অ্যাকাউন্টে ২ লাখেরও বেশি টাকা ছিল, তবু বাবার চিকিৎসার জন্য চাইতেই ব্যাঙ্কের ম্যানেজার বলল 'ক্যাশ নেই!' মাথায় হাত ছেলের
- Published by:Tias Banerjee
Last Updated:
Bank: বাবার চিকিৎসার জন্য ছেলে টানা দুই মাস ব্যাঙ্কে ঘুরেছেন। ব্যাঙ্ক ম্যানেজার থেকে শুরু করে জেনারেল ম্যানেজার, কমিটির আধিকারিক—সবার কাছে কাকুতি-মিনতি করেছেন। তার পর?
advertisement
1/7

টানা দুই মাস ব্যাঙ্কে ঘুরেছেন। ব্যাঙ্ক ম্যানেজার থেকে শুরু করে জেনারেল ম্যানেজার, কমিটির আধিকারিক—সবার কাছে কাকুতি-মিনতি করেছেন। এমনকি ব্যাঙ্ক ম্যানেজারের পা পর্যন্ত ধরেছেন। কিন্তু প্রত্যেকবার একই উত্তর—‘‘ক্যাশ নেই, কী ভাবে দেব?’’ (Representative Image: AI Generated)
advertisement
2/7
দু’চোখে একটাই আশা। বাবাকে বাঁচাতে হবে। অ্যাকাউন্টে জমা আছে দু’লাখেরও বেশি টাকা। অথচ দরকারের সময়ে— এক টাকাও মিলল না।
advertisement
3/7
ভুক্তভোগী শৈলেন্দ্র দাস নাগেশ্বর জানিয়েছেন, দুই মাস ধরে দিনের পর দিন ব্যাঙ্কে গিয়েও বাবার চিকিৎসার জন্য নিজের অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারেননি তিনি। (Representative Image: AI Generated)
advertisement
4/7
এমনকি ব্যাঙ্ক ম্যানেজার ধনেন্দ্র রহাঙ্গদালে-র পা পর্যন্ত ধরেছেন। কিন্তু প্রত্যেকবার একই উত্তর—‘‘ক্যাশ নেই, কী ভাবে দেব?’’ এই অবস্থায় কোনওরকম চিকিৎসা না করেই মারা যান তাঁর বাবা। (Representative Image: AI Generated)
advertisement
5/7
কান্নায় ভেঙে পড়ে শৈলেন্দ্র বলেন, ‘‘ব্যাঙ্কে আমার নিজের টাকা থাকা সত্ত্বেও আমি বাবাকে বাঁচাতে পারলাম না। শুধু ওই একটা কথার জন্য—‘ক্যাশ নেই’। আমার বাবার মৃত্যুর জন্য দায়ী ব্যাঙ্কের ম্যানেজার।'' (Representative Image: AI Generated)
advertisement
6/7
শৈলেন্দ্রের তোলা অভিযোগ এক গভীর প্রশ্ন তুলে দিয়েছে ব্যাঙ্কিং ব্যবস্থার উপর। তিনি বলেছেন, ‘‘আমরা দুঃসময়ের জন্যই তো ব্যাঙ্কে টাকা জমাই। কিন্তু যখন প্রয়োজন পড়ল, তখন ব্যাঙ্কই আমাদের মুখ ফিরিয়ে নিল। যদি সময়মতো টাকা পেতাম, তবে বাবার চিকিৎসা করাতে পারতাম, হয়তো তিনি আজ বেঁচে থাকতেন।’’ (Representative Image: AI Generated)
advertisement
7/7
এখনও পর্যন্ত ব্যাঙ্ক ম্যানেজমেন্টের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি। স্থানীয় বাসিন্দারা এই ঘটনায় ক্ষোভ উগরে দিয়ে বলেছেন, দোষী ব্যাঙ্ক আধিকারিকদের বিরুদ্ধে অবিলম্বে কড়া ব্যবস্থা নেওয়া হোক। (Representative Image: AI Generated)
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
অ্যাকাউন্টে ২ লাখেরও বেশি টাকা ছিল, তবু বাবার চিকিৎসার জন্য চাইতেই ব্যাঙ্কের ম্যানেজার বলল 'ক্যাশ নেই!' মাথায় হাত ছেলের