TRENDING:

মাত্র দেড় মিনিটেই মিলবে ₹৬০ হাজার !

Last Updated:
advertisement
1/7
মাত্র দেড় মিনিটেই মিলবে ₹৬০ হাজার !
ছোট অঙ্কের লোনের প্রয়োজন? এবার সেই কাজে সহায়ক হতে পারে এই মোবাইল অ্যাপ । Mobikwik এর ইনস্ট্যান্ট লোনের মাধ্যামে এখন মাত্র ৯০ মিনিটেই গ্রাহক পেয়ে যেতে পারেন লোন।
advertisement
2/7
সংস্থার তথ্য অনুযায়ী, গ্রাহকদের ক্রেডিট হিস্ট্রি দেখে লোনের সুবিধা দেয় Mobikwik। লোনের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ট্রান্সফার করার সুবিধা রয়েছে।
advertisement
3/7
প্রায় ৬০,০০০ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন গ্রাহকরা । EMI এর সাহায্যে এই টাকা অটো-পের মাধ্যমে চোকানোর বন্দোবস্তও রয়েছে । লোনের জন্য গ্রাহকের প্যান কার্ড ও আধার কার্ড থাকা জরুরি । এছাড়াও Mobikwik অ্যাকাউন্টে kYC থাকাও জরুরি । এছাড়া অন্য কোনও নথির প্রয়োজন নেই ।
advertisement
4/7
WhatsApp এর মাধ্যমে গ্রাহক জানতে পারবেন লোন পাবেন কি না । ব্যাঙ্ক ও আর্থিক সংস্থাগুলি গ্রাহকের ক্রেডিট স্কোর দেখে মূলত লোন দিয়ে থাকে । সাধারণত, ক্রেডিট স্কোর ৯০০ এর কাছাকাছি হলে লোন পেতে সুবিধা হয়। এবার WhatsApp এর মাধ্যমেই জানা যাবে ক্রেডিট স্কোর ।
advertisement
5/7
এর জন্য WhatsApp এর সঙ্গে বিশেষ চুক্তিও করেছে Mobikwik । ক্রেডিট স্কোর জানতে কী করবেন জেনে নিন ।
advertisement
6/7
প্রথমে 8287151151 এই নম্বরে মিসড কল দিন । এরফলে আপনার নম্বরটি WhatsApp চ্যাটে যোগ হয়ে যাবে । এরপর নিজের নাম, লিঙ্গ ও জন্মতারিখ দিয়ে দিন । PAN নম্বর লিখুন (বিঃ দ্রঃ আপনার তথ্য সুরক্ষিত থাকবে) । এরপর আপনার ঠিকানা লিখুন যেটি ব্যাঙ্কে রেজিস্টার করা রয়েছে । এরপর শহর ও পিন কোড লিখুন। এরপর ই-মেল আইডি লিখুন ।
advertisement
7/7
ওয়ান টাইম পাসওয়ার্ড আসবে আপনার ফোন ও ইমেলে । ভেরিফিকেশনের জন্য এই OTP টি দিন । এরপরই আপনি জানতে পারবে আপনার ক্রেডিট স্কোর । একবার এই প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে এই চ্যাটবক্স থেকে আপনাকে রিমুভ করে দেওয়া হবে । আপনার তথ্য সম্পূর্ণ সুরক্ষিত থাকবে ।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
মাত্র দেড় মিনিটেই মিলবে ₹৬০ হাজার !
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল