জেনে রাখুন সোনা কেনার মূলমন্ত্র! আর ঠকাতে পারবে না কেউ
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
সোনার গয়নার ক্ষেত্রে ৫টি আলাদা হলমার্ক বিভাগ রয়েছে - ২৩, ২২, ২০, ১৮ এবং ১৪। ২৩ ক্যারেটে ৮৫.৮৮ শতাংশ, ২২ ক্যারেটে ৯১.৬৬ শতাংশ।
advertisement
1/6

পৃথিবীতে দামি ধাতু তো কম নেই। কিন্তু সোনার কাছে সবকিছুই ফ্যাকাসে। এই ব্যাপক চাহিদার কারণেই আজ ১০ গ্রাম সোনার দাম ৬০ হাজার টাকা ছাড়িয়ে গিয়েছে। গুণমানের ভিত্তিতে সোনার অনেকগুলি বিভাগ রয়েছে। প্রতিদিন এর দাম নির্ধারিত হয়।
advertisement
2/6
তাই সোনা কেনার সময় বিক্রেতাদের শুধু অসুবিধাই হয় না, বিক্রেতারা অনেক সময় নির্বিচারে দাম আদায় করে বোকাও বানায়। সোনা কেনার সময় ৫টি জিনিস মাথায় রাখতে হবে, তাহলেই আর কেউ ঠকাতে পারবে না।
advertisement
3/6
১. সোনার ক্যারেট: সোনা এবং সোনার গয়নায় হলমার্ক থাকে। ২৪ ক্যারেটের সোনার বিস্কুট কিনলে ২৪ ক্যারেটের সোনার দাম অনুযায়ী তার মূল্য নির্ধারণ হবে। সোজা কথায় দাম একই থাকবে। কিন্তু সোনার গয়নার ক্ষেত্রে ৫টি আলাদা হলমার্ক বিভাগ রয়েছে - ২৩, ২২, ২০, ১৮ এবং ১৪। সেই অনুযায়ী সোনার দাম ঠিক হয়। ২৩ ক্যারেটে ৮৫.৮৮ শতাংশ, ২২ ক্যারেটে ৯১.৬৬ শতাংশ, ২০ ক্যারেটে ৮৪ শতাংশ, ১৮ ক্যারেটে ৭৫.৭৬ শতাংশ এবং ১৪ ক্যারেটে ৫৮.৫০ শতাংশ সোনা থাকে।
advertisement
4/6
গয়নার হার নির্ধারণ: ক্যারেট এবং হলমার্কের পর, গয়নার দাম কীভাবে নির্ধারণ করা হয় সেটা বোঝা গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে দেখতে হবে কত ক্যারেটের গয়না। সেই অনুযায়ী দাম ঠিক হবে। এর সহজ গণিত হল, ২৪ ক্যারেট সোনার দাম ৬০ হাজার টাকা, তাহলে ২২ ক্যারেট সোনার দাম ৬০ হাজার টাকার ৯১.৬৬ শতাংশ হবে।
advertisement
5/6
সোনার দাম জানা: সোনার দাম প্রতিদিন ঠিক হয়। তাই প্রতিদিনের দরদামের উপর নজর রাখতে হবে। দোকানে যাওয়ার আগে ইন্ডিয়া বুলিয়ন অ্যাসোসিয়েশন থেকে সোনার সেদিনের দর দেখে নেওয়াই বুদ্ধিমানের কাজ।
advertisement
6/6
মেকিং চার্জ: সোনার দামের পর আসে মেকিং চার্জ। অর্থাৎ সোনার দাম দেওয়া হল এবার গয়না তৈরির মুজুরি দিতে হবে। এতে প্রতি গ্রাম সোনায় ১০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত মার্জিন নেন বিক্রেতারা। তবে মাথায় রাখতে হবে, মেকিং চার্জ নিয়ে দর কষাকষি করা যায়। সাধারণ ডিজাইনে কম খরচ, সূক্ষ ডিজাইনের সোনার গয়নার দাম বেশি হয়।