advertisement
1/5

প্রথা মেনে হালুয়া সেরিমনির মধ্য দিয়ে বাজেট বক্তৃতার নথিপত্র ছাপার কাজ শুরু হল। এখন থেকে বাজেট পেশ না হওয়া পর্যন্ত নর্থ ব্লকেই থাকবেন আধিকারিকরা। (Image: Ministry of Finance)
advertisement
2/5
এই সময়টা মন্ত্রকের মধ্যেই থাকতে বাধ্য হন কর্তারা। সবচেয়ে প্রবীণ কয়েকজন আধিকারিক ছাড় পায় আর কেউ বাড়ি যাওয়ার অনুমতি পাবেন না। (Image: Ministry of Finance)
advertisement
3/5
হালুয়া বিতরণ করেন মন্ত্রী শিবপ্রতাপ শুক্লা এবং পি রাধাকৃষ্ণন। (Image: Ministry of Finance)
advertisement
4/5
পরের মাসের প্রথম দিন-ই লোকসভায় পেশ হতে চলেছে বাজেট। লোকসভা ভোটের আগে এটাই শেষ বাজেট। (Image: Ministry of Finance)
advertisement
5/5
অসুস্থ হয়ে পড়ায় আপাতত মার্কিন মুলুকে আছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। এই অনুষ্ঠানে হাজির ছিলেন, অর্থ সচিব এ এন ঝা, অর্থ বিষয়ক দপ্তরের সচিব সুভাষচন্দ্র গার্গ, রাজস্ব সচিব অজয়ভূষণ পান্ডের মতো আধিকারিকরা। (Image: Ministry of Finance)