TRENDING:

ব্যাঙ্কে প্রথমবার লকার খুলছেন? তাহলে মাথায় রাখতে হবে এই বিষয়গুলি!

Last Updated:
যাঁরা প্রথম বার ব্যাঙ্কের লকার খুলবেন, তাঁদের কয়েকটি বিষয় মাথায় রাখা উচিত।
advertisement
1/12
ব্যাঙ্কে প্রথমবার লকার খুলছেন? তাহলে মাথায় রাখতে হবে এই বিষয়গুলি!
মূল্যবান সামগ্রী, গয়নাগাঁটি, গুরুত্বপূর্ণ নথিপত্র বাড়িতে রাখাটা একেবারেই নিরাপদ নয়। সেই কারণে ব্যাঙ্কের লকারেই তা রাখা হয়। অধিকাংশ মানুষই তা করে থাকেন। যাঁরা প্রথম বারের জন্য ব্যাঙ্কের লকার ব্যবহার করছেন, তাঁদের কাছে বিষয়টা একটু গোলমেলে ঠেকতে পারে।
advertisement
2/12
ব্যাঙ্ক লকার সংক্রান্ত নিয়মের ক্ষেত্রে ২০২১ সালে বদল এনেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। আর এই নতুন নিয়ম লাগু হয়েছে ২০২২ সালের জানুয়ারি মাস থেকে। বিদ্যমান গ্রাহকদের জন্য ১ জানুয়ারি, ২০২৩ তারিখ থেকে ব্যাঙ্ক এই প্রক্রিয়া করতে শুরু করেছে।
advertisement
3/12
চলতি বছরের জানুয়ারিতে লকার চুক্তি রিনিউ করার সময়সীমা বাড়িয়েছে আরবিআই। বর্তমানে এর জন্য ৩১ ডিসেম্বর, ২০২৩ তারিখ পর্যন্ত সময় পাওয়া যাবে। তবে যাঁরা প্রথম বার ব্যাঙ্কের লকার খুলবেন, তাঁদের কয়েকটি বিষয় মাথায় রাখা উচিত।
advertisement
4/12
তালিকা তৈরি: লকারে কী কী সামগ্রী রাখা হবে, তার একটা তালিকা তৈরি করতে হবে। প্রতি বার কোনও পরিবর্তন করলে সেটাও লিখে রাখা উচিত। এতে লকারে কী কী আছে, তা ট্র্যাক করতে সুবিধা হবে।
advertisement
5/12
নিয়মিত দেখাশোনা: লকারে কী কী আছে, তা নিয়মিত দেখাশোনা করা উচিত। নয়া চুক্তি অনুযায়ী, বছরে অন্তত একবার লকার ব্যবহার করা নাহলে তা ভেঙে মূল্যবান সামগ্রী ব্যবহার করতে পারবে ব্যাঙ্ক।
advertisement
6/12
চুক্তির কপি: নতুন লকার খুললে লাগু হওয়া নয়া লকার চুক্তি মেনে চলকে হবে। অন্যান্য চুক্তির মতো লকার চুক্তিও ভাল করে পড়ে নিতে হবে। আর সেই চুক্তির কপি সব সময় নিজের সঙ্গে রাখা উচিত।
advertisement
7/12
লকার ভাড়া: লকার সুবিধা প্রদান করার জন্য ব্যাঙ্ক নতুন গ্রাহকদের থেকে টার্ম ডিপোজিট নিতে পারে। যাতে তিন বছরের জন্য লকার ভাড়া রিকভার করার জন্য ব্যাঙ্ক ওই পরিমাণ অর্থ ব্যবহার করতে পারে। শুধু তা-ই নয়, কোনও জরুরিকালীন পরিস্থিতি তৈরি হলে লকার ভাঙার চার্জ যাতে রিকভার করা যায়, তার জন্যও এই টার্ম ডিপোজিটের অর্থ ব্যবহার করা যেতে পারে। ব্যাঙ্ক ব্যালেন্স পর্যাপ্ত থাকলে আর অতিরিক্ত টার্ম ডিপোজিটের প্রয়োজন হবে না।
advertisement
8/12
এক জায়গায় সব কিছু নয়: অনেকেই হয়তো ভাবেন যে, ব্যাঙ্ক লকার পুরোপুরি ভাবে নিরাপদ। বিষয়টা আদতে কিন্তু তা নয়। সেই কারণে সমস্ত মূল্যবান সামগ্রী লকারে রাখা উচিত নয়। এর জন্য কিছু সামগ্রী লকারে আর কিছু সামগ্রী নিজের বাড়িতে ভাগ করে রাখা উচিত।
advertisement
9/12
ক্ষতিপূরণ: লকার নেওয়ার আগে ব্যাঙ্কের নিরাপত্তাটা একবার যাচাই করে নিতে হবে। আগুন লাগা, চুরি-ডাকাতি, বিল্ডিং ভেঙে পড়া, ব্যাঙ্কের গাফিলতি অথবা কর্মচারীদের প্রতারণার মতো পরিস্থিতি তৈরি হলে ব্যাঙ্ক ক্ষতিপূরণ দেবে।
advertisement
10/12
লকারের চাবি: লকার নিলে তার চাবিও দেবে ব্যাঙ্ক। তবে চাবিটি নিরাপদ জায়গায় রাখতে হবে। নাহলে অতিরিক্ত ঝামেলা পোহাতে হতে পারে। তবে লকারের তথ্য কারওর সঙ্গে শেয়ার করা উচিত নয়।
advertisement
11/12
ব্যাঙ্ক লকার পরীক্ষা: লকার সঠিক ভাবে কাজ করছে কি না, তা দেখে রাখা উচিত। কোনও অসঙ্গতি ধরা পড়লে ব্যাঙ্ককে সেই তথ্য জানাতে হবে।
advertisement
12/12
ব্যাঙ্কের সতর্কতা: লকার খোলার সময় নিজের ই-মেল আইডি এবং মোবাইল নম্বর ব্যাঙ্ককে দিয়ে রাখতে হবে। যাতে ব্যাঙ্ক এসএমএস অ্যালার্ট পাঠাতে পারে। ব্যাঙ্কের দায় নয়: লকারে রাখা সামগ্রী নষ্ট হয়ে গেলে তার দায় ব্যাঙ্কের নয়। এছাড়া বৃষ্টি, বন্যা, ভূমিকম্প, বজ্রপাত, গোষ্ঠী সংঘর্ষ, দাঙ্গা, জঙ্গি হানার মতো পরিস্থিতি অথবা গ্রাহকের নিজের গাফিলতি হলেও ব্যাঙ্ক তার দায় নেবে না।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
ব্যাঙ্কে প্রথমবার লকার খুলছেন? তাহলে মাথায় রাখতে হবে এই বিষয়গুলি!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল