TRENDING:

Ola Uber New Rule: ভাড়া হাঁকার আর কোনও মা-বাপ থাকবে না...মধ্যবিত্তরা কি আর চড়তে পারবে OLA-Uber, কীভাবে ঠিক কতটা বাড়ছে ভাড়া? জানুন

Last Updated:
অ্যাপ ক্যাব সংস্থাগুলি ভাড়া বাড়ানো নিয়ে কেন্দ্রের নয়া নির্দেশিকায় চিন্তায় সাধারণ মানুষ। তাদের অভিযোগ, ওলা-উবেরকে ভাড়া বাড়াতে কার্যত উসকানি দিচ্ছে কেন্দ্র।
advertisement
1/9
ভাড়া হাঁকার কোনও মা-বাপ থাকবে না,মধ্যবিত্তরা কি আর চড়তে পারবে! কীভাবে ভাড়া বাড়বে জানুন
বাস, ট্রেন, মেট্রো, ট্যাক্সির মতো এখন ওলা, উবারের মতো অ্যাপ ক্যাব পরিষেবার উপরেও সাধারণ মানুষ ভীষণ ভাবে নির্ভরশীল হয়ে পড়েছে৷ বিশেষ করে বৃষ্টি বাদলে, দ্রুত কোথাও পৌঁছতে হলে, কিংবা অফিসের রাশ আওয়ারে আমাদের মধ্যে অনেককেই ভরসা রাখতে হয় অ্যাপ ক্যাব পরিষেবায়৷ এবার আরও দামি হতে চলেছে সেই পরিষেবা৷
advertisement
2/9
বৃষ্টি হোক বা ব্যস্ত সময় মাত্র পাঁচ কিলোমিটার দূরত্বে ক্যাবের অ্যাপে ৫০০ টাকার বেশি ভাড়া দেখানোর ঘটনা কলকাতা হামেশাই হচ্ছে। এ যাত্রীরা ক্ষুব্ধ। কিন্তু তাতে কার কী। কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও হাইওয়ে মন্ত্রক নতুন যে গাইডলাইন তৈরি করেছে, তাতে হইচই পড়ে গিয়েছে।
advertisement
3/9
কারণ, এবার থেকে চাহিদা বাড়লে যাত্রীদের থেকে আরও বেশি ভাড়া নিতে পারবে অ্যাপ ক্যাব সংস্থাগুলি। এমনই বলা হয়েছে নয়া মোটর ভেহিক্যাল এগ্রিগেটর গাইডলাইনস, ২০২৫-এ। গত ১ জুলাই তারিখ থেকে কার্যকর হয়েছে নতুন এই নির্দেশিকা। রাজ্যগুলিকে তিন মাসের মধ্যে তা কার্যকর করতে হবে। এমনই নির্দেশ জারি করেছে কেন্দ্রীয় সরকার।
advertisement
4/9
কেন্দ্রীয় নির্দেশ বলছে, এবার থেকে আরও বেশি ভাড়া চাইতে পারবে উলা, উবারের মতো অ্যাপ ক্যাপগুলি৷ তাদের দেওয়া হয়েছে বিশেষ ছাড়৷ সেক্ষেত্রে, ওলা-উবারে চড়তে আরও বেশি টাকা খসবে যাত্রীদের পকেট থেকে৷ ঠিক কত করে বাড়ছে এই ভাড়া? কেন্দ্রের নয়া এই ক্যাব এগ্রিগেটর গাইডলাইনে কী রয়েছে?
advertisement
5/9
ব্যাপক চাহিদার সময়ে দু’গুণ পর্যন্ত বেস ভাড়া বাড়াতে পারবে সংস্থাগুলি, আগে যা ছিল সর্বোচ্চ দেড় গুণ।
advertisement
6/9
চালকদের ট্রিপ ক্যান্সেলের সমস্যার সমাধান করেতে জরিমানার কথা বলা হয়েছে নয়া নির্দেশিকায়। অকারণে ট্রিপ বাতিল করলে ভাড়ার ১০ শতাংশ জরিমানা দিতে হবে চালকদের। তবে তা কখনই ১০০ টাকার বেশি হবে না। যাত্রীদের ক্ষেত্রেও চালু হবে একই নিয়ম।
advertisement
7/9
এত দিন ঝড় জলে, বা রাশ আওয়ারে মূল ভাড়ার সর্বাধিক ১.৫ গুণ টাকা দাবি করা যেত। কিন্তু ১ জুলাই জারি করা যানবাহন সংক্রান্ত নির্দেশিকা (এমভিএজি)-তে বলা হয়েছে, এখন থেকে ব্যস্ত সময়ে সংস্থাগুলি চাইলে মূল ভাড়ার সর্বাধিক দ্বিগুণ টাকা চাইতে পারবে।
advertisement
8/9
কিন্তু দিনের বাকি সময়ে মূল ভাড়ার সর্বনিম্ন ৫০ শতাংশ দাবি করা যাবে। কোনও নির্দিষ্ট রুটে মূল ভাড়া কত হবে, তা নির্ধারণ করবে রাজ্য সরকার। তবে সময় বিশেষে ভাড়া নির্ধারণের স্বাধীনতা দেওয়া হয়েছে অ্যাপ ক্যাব সংস্থাগুলিকেও।
advertisement
9/9
অ্যাপ ক্যাব সংস্থাগুলি ভাড়া বাড়ানো নিয়ে কেন্দ্রের নয়া নির্দেশিকায় চিন্তায় সাধারণ মানুষ। তাদের অভিযোগ, ওলা-উবেরকে ভাড়া বাড়াতে কার্যত উসকানি দিচ্ছে কেন্দ্র। 
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Ola Uber New Rule: ভাড়া হাঁকার আর কোনও মা-বাপ থাকবে না...মধ্যবিত্তরা কি আর চড়তে পারবে OLA-Uber, কীভাবে ঠিক কতটা বাড়ছে ভাড়া? জানুন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল