এখানে বিনিয়োগ করে ৫ দিনে টাকা ডবল ! আপনিও টাকা রেখেছিলেন কী ?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
IREDA-র লিস্টিংয়ের দিনই প্রায় টাকা প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে ৷
advertisement
1/6

IPO মার্কেটের জন্য আজকের দিন ছিল ধামাকেদার ৷ IREDA-র শেয়ারে দুর্দান্ত লিস্টিংয়ের সঙ্গে বাজার আজ উর্ধ্বমুখী ৷ সংস্থার শেয়ার ৩২ টাকার ইস্যু প্রাইসের তুলনায় ৫৬ শতাংশ প্রিমিয়ামের সঙ্গে ৫০ টাকায় লিস্ট হয়েছে এবং লাগাতার দাম বেড়েই চলেছে ৷
advertisement
2/6
IREDA-র শেয়ার ৬০ টাকায় ট্রেড করছিল অর্থাৎ ইস্যু প্রাইস ৮৭ শতাংশ বেড়ে গিয়েছিল ৷ গত ২-৩ বছরে একাধিক নামী সংস্থার আইপিও এসেছে যা বিনিয়োগকারীদের দুর্দান্ত রিটার্ন দিয়েছে ৷ আবার কিছু সংস্থা হতাশও করেছে বিনিয়োগকারীদের ৷ তবে IREDA-র লিস্টিংয়ের দিনই প্রায় টাকা প্রায় দ্বিগুণ হয়ে গিয়েছে ৷
advertisement
3/6
ধামাকেদার লিস্টিংয়ের পর নয়া বিনিয়োগকারীদের মধ্যে এই সংস্থার শেয়ার কেনার হিড়িক পড়ে গিয়েছে ৷ কিন্তু কেউ আপাতত শেয়ার বিক্রি করতে চাইছেন না ৷ NSE-তে দুপুর ২টো পর্যন্ত সংস্থার ৫৭ কোটির বেশি শেয়ার ট্রেড হয়েছে ৷
advertisement
4/6
এখন প্রশ্ন হচ্ছে IREDA-র শেয়ার লম্বা সময়ের জন্য ধরে রাখা উচিত না বিক্রি করে ডবল রিটার্ন পাওয়ায় বুদ্ধিমানের কাজ হবে ৷ জেনে নিন বিশেষজ্ঞরা কী বলছেন ৷
advertisement
5/6
কিছু বিশেষজ্ঞরা জানিয়েছেন, IREDA-র শেয়ার যাঁরা লিস্টিংয়ের সময় কিনেছেন তাঁদের লম্বা সময়ের জন্য হোল্ড রাখা উচিত ৷ কারণ দীর্ঘমেয়াদের জন্য বিনিয়োগ করলে আরও বিপুল রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে ৷
advertisement
6/6
এই ইস্যু ২১ নম্বর খোলা হয়েছিল, ২৩ নভেম্বর বন্ধ করা হয়েছে ৷ আইপিও-তে শেয়ারের প্রাইস ব্যান্ড ৩০-৩২ টাকা প্রতি শেয়ার ঠিক করা হয় ৷ এই ইস্যু ৩৮.৮ গুণ সাবস্ক্রাইব করা হয়েছিল ৷