Free LPG Gas: বড় সুযোগ; দীপাবলিতেই মিলবে গ্যাস সিলিন্ডার, একেবারে বিনামূল্যে
- Published by:Dolon Chattopadhyay
- local18
- Written by:Trending Desk
Last Updated:
দীপাবলিতে বড় সুযোগ মিলতে চলেছে । তাই এই সময় গ্যাস সিলিন্ডার ফুরিয়ে গেলে আর চিন্তা করার প্রয়োজন নেই।
advertisement
1/7

দীপাবলিতে বড় সুযোগ মিলতে চলেছে ভারতে। আসলে দীপাবলি তো বটেই, সঙ্গে রয়েছে ভোটের দামামা। তাই এই সময় গ্যাস সিলিন্ডার ফুরিয়ে গেলে আর চিন্তা করার প্রয়োজন নেই। বরং তাকে শাপে বর বলেই ধরে নেওয়া যেতে পারে।
advertisement
2/7
দীপাবলির আগে গ্যাস সিলিন্ডার ফুরিয়ে গেলে চিন্তা করার দরকার নেই। এবার উৎসবের আগে উজ্জ্বলা প্রকল্পের সুবিধাভোগীরা একটি নয়, দু’টি সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে। এই জন্য ইতিমধ্যেই সিলিন্ডার দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
advertisement
3/7
এই প্রক্রিয়া জারি থাকবে আগামী জানুয়ারি মাস পর্যন্ত। এই কারণে, গ্যাস এজেন্সিগুলির মালিকদের সঙ্গেও সমন্বয় তৈরি করতে চাইছে সরার। যত দ্রুত সম্ভব লক্ষ লক্ষ সুবিধাভোগী মানুষের কাছে এই সুযোগ পৌঁছে দেওয়ার চেষ্টা চলছে।
advertisement
4/7
উত্তরপ্রদেশের অমেঠিতে উজ্জ্বলা প্রকল্পের অধীনে প্রায় ১ লক্ষ ৬৩ হাজার সুবিধাভোগী রয়েছেন। এই সমস্ত সুবিধাভোগীর হাতেই এই বিনামূল্য সিলিন্ডার তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দীপাবলি এবং ভোটের আগে সমস্ত সুবিধাভোগীদের হাতে তুলে দেওয়া হবে দু’টি বিনামূল্য সিলিন্ডার।
advertisement
5/7
এই জন্য প্রতিটি গ্রামের রেশনের দোকানে ক্যাম্প করা হবে বলেও জানানো হয়েছে প্রশাসনের তরফে। শুধুমাত্র সেখান থেকেই সিলিন্ডার বিতরণ করা হবে। এছাড়াও যে সমস্ত সুবিধাভোগী ক্যাম্পে গিয়ে এই সুবিধা নিতে পারবেন না, তাঁদেরও হতাশ হওয়ার কিছু নেই। সিলিন্ডারের দাম তাঁদের অ্যাকাউন্টে পৌঁছে যাবে।
advertisement
6/7
এই কারণে আধার প্রমাণীকরণের প্রক্রিয়া শুরু হয়েছে। সব থেকে বড় বিষয় হল, উজ্জ্বলা প্রকল্পের অধীনে, যে সমস্ত সুবিধাভোগীর আধার কার্ডের প্রমাণীকরণ নেই তাঁদেরও এই সুবিধা দেওয়া হবে। জানানো হয়েছে, অন্য প্রয়োজনীয় শর্ত যেমন আধার কার্ড, শংসাপত্রের ই-কেওয়াইসি করা হচ্ছে। প্রত্যেককে পুরো প্রকল্পে ১০০ শতাংশ সুবিধা দেওয়া হবে বলে দাবি করা হয়েছে।
advertisement
7/7
জেলা সরবরাহ আধিকারিক নীলেশ উৎপল জানিয়েছেন, এই প্রকল্পের বিষয়ে পেট্রোলিয়াম ইনস্টিটিউটের আধিকারিক এবং গ্যাস সংস্থার মালিকদের সঙ্গে একটি বৈঠক করা হচ্ছে। বৈঠক শেষে ক্যাম্পের আয়োজন করে সবাইকে সুবিধা দেওয়া হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Free LPG Gas: বড় সুযোগ; দীপাবলিতেই মিলবে গ্যাস সিলিন্ডার, একেবারে বিনামূল্যে