TRENDING:

Tomato Price Hike: টমেটো না সোনা! একদিনে টমেটো বিক্রি করে আয় ৫৭ লক্ষ টাকা !

Last Updated:
কর্নাটকের কোলার জেলার এক কৃষক একদিনে রোজগার করেছেন ৫৭ লক্ষ টাকা। সবটাই টমেটো বিক্রি করে।
advertisement
1/8
টমেটো না সোনা! একদিনে টমেটো বিক্রি করে আয় ৫৭ লক্ষ টাকা !
টমেটো না সোনা! মূল্য বৃদ্ধির দাপটে না কি গুলিয়ে গিয়েছে এই দুইয়ের ফারাক, সোশ্যাল মিডিয়ায় এমনই মন্তব্য করছেন সাধারণ মানুষ। তৈরি হচ্ছে হাজার হাজার মিম। কিন্তু এই চড়া দামের কারণে কৃষকদের মধ্যে বাড়ছে টমেটোর প্রতি আগ্রহ। তাঁরা একদিন বাজারে গিয়ে ফসল বিক্রি করেই হয়ে যাচ্ছেন লাখপতি। অত্যুক্তি মনে হলেও কথাটা সত্যি।
advertisement
2/8
কর্নাটকের কোলার জেলার এক কৃষক একদিনে রোজগার করেছেন ৫৭ লক্ষ টাকা। সবটাই টমেটো বিক্রি করে। জানা গিয়েছে, কোলারের ওই কৃষক তাঁর ১২ একর জমিতে টমেটো চাষ করেছিলেন। সেই ফসল বিক্রি করেই একদিনে রোজগার করেছেন ৫৭ লক্ষ টাকা।
advertisement
3/8
টমেটোর এখন সোনার মতো দামি। তাই কৃষকের ভাগ্য ফিরিয়ে দিতে এখন তার জুড়ি নেই। তেমন ভাবেই ভাগ্য ফিরেছে ওই চাষির। কোলার জেলার কেন্দাত্তি গ্রামের ভেঙ্কটেশপ্পা। অন্য চাষের পাশাপাশি টমেটো চাষও করেন। এবার প্রায় ১২ একর জমিকে টমেটো লাগিয়েছিলেন।
advertisement
4/8
সম্প্রতি কোলার এপিএমসি বাজারের কেআরএস মান্ডিতে ভেঙ্কটেশপ্পা সেই টমেটো বিক্রি করছেন। ১৯০০ টাকা দরে তিনি তিন হাজার বাক্স টমেটো বিক্রি করে ৫৭ লক্ষ টাকা আয় করেছেন।
advertisement
5/8
তবে এই লাভ যে ভেঙ্কটেশপ্পাই প্রথম করলেন এমন নয়। গত সপ্তাহে, বেতামঙ্গলা গ্রামের ব্যবসায়ী প্রভাকর গুপ্তও একদিনে রোজগার করেছিলেন ৩৮ লক্ষ টাকা। তিনি বিক্রি করতে পেরেছিলেন দু’হাজার বাক্স টমেটো।
advertisement
6/8
কিন্তু এমন ভাগ্য সকলের হয়নি। হিসেব বলছে, সব চাষিই যে সর্বোচ্চ দাম পেয়েছেন, এমন নয়। বাজারের তরফ থেকে জানা গিয়েছে, শুধু মাত্র উচ্চমানের টমেটোই এত বেশি দামে বিক্রি হয়েছে।
advertisement
7/8
মান্ডির মালিক সোমশেখর জানান, টমেটো চাষ করা সব কৃষকই রাতারাতি ধনী হয়ে যাননি। এই মুহূর্তে কর্নাটকের কোলার, ভাদদাহল্লি এবং চিন্তামণি বাজারে টমেটো নিলাম হচ্ছে। সেখানে দাম যাচ্ছে ১৫০০ থেকে ১৯০০ টাকার আশপাশে। সোমশেখরের দাবি, আগামী কয়েকদিন এমনই পরিস্থিতি বজায় থাকবে।
advertisement
8/8
কিন্তু এই পরিমাণ দাম বাড়ার কারণে অন্য দিকে লোকসান করছেন চাষিরা। ক্রমাগত খেতে বাড়ছে চোরের উৎপাত। রাতে টমেটো পাহারা দিতে নাজেহাল তাঁরা।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Tomato Price Hike: টমেটো না সোনা! একদিনে টমেটো বিক্রি করে আয় ৫৭ লক্ষ টাকা !
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল