TRENDING:

Electric Motor Bike: ধামাল বাইকের কামাল চমক, একবার চার্জে দৌড়বে ১২০ কিমি

Last Updated:
ঘরে এই বাইক পুরো চার্জ হতে ৪-৫ ঘণ্টা সময় লাগে৷ ফাস্ট চার্জিং সিস্টেম এই বাইকে দু ঘণ্টা চার্জ দেওয়া যেতে পারে৷
advertisement
1/7
ইলেকট্রিক মোটর সাইকেল: ধামাল বাইকের কামাল চমক, একবার চার্জে দৌড়বে ১২০ কিমি
Tork Kratos EV: পুণের ইলেকট্রিক বাইক কোম্পানি Tork Motors-র বাইক ভারতের রাস্তার ধুম মাচাচ্ছে৷ টোর্ক মোটর্সের ইলেকট্রিক বাইকের নয়া মডেল Tork Kratos (ট্রক ক্রোটোস), লঞ্চিংয়ের জন্য পুরো তৈরি৷ এই মাসেই এই বাইকের ডেলিভারি শুরু হয়ে যাবে৷
advertisement
2/7
Tork Motors পুণেতে ইলেকট্রিক ভেহিক্যাল স্টার্টআপ৷ এই কোম্পানি প্রথমবার ২০১৬ সালে নিজের Tork T6X ইলেকট্রিক মোটরসাইকেন পেশ করে৷ এই বছরের জানুয়ারিতে Kratos লঞ্চ করেছে৷ এর বুকিংও শুরু হয়ে গেছে৷ মার্চ মাসে এই গাড়ির টেস্ট রাইড শুরু হয়ে গেছে৷ এখন এর বিক্রির জন্য তৈরি৷
advertisement
3/7
Tork Motors নিজেদের নতুন ই বাইক Kratos R উৎপাদন শুরু করার কথা বলেছিল৷ Kratos -র দাম ১.২২ লক্ষ টাকা (পুণে এক্স শোরুম), যেখানে Kratos R-র দাম ১.৩৭ লক্ষ টাকা৷ এই দামগুলি রাজ্য সরকার এবংFAME II দুটোতেই সাবসিডি দিয়েছে৷
advertisement
4/7
Tork Kratos R ইলেকট্রিক বাইক ৪ Kwh লিথিয়াম-আয়ন ব্যাটারি প্যাক লাগানো হয়েছে৷ এতে এক পাওয়ারফুল ইলেকট্রিক মোটর লাগানো হয়েছে ৷ যা ৯.০Kw পাওয়ার আর ৩৮ Nm টোর্ক জেনরেট করে৷ এই বাইকের সর্বোচ্চ স্পিড ১০৫ কিলোমিটার প্রতি ঘণ্টা হয়৷
advertisement
5/7
দাবি করা হচ্ছে এই বাইক একবার ফুল চার্জ করা হলে এই বাইক ১৮০ কিলোমিটার অবধি রেঞ্জ দেয়৷ ঘরে এই বাইক পুরো চার্জ হতে ৪-৫ ঘণ্টা সময় লাগে৷ ফাস্ট চার্জিং সিস্টেম এই বাইকে দু ঘণ্টা চার্জ দেওয়া যেতে পারে৷
advertisement
6/7
Tork Kratos ইলেকট্রিক মোটরসাইকেলের টপ স্পিড ১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা হয়৷ বাইকে IP67-রেটেড লিথিয়াম -আয়ন ব্যাটারি প্যাক দেওয়া হয়৷ যা জলে হওয়া ক্ষতির থেকে বাইককে বাঁচায় তার জন্য অ্যালুমিনিয়াম অ্যালয় কেসিং দেওয়া হয়েছে৷
advertisement
7/7
Tork Kratos R -এ অ্যাডভান্স ফিচার দেওয়া হয়েছে৷ এতে জিওফেন্সিং, ফাইন্ড মাই ভেহিকেল ফিচার, মোটরবাক অ্যাসিস্ট, ক্র্যাশ অ্যালার্ট, ভেকেশন মোড, ট্র্যাক মোড অ্যানালিসিসের সঙ্গে সঙ্গে স্মার্ট চার্জ অ্যানালিসিসের মতো ফিচারের সঙ্গে দেখতে পাওয়া যায়৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Electric Motor Bike: ধামাল বাইকের কামাল চমক, একবার চার্জে দৌড়বে ১২০ কিমি
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল