TRENDING:

দেখে নিন ভারতের সবচেয়ে দামি গাড়ির ঝাঁ চকচকে মডেল ও তার দাম

Last Updated:
‌দাম দেখলে চোখ কপালে উঠতে বাধ্য
advertisement
1/5
দেখে নিন ভারতের সবচেয়ে দামি গাড়ির ঝাঁ চকচকে মডেল ও তার দাম!
1. Rolls-Royce Phantom (দাম শুরু ৯.৫ কোটি থেকে ) Rolls-Royce Phantom সংস্থার ফ্ল্যাগশিপ গাড়ি এখন তার এইটথ জেনারেশন চলছে। এই গাড়ির দাম শুরু হচ্ছে সাড়ে ন’‌কোটি টাকা থেকে। এক্সটেন্ডেট হুইলবেস গাড়ির দাম ১১ কোটি ৩৫ লক্ষ টাকা। অন্য গাড়ির মতো এটিতেও কাস্টমাইজেশনের অপশন রয়েছে।(Image: Rolls-Royce)
advertisement
2/5
2. Lamborghini Aventador SVJ (‌দাম শুরু ৮.‌৫ কোটি থেকে)‌ এটিও ভারতের অন্যতম জনপ্রিয় এবং দামি গাড়ি। এটির দাম শুরু হচ্ছে সাড়ে আট কোটি টাকা থেকে। এর সর্বোচ্চ স্পিড হতে পারে ৩৫০ কিলোমিটার প্রতি ঘণ্টায়। মাত্র ২.‌৮ সেকেন্ডে এটি শূন্য থেকে ১০০ কিলোমিটার গতিতে পৌঁছে যেতে পারে। (Image: Lamborghini)
advertisement
3/5
3. Rolls-Royce Cullinan (দাম শুরু ৬.৯‌৫ কোটি থেকে) এটি পৃথিবীর সবচেয়ে দামি লাক্সারি এসইউভি গাড়ি। Rolls-Royce Cullinan আকর্ষণীয়তম গাড়ির মধ্যে অন্যতম। এই গাড়িতে রয়েছে অফ রোড মোড। (Image: Rolls-Royce)
advertisement
4/5
4. Bentley Mulsanne Speed (দাম শুরু ৫.২৬ কোটি থেকে) Mulsanne এবং Speed, এই শব্দদুটি গাড়ি সম্পর্কে যাবতীয় তথ্য একবারে প্রকাশ করে। এটি পৃথিবীর অন্যতম দ্রুতগামী বিলাহবহুল সেডান গাড়ি। (Image source: Bentley)
advertisement
5/5
5. Roll-Royce Dawn (দাম শুরু ৫.৯৪ কোটি থেকে) Roll-Royce Dawn গাড়িটি নিঃশব্দে জনপ্রিয়তা পেয়েছে। এটিতে একদিকে যেমন রয়েছে বিলাসবহুল ব্যবস্থা তেমনই রয়েছে প্রযুক্তিগত সাহায্য। (Image: Rolls-Royce)
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
দেখে নিন ভারতের সবচেয়ে দামি গাড়ির ঝাঁ চকচকে মডেল ও তার দাম
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল