Top 7 High Return Mutual Fund SIP: FD-RD-Bond-এর ছুটি! দেশের সেরা ৭ SIP বিনিয়োগে কয়েক বছরেই মালামাল
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Top 7 High Return Mutual Fund SIP: দেশের সেরা ৭ SIP, মাত্র কয়েক বছরেই মালামাল
advertisement
1/17

কোটিপতি হতে শটকার্ট রাস্তা ৷ কিন্তু বিনিয়োগের সময় খেয়াল রাখতে হবে সেভিংস করার সময়ে কয়েকটি স্মার্ট ইনভেস্টমেন্টের ক্ষেত্রে বেশ কয়েকটি আঙ্গিক যা ভবিষ্যতে মোটা ফান্ড তৈরি করতে সাহায্য করবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/17
মিউচ্যুয়াল ফান্ড বিনিয়োগের ক্ষেত্রে একটি বিরাট অংশগ্রহণ করেছে ৷ সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের মাধ্যমে ৷ বিনিয়োগ করলে তা অত্যন্ত পরিমাণে গুরুত্বপূর্ণ হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/17
এই এসআইপিরও বেশ কয়েকটি বিশেষত্ব আছে যেমন লার্জক্যাপ, মিডক্যাপ, স্মলক্যাপ, মাল্টিক্যাপ ও মিডক্যাপ ৷ একটি নির্দিষ্ট সময় পরে দারুণ রিটার্নে ভবিষ্যত আরও নিশ্চিত করে তোলে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/17
তবে কী কী ফান্ড বাছলেন তার উপরেই নির্ভর করে সমস্ত কিছুই ৷ খেয়াল রাখতে হবে যেই ফান্ডের নির্বাচন করছেন সেটি যেন লাভ দেয়, নেগেটিভ রিটার্ন থাকলে অবশ্যই সেই ফান্ড পাল্টে ফেলতে হবে ৷ সবার আগে ফান্ড সিলেকশনের দিকে খেয়াল রাখতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/17
যখনই দেখবেন ফান্ড পারফর্ম করছেনা ঠিক তখনই বদলে ফেলতে হবে ফান্ড ৷ যেইগুলি ভাল পারফর্ম করছে সবার আগে যত্ন নিতে হবে অর্থাৎ প্রতি বছর বিনিয়োগের পরিমাণ বৃদ্ধি করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/17
কয়েকটি সেরা মিউচ্যুয়াল ফান্ড এসআইপি আছে যা মালামাল করে দিতে পারে বিনিয়োগকারীদের ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/17
পরাগ পারেখ ফ্লেক্সিক্যাপ ফান্ড এই মিউচ্যুয়াল ফান্ডে ৩ বছরে বিনিয়োগ ২৫.৫ শতাংশ ফান্ডের আয়তন ১.০৩ লক্ষ কোটি টাকা ৷ বিনিয়োগের জন্য পরাগ পারেখ ফ্লেক্সিক্যাপ অত্যন্ত ভাল একটি অপশন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/17
এইচডিএফসি ব্যালান্সড মিউচ্যুয়াল ফান্ড একটি হাইব্রিড স্কিম ৷ বিগত ৩, ৫, ১০ বছরে এই ক্যাটাগরিতে সব থেকে বেশি রিটার্ন দিয়েছে ৷ বিগত ১০ বছরে এর বার্ষিক রিটার্ন ১৫.০৩ শতাংশ করে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/17
এইচডিএফসি মিডক্যাপ ফান্ড ৩ বছরে প্রায় ৩৩.৭ শতাংশ রিটার্ন দিয়েছে এই ফান্ডের সাইজ ৭৯.৭১৭ কোটি টাকা, এইছডিএফসি মিডক্যাপ অপারচুনিটিস ফান্ডে সম্পূর্ণ (AUM) অ্যাসেটস ৩১ মে ২০২৫-এর শেষ পর্যন্ত বেড়ে ৭৯,৬১৮ কোটি টাকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/17
অ্যাসেস্টের্সের পরিপ্রেক্ষিতে HDFC মিউচ্যুয়াল ফান্ড ইক্যুইটি স্কিমের সব থেকে বড়, সার্বিক ভাবে দ্বিতীয় বৃহত্তম ফান্ড ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/17
এসবিআই ইক্যুইটি হাইব্রিড ফান্ড অত্যন্ত ব্যালান্সড একটি ফান্ড ৷ এটি ৩ বছরে ১৮.৫ শতাংশ রিটার্ন দিয়েছে ৷ এর ফান্ডের সাইজ ৭৫,৬৩৯ কোটি টাকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/17
আইসিআইসিআই প্রু লার্জক্যাপ যাঁরা স্থিরতা পছন্দ করেন তাঁদের জন্য এই ফান্ড ৷ তিন বছরে রিটার্ন ৬৯,৭৬২ শতাংশ বার্ষিক রিটার্ন পাওয়া গিয়েছে ৷ ফান্ডের লঞ্চের পরে ওয়ান টাইম ইনভেস্টমেন্টে ১৮.৬১ শতাংশ বার্ষিক রিটার্ন ৷ এসআইপির কথা বললে বলা যেতে পারে ৷ ২৭ বছরে ১৭.৪০ শতাংশ বার্ষিক রিটার্ন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/17
কোটাক আর্বিট্রেজ ফান্ড কোটাক মাহিন্দ্রা মিউচ্যুয়াল ফান্ড একটি হাইব্রিড মিউচ্যুয়াল ফান্ড যা গত ১২.০৯.২০০৫-এ লঞ্চ করা হয়েছিল ৷ কোটাক অর্বিট্রেজ ফান্ডের জুন ২০২৫ পর্যন্ত ৬৭৩৬২.১৪ টাকা প্রায় রিটার্ন দিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/17
অর্থাৎ রিটার্ন প্রায় ৭.৭ শতাংশ, বাজারের ওঠাপড়ায় বিশেষ ভাবে প্রভাবিত হয়না ৷ প্রতীকী ছবি ৷
advertisement
15/17
মোতিলাল অসওয়াল মিডক্যাপ ফান্ড ৷ এই ফান্ড গত ১ বছরে ৩৩.১৩ শতাংশ রিটার্ন দিয়েছে ৷ ৩ বছরে অর্থাৎ লঞ্চ হওয়ার পরে ২৪,০১ শতাংশ রিটার্ন দিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
16/17
মিউচ্যুয়াল ফান্ড ইক্যুইটি হাইব্রিডে স্কিম দারুণ ৷ এই ফান্ডে মোতিলাল অসওয়াল ফ্লেক্সি, লার্জ ও মিডক্যাপ রয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
17/17
মিউচ্যুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ বিনিয়োগ করার আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন ৷ নিউজ ১৮ বাংলা বিনিয়োগ করতে বাধ্য বা অনুরোধ করেনা ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Top 7 High Return Mutual Fund SIP: FD-RD-Bond-এর ছুটি! দেশের সেরা ৭ SIP বিনিয়োগে কয়েক বছরেই মালামাল