advertisement
1/5

স্টেট ব্যাঙ্কে দেশের প্রায় কয়েক কোটি মানুষের অ্যাকাউন্ট রয়েছে ৷ গ্রাহকদের আরও উন্নত পরিষেবা দেওয়ার জন্য ব্যাঙ্কের তরফে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে ৷ এর মধ্যে গুরুত্বপূর্ণ পরিষেবা হচ্ছে এটিএম বা ডেবিট কার্ড অনলাইন ব্লক করা ৷ কীভাবে ব্লক করবেন কার্ড দেখে নিন.... কার্ড ব্লক করার জন্য আপনাকে কয়েকটি সহজ পদ্ধতি মেনে চলতে হবে ৷
advertisement
2/5
Step 1: আপনার ইউজার নাম ও পাসওয়ার্ড দিয়ে www.onlinesbi.com এ লগইন করুন ৷ Step 2: "e-Services" ট্যাবের ভিতরে "Block ATM Card" লিঙ্ক রয়েছে ৷
advertisement
3/5
Step 3: যে অ্যাকাউন্টের কার্ড ব্লক করতে চান সেই অ্যাকাউন্ট সিলেক্ট করুন ৷ Step 4: এখানে আপনার সমস্ত কার্ড দেখা যাবে ৷ কার্ডের প্রথম ও শেষের ৪ ডিজিট দেখা যাবে ৷
advertisement
4/5
Step 5: যে কার্ড ব্লক করতে চান সেটি সিলেক্ট করুন এবং Submit বটনে ক্লিক করুন ৷ Step 6: অথেন্টিকেট করার জন্য আপনা এসএমএস-এ ওয়ান টাইম পাসওয়ার্ড বা প্রোফাইল পাসওয়ার্ড ব্যবহার করতে পারবেন ৷
advertisement
5/5
Step 7: পাসওয়ার্ড দিয়ে Confirm এ ক্লিক করুন ৷ Step 8: এটিএম ও ডেবিট কার্ড ব্লক হয়ে গেলে একটি টিকিট নম্বর সহ ম্যাসেজ দেখা যাবে ৷ এটি রেফারেন্স হিসেবে আপনি ভবিষ্যতে ব্যবহার করতে পারবেন ৷