TRENDING:

Bank Merger: মিশে যাচ্ছে দেশের দুই জনপ্রিয় ব্যাঙ্ক, আপনার শেয়ার আছে এখানে ?

Last Updated:
RBI এই দুই ব্যাঙ্কের একত্রীকরণের অনুমোদন দিয়েছে। এর ফলে ৫৩০ মিলিয়ন ইউএস ডলার মূল্যের অল স্টক একীভূত হবে।
advertisement
1/8
মিশে যাচ্ছে দেশের দুই জনপ্রিয় ব্যাঙ্ক, আপনার শেয়ার আছে এখানে ?
মিশে যাচ্ছে ভারতের দুটি জনপ্রিয় ব্যাঙ্ক। এইউ স্মল ফিনান্স ব্যাঙ্ক এবং ফিনকেয়ার স্মল ফিনান্স ব্যাঙ্ক। আরবিআই এই দুই ব্যাঙ্কের একত্রীকরণের অনুমোদন দিয়েছে। এর ফলে ৫৩০ মিলিয়ন ইউএস ডলার মূল্যের অল স্টক একীভূত হবে।
advertisement
2/8
এই প্রসঙ্গে একটি প্রেস বিবৃতি জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাতে জানা যাচ্ছে, ২০২৪-এর ১ এপ্রিল থেকে একত্রীকরণ কার্যকর হবে। এর মানে ওই দিন থেকে ফিনকেয়ার এসএফবি-র সমস্ত শাখা এইউ এসএফবি-র শাখা হিসেবে কাজ করবে।
advertisement
3/8
ফিনকেয়ার এসএফবি-র শেয়ার হোল্ডাররা অনুমোদিত শেয়ার সোয়াপ রেশিও অনুযায়ী ফিনকেয়ার এসএফবিতে তাঁদের শেয়ারের বিনিময়ে এইউ এসএফবি-র শেয়ার পাবেন। ফিনকেয়ার এসএফবি-র সমস্ত কর্মচারী এইউ এসএফবি পরিবারের অংশ হবেন।
advertisement
4/8
রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, এই একত্রীকরণ তুলনামূলকভাবে নতুন এসএফবি সেক্টরের জন্য নেওয়া পদক্ষেপগুলির মধ্যে একটি। ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্ট ১৯৪৯-এর ধারা ৪৪এ-এর উপধারা (৪) অনুযায়ী ক্ষমতা প্রয়োগের জন্য ব্যাঙ্ককে অনুমোদন দেওয়া হয়েছে।
advertisement
5/8
একত্রীকরণের শর্ত অনুযায়ী, ফিনকেয়ার এসএফবি-র প্রবর্তক ফিনকেয়ার বিজনেস সার্ভিস লিমিটেড একত্রীকরণ সম্পূর্ণ হওয়ার আগে ৭০০ কোটি টাকা বিনিয়োগ করবে। শেয়ার এক্সচেঞ্জ রেশিও ঠিক করতে স্বাধীন এবং পেশাদারদের সুপারিশ নেওয়া হচ্ছে।
advertisement
6/8
জানা গিয়েছে, ফিনকেয়ার এসএফবি-র শেয়ার হোল্ডাররা প্রতি ২ হাজার শেয়ারে এইউ এসএফবি থেকে ৫৭৯টি শেয়ার পাবেন। একত্রীকরণের পর ফিনকেয়ার এসএফবি-র বর্তমান শেয়ার হোল্ডাররা এইউ এসএফবি-র মোট ৯.৯ শতাংশ শেয়ারের মালিক হবেন।
advertisement
7/8
একত্রীকরণের পর ফিনকেয়ার এসএফবি-র ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও রাজীব যাদব এইউ এফএফবি-র ডেপুটি সিইও পদে বসবেন। তিনি এউ এসএফবি-এর এমডি ও সিইও সঞ্জয় আগরওয়ালের কাছে রিপোর্ট করবেন। এইউ এসএফবি-র ফিনকেয়ার ইউনিটের দায়িত্ব থাকবে রাজীব যাদবের কাঁধে। ফিনকেয়ার এসএফবি-র বেশিরভাগ ব্যবসাও তিনিই দেখবেন।
advertisement
8/8
একত্রীকরণের ঘোষণার পর সোমবার এইউ স্মল ফিনান্স ব্যাঙ্কের শেয়ারে ব্যাপক পতন দেখা যায়। ৪.২৮ শতাংশ বা ২৮ টাকা কমে ৬৬১ টাকায় নেমে এসেছে। ৫২ সপ্তাহে এই স্টকের সর্বোচ্চ দাম ছিল ৭৯৪.৯৫ টাকা। সর্বনিম্ন ৫৪৮.১৫ টাকা।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Bank Merger: মিশে যাচ্ছে দেশের দুই জনপ্রিয় ব্যাঙ্ক, আপনার শেয়ার আছে এখানে ?
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল