TRENDING:

‌মাত্র ১১ হাজার টাকায় বুকিং, টয়োটার নতুন গাড়ি বাড়িতে আনুন দারুণ অফারে

Last Updated:
গাড়ির বাজার একটু একটু করে চাঙ্গা হচ্ছে। বাড়ছে চাহিদা। করোনা আবহে অনেকেই নিজের গাড়িতে অফিস যেতে চাইছেন।
advertisement
1/5
মাত্র ১১ হাজার টাকায় বুকিং, টয়োটার নতুন গাড়ি বাড়িতে আনুন দারুণ অফারে
• সেই কারণেই গাড়ির নির্মাতা সংস্থাগুলি আনছে একের পর এক দুর্দান্ত অফার। সম্প্রতি Toyota Kirloskar Motor (TKM) ঘোষণা করেছে তাদের নতুন গাড়ি SUV Urban Cruiser–এর কথা। গত ২২ অগাস্ট থেকে এই গাড়ির বুকিং শুরু হয়েছে।
advertisement
2/5
• আর সবচেয়ে আকর্ষণীয় বিষয়, এই গাড়িটি বুক করা যাবে মাত্র ১১ হাজার টাকার বিনিময়ে। আর বুকিং করার জন্য শো রুমে যেতে হবে, এমনও নয়, অনলাইনেই সেরে ফেলা যাবে বুকিং। আর যদি সামনে থেকে দেখে কিনতে ইচ্ছা হয়, তাহলে স্থানীয় শো রুমেও যেতে পারবেন আপনি।
advertisement
3/5
• ‘K-Series 1.5 litre four-cylinder Petrol Engine’ থাকায় এই গাড়ি অন্য অনেক গাড়ির তুলনায় জ্বালানি সাশ্রয়কারী হবে। এই গাড়িতে থাকতে আইএসজি অর্থাৎ ইন্টিগ্রেটেড স্টার্টার জেনারেটর। থাকছে Li-Ion ব্যটারি, যা চলবে দীর্ঘদিন।
advertisement
4/5
• কেবিনে থাকছে অনেকটা জায়গা থাকছে এই নতুন গাড়িতে। থাকছে স্মার্ট এন্ট্রি। ইঞ্জিন পুশ স্টার্ট/‌স্টপ বটন। থাকছে অটোমেটিক এসি। থাকছে স্মার্ট প্লে কার্ড টাচস্ক্রিন অডিও। অ্যান্ড্রয়েড অটো, অ্যাপল কার্ড প্লে। এছাড়া স্মার্টফোন বেসড নেভিগেশন।
advertisement
5/5
• গাড়িতে থাকছে ডুয়াল প্রোজেক্টর হেডল্যাম্প, এছাড়া ফগ ইন্ডিকেটরটিও এলইডিতে তৈরি। থাকছে ১৬ ইঞ্চি ডায়মন্ড কাট অ্যালোয় হুইল। একাধিক রংয়ে এই গাড়ি পাওয়া যাবে। তার মধ্যে রয়েছে একটি এক্সক্লুসিভ ব্রাউন রং।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
‌মাত্র ১১ হাজার টাকায় বুকিং, টয়োটার নতুন গাড়ি বাড়িতে আনুন দারুণ অফারে
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল