সুখবর সুখবর...! ৯০ নয়, ৮০ নয়, অনলাইনে ৭০ টাকায় কিনুন ১ কেজি টমেটো! কী ভাবে? ঝটপট দেখে নিন
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Tomato Low Price: অবিশ্বাস্য! অনলাইনে জলের দরে টমেটো! কী ভাবে পাবেন? জেনে নিন এক্ষুনি। রইল যাবতীয় তথ্য
advertisement
1/11

টমেটোর দাম বাড়ায় বিপর্যস্ত মধ্যবিত্ত মানুষ। তবে এবার কিছুটা স্বস্তির খবর। এখন থেকে ঘরে বসে অনলাইনেই সস্তায় টমেটো কিনতে পারবেন আপনিও। জানুন কী ভাবে সম্ভব।
advertisement
2/11
প্রকৃতপক্ষে, ই-কমার্স প্ল্যাটফর্ম ONDC গতকাল (২২ জুলাই) থেকে দিল্লির বাজারে সস্তায় টমেটো সরবরাহ করার উদ্যোগ শুরু করেছে।
advertisement
3/11
আপনি ONDC-তে মাত্র ৭০ টাকা প্রতি কেজি দরে টমেটো কিনতে পারেন। ওএনডিসির ব্যবস্থাপনা পরিচালক টি. কোশি এ তথ্য জানিয়েছেন।
advertisement
4/11
জানিয়ে রাখি, গত শুক্রবার, ১৪ জুলাই থেকে দেশের বিভিন্ন স্থানে মোবাইল ভ্যানের মাধ্যমে ভর্তুকি মূল্যে টমেটো বিক্রি হচ্ছে।
advertisement
5/11
সরকারের কৃষি বিপণন সংস্থা ন্যাশনাল এগ্রিকালচারাল কো-অপারেটিভ মার্কেটিং ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড (NAFED) এবং ন্যাশনাল কনজিউমার কো-অপারেটিভ ফেডারেশন অফ ইন্ডিয়া লিমিটেড (NCCF) এই উদ্যোগ নিয়েছে।
advertisement
6/11
আপাতত ONDC প্ল্যাটফর্মে NCCF দ্বারা ছাড়ের হারে জনসাধারণকে টমেটো বিক্রি করা হচ্ছে। এই টমেটো ৭০ টাকা প্রতি কেজি দরে আগামী ১০-১৫ দিনের জন্য ONDC-তে NCCF দ্বারা বিক্রি করা হবে।
advertisement
7/11
২ কেজির বেশি টমেটো কিনতে পারবেন না: জানা যাচ্ছে, একজন ব্যবহারকারী শুধুমাত্র ONDC থেকে সর্বোচ্চ ২ কেজি টমেটো অর্ডার করতে পারেন। যাতে সবাই কম বেশি এই সুবিধে পান তাই এই উদ্যোগ।
advertisement
8/11
২২ জুলাই থেকে দিল্লিতে অনলাইনে টমেটো বিক্রি শুরু হয়ে গিয়েছে ৭০ টাকা কেজি দরে। NCCF এবং NAFED দ্বারা সংগৃহীত টমেটো প্রাথমিকভাবে প্রতি কেজি ৯০ টাকায় বিক্রি হয়েছিল। এর পরে, ১৬ জুলাই, ২০২৩ থেকে, এর দাম কমিয়ে প্রতি কেজি ৮০ টাকা করা হয়।
advertisement
9/11
২০ জুলাই থেকে, দাম কমিয়ে প্রতি কেজি ৭০ টাকায় বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এখন ২২ জুলাই থেকে অনলাইনে টমেটো বিক্রি শুরু হয়েছে ৭০ টাকা দরে।
advertisement
10/11
ONDC কী? বর্তমানে, ONDC-কে ই-কমার্স কোম্পানিগুলোকে চ্যালেঞ্জ করতে দেখা যাচ্ছে। ডিজিটাল কমার্সের জন্য ওপেন নেটওয়ার্ক অর্থাৎ ONDC ২০২২ সালের সেপ্টেম্বরে শুরু হয়েছিল। এটি একটি সরকারি ই-কমার্স প্ল্যাটফর্ম।
advertisement
11/11
ONDC ব্যবহারকারীদের সুলভ মূল্যে তাদের বাড়িতে খাবার এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস সরবরাহ করে। বর্তমানে কোনও ONDC অ্যাপ নেই। এই ক্ষেত্রে, আপনি Paytm, MagicPin বা পিনকোডের মতো একটি অ্যাপে গিয়ে ONDC সার্চ করতে পারেন। অর্ডার করতে পারেন আপনার কাম্য প্রোডাক্ট।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
সুখবর সুখবর...! ৯০ নয়, ৮০ নয়, অনলাইনে ৭০ টাকায় কিনুন ১ কেজি টমেটো! কী ভাবে? ঝটপট দেখে নিন