৷ এই কারণেই ২০০৩-এ বন্ধ হয়ে যায় ৷ শুরু হয় এনপিএসের যাত্রা শুরু হয় ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/15
তারপরে বিভিন্ন কর্মচারী সংগঠনের বিক্ষোভ আন্দোলনের পরে বেশ কিছু রাজ্য পুরনো পেনশন প্রকল্প শুরু করে ৷ কেন্দ্রীয় সরকার সেই প্রস্তাব বা দাবি মেনে নেয়নি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
15/15
ইউপিএস হল ওপিএস ও এনপিএসের মিশ্রণ, নির্দিষ্ট পেনশন, গ্যারান্টি পেনশন ও পেনশনভোগীর মৃত্যুর পরে পারিবারিক পেনশন দেওয়া হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Unified Pension Scheme: অবসর জীবনে মোটা টাকা! আরামই আরাম! ১ এপ্রিল থেকে আসছে নয়া পেনশন প্রকল্প সরাসরি প্রভাবিত কোটি কোটি জীবন