TRENDING:

বিশ্ব বাজারে নজরে এবার রিলায়েন্স রিটেল, জেনে নিন সিলভার লেকের সঙ্গে মেগা ডিলের সব তথ্য

Last Updated:
রিলায়েন্স রিটেলে ৭ হাজার ৫০০ কোটি টাকা বিনিয়োগ মার্কিন সংস্থা সিলভার লেকের ৷
advertisement
1/6
বিশ্ব বাজারে নজরে এবার রিলায়েন্স রিটেল, Silver Lake-র সঙ্গে মেগা ডিলের সব তথ্য
রিলায়েন্স জিও-র পর এবার রিলায়েন্স রিটেলে লগ্নি করল মার্কিন প্রযুক্তি বিনিয়োগকারী সংস্থা সিলভার লেক। রিলায়েন্স রিটেলে ১.৭৫% শেয়ার কিনতে ৭,৫০০ কোটি টাকা ঢালল সিলভার লেক।
advertisement
2/6
এই লগ্নি টানার পর রিলায়েন্স রিটেলের মোট মূলধনী সম্পদ ৪ লাখ ২১ হাজার কোটি টাকায় পৌঁছল। এর আগে রিলায়েন্স জিও-তে ১০ হাজার ২০০ কোটি টাকা লগ্নি করেছে সিলভার লেক।
advertisement
3/6
অগাস্টে ফিউচার গ্রুপের রিটেল ব্যবসা কিনে নেয় রিলায়েন্স রিটেল। তারপরই সিলভার লেকের হাত ধরে বিদেশি বিনিয়োগ টানল রিলায়েন্স রিটেল।
advertisement
4/6
বিশ্ব বাজারে নজরে এবার রিলায়েন্স রিটেল ৷ রিলায়েন্স রিটেল দেশের বৃহত্তম রিটেল সংস্থা ৷
advertisement
5/6
Silver Lake Partners
advertisement
6/6
এই নিয়ে দ্বিতীয়বার রিলায়েন্সের কোনও ব্যবসায় বিনিয়োগের কথা ঘোষণা করল মার্কিন সংস্থা সিলভার লেক ৷ এর আগে জিও-তে ১০,২০৩ কোটি টাকা লগ্নি করেছে সংস্থা ৷ এবার তাই জিও-র পাশাপাশি রিলায়েন্স রিটেলও আরও সমৃদ্ধ হল ৷ সংস্থার রিটেল ব্যবসায় সিলভার লেকের এই বিনিয়োগের ঘোষণার পর স্বভাবতই উচ্ছ্বসিত রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর মুকেশ আম্বানি ৷ তিনি বলেন, ‘‘ আমি খুশি যে সিলভার লেকের সঙ্গে এই পার্টনারশিপ দেশের লক্ষ লক্ষ ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য অত্যন্ত ভাল খবর ৷ দেশের রিটেল সেক্টরকে আরও সমৃদ্ধ করবে এই ডিল ৷ ’’
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
বিশ্ব বাজারে নজরে এবার রিলায়েন্স রিটেল, জেনে নিন সিলভার লেকের সঙ্গে মেগা ডিলের সব তথ্য
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল