Health Insurance: স্বাস্থ্য বিমার প্রিমিয়াম কমাতে এই কাজগুলো করুন, অনেক টাকা বেঁচে যাবে!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
টাকা বাঁচানোর কয়েকটি পদ্ধতি রয়েছে। এতে স্বাস্থ্য বিমার প্রিমিয়াম অনেকটা কমে যাবে।
advertisement
1/8

চিকিৎসা খরচ যেন আকাশ ছুঁয়েছে। হাসপাতালের বিল মেটাতে গিয়ে ঘটি-বাটি বেচার উপক্রম। গরিব মানুষ যায় কোথায়! এই পরিস্থিতিতে স্বাস্থ্য বিমা অপরিহার্য। কিন্তু তার প্রিমিয়ামও তো কম নয়। তাহলে উপায়? টাকা বাঁচানোর কয়েকটি পদ্ধতি রয়েছে। এতে স্বাস্থ্য বিমার প্রিমিয়াম অনেকটা কমে যাবে।
advertisement
2/8
অল্প বয়সে স্বাস্থ্য বিমা: স্বাস্থ্য বিমার প্রিমিয়ামের হার পলিসিধারীর বয়সের সঙ্গে সমানুপাতিক। তাই অল্প বয়সে প্রিমিয়াম কম দিতে হয়। বয়স বাড়লে রোগভোগ বাড়ে। ফলে প্রিমিয়ামের পরিমাণও বাড়তে থাকে।
advertisement
3/8
অনলাইনে স্বাস্থ্য বিমার তুল্যমূল্য বিচার: কেনার আগে অনলাইনে বিভিন্ন স্বাস্থ্য বিমা প্ল্যান তুলনা করে দেখে নেওয়া উচিত। কত কভারেজ মিলছে, প্রিমিয়াম কত দিতে হবে – সব। সাশ্রয়ী মূল্যে সেরা স্বাস্থ্যবিমা খুঁজে পেতে এর থেকে ভাল পন্থা আর কিছু নেই।
advertisement
4/8
ফ্যামিলি ফ্লোটার হেলথ ইনস্যুরেন্স: পরিবারের সবার জন্য স্বাস্থ্য বিমা কিনতে চাইলে আলাদা আলাদা না কিনে ফ্যামিলি ফ্লোটার হেলথ প্ল্যান বেছে নেওয়ার পরামর্শ দেওয়া হয়। এতে সব সদস্যকে একসঙ্গে কভারেজ দেওয়া হয়।
advertisement
5/8
বয়স্ক পিতামাতার জন্য আলাদা স্বাস্থ্য বিমা: স্বাস্থ্য বিমার প্রিমিয়াম কম রাখতে চাইলে বৃদ্ধ বাবা-মাকে ফ্যামিলি ফ্লোটার প্ল্যানের বাইরে রাখতে হবে। তাঁদের জন্য নিতে হবে পৃথক স্বাস্থ্য বিমা।
advertisement
6/8
কারণ ফ্যামিলি ফ্লোটার প্ল্যানের প্রিমিয়াম পরিবারের সবচেয়ে বয়স্ক সদস্যের বয়সের উপর ভিত্তি করে ঠিক করা হয়। তাই বৃদ্ধ বাবা-মাকে প্ল্যানে রাখলে প্রিমিয়াম খরচ বাড়বে।
advertisement
7/8
বেসিক হেলথ কভার: যদি কারও স্বাস্থ্য বিমা পলিসির খরচ বেশি মনে হয় তাহলে বেসিক হেলথ কভার কিনতে পারেন। এতে জরুরি অবস্থায় হাসপাতালে ভর্তির কভারেজ দেওয়া হয়। প্রিমিয়াম কিছুটা কম।
advertisement
8/8
কভারেজ বাছাই: বিমার প্রিমিয়াম কমাতে চাইলে সঠিক কভারেজ বাছাই গুরুত্বপূর্ণ। পলিসি হোল্ডারের জন্য উপযোগী নয় এমন কভারেজ বাছলে শুধু প্রিমিয়াম খরচ বাড়বে, লাভ হবে না। যেমন বিয়ের আগে স্বাস্থ্য বিমা নিলে প্রসূতি সুবিধা সহ পলিসি বাছতে হবে। একইভাবে প্রয়োজন নেই এমন অ্যাড অন কভার বাদ দেওয়াই ভাল।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Health Insurance: স্বাস্থ্য বিমার প্রিমিয়াম কমাতে এই কাজগুলো করুন, অনেক টাকা বেঁচে যাবে!