TRENDING:

Dhanteras 2023: ধনতেরসের শুভ দিনে ভুলেও কিনবেন না এই ৯ জিনিস; বরং ভাগ্য ফেরাতে ঘরে আনুন এই সব সামগ্রী

Last Updated:
এই দিনে মানুষ ভগবান কুবের ও মা লক্ষ্মীর আরাধনা করেন এবং নতুন সামগ্রী কিনে থাকেন।
advertisement
1/7
ধনতেরসের শুভ দিনে ভুলেও কিনবেন না এই ৯ জিনিস; বরং ভাগ্য ফেরাতে ঘরে আনুন এই জিনি
ধন এবং সমৃদ্ধির উৎসবই ধনতেরস নামে পরিচিত। চলতি বছরে ধনতেরসে পড়েছে ১০ নভেম্বর, ২০২৩ তারিখে। ধন শব্দের অর্থ হল সম্পত্তি এবং তেরস শব্দের অর্থ হল ত্রয়োদশ দিন। আর ভারতে দীপাবলি উৎসবের প্রথম দিনটিকে ধনতেরস বা ধনত্রয়োদশী বলা হয়।
advertisement
2/7
কৃষ্ণপক্ষের ত্রয়োদশ দিনে ধনতেরস পালিত হয়। ১০ নভেম্বর ধনতেরসের পূজার মুহূর্ত থাকছে বিকাল ৫টা ৪৭ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৪৩ মিনিট পর্যন্ত।
advertisement
3/7
ধনতেরসের দিনটিকে সবথেকে সৌভাগ্যশালী বলে মনে করা হয়। আর যে কোনও সামগ্রী কেনাকাটার জন্যও এই দিনটি সেরা বলে বিবেচিত হয়। ধনতেরসের দিনে পিতল, রুপো এবং সোনার তৈরি সামগ্রী কিনে থাকে মানুষ। কারণ প্রচলিত বিশ্বাস অনুযায়ী, এই সব সামগ্রী কেনা হলে সৌভাগ্য এবং সাফল্য আসবে জীবনে।
advertisement
4/7
শুধু তা-ই নয়, এটা অশুভ নজর থেকে আমাদের রক্ষা করে। ফলে এই দিনে মানুষ ভগবান কুবের ও মা লক্ষ্মীর আরাধনা করেন এবং নতুন সামগ্রী কিনে থাকেন। ভক্তদের বিশ্বাস, ধনতেরসের দিনে সমুদ্রমন্থনের সময় দুধের সাগর থেকে আবির্ভূতা হয়েছিলেন মা লক্ষ্মী।
advertisement
5/7
ধনতেরসের শুভ মুহূর্ত:নয়াদিল্লি: বিকাল ৫টা ৪৭ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৪৩ মিনিট পর্যন্ত গুরুগ্রাম: বিকাল ৫টা ৪৮ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৪৪ মিনিট পর্যন্ত নয়ডা: বিকাল ৫টা ৪৭ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ৪২ মিনিট পর্যন্ত মুম্বই: সন্ধ্যা ৬টা ২০ মিনিট থেকে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত কলকাতা: বিকাল ৫টা ১৩ মিনিট থেকে সন্ধ্যা ৭টা ১১ মিনিট পর্যন্ত চেন্নাই: সন্ধ্যা ৬টা ০০ মিনিট থেকে রাত ৮টা ০২ মিনিট পর্যন্ত বেঙ্গালুরু: সন্ধ্যা ৬টা ১০ মিনিট থেকে রাত ৮টা ১৩ মিনিট পর্যন্ত
advertisement
6/7
ধনতেরস ২০২৩: কোন কোন জিনিস কেনা উচিত নয়?১. কাঁচি ২. ছুরি ৩. পিন ৪. অ্যালুমিনিয়ামের বাসন ৫. লোহা কিংবা লোহার সামগ্রী ৬. প্লাস্টিকের সামগ্রী ৭. কাচের বাসন অথবা কাচের তৈরি জিনিস ৮. তেল ৯. ঘি
advertisement
7/7
ধনতেরস ২০২৩: কোন কোন জিনিস কেনা উচিত?১. সোনার গয়না অথবা কয়েন ২. রুপোর গয়না অথবা কয়েন ৩. তামা, পিতল কিংবা রুপোর বাসনকোসন ৪. ফোন, ল্যাপটপ, টেলিভিশন, মাইক্রোওয়েভ, রেফ্রিজারেটর এবং অন্যান্য যন্ত্র-সহ ইলেকট্রনিক গ্যাজেট ৫. যানবাহন ৬. ঝাঁটা ৭. বাড়ি
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Dhanteras 2023: ধনতেরসের শুভ দিনে ভুলেও কিনবেন না এই ৯ জিনিস; বরং ভাগ্য ফেরাতে ঘরে আনুন এই সব সামগ্রী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল