TRENDING:

বদলাচ্ছে না PNB এর নাম, আরও দুটি ব্যাঙ্কের সঙ্গে মার্জারের জেরে কী হবে আপনার টাকার...

Last Updated:
পিএনবি-র তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে ব্যাঙ্কের নাম বদলের কোনও প্রস্তাব নেই ৷
advertisement
1/4
বদলাচ্ছে না PNB এর নাম,আরও দুটি ব্যাঙ্কের সঙ্গে মার্জারের জেরে কী হবে আপনার টাকা
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফে মঙ্গলবার জানানো হয়েছে যে ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স ও ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সংযুক্তিকরণের পরে পিএনবি-র নাম বদলানোর কোনও প্রস্তাব নেই ৷ ইউবিআই আধিকারিকের তরফে জানানো হয় যে সরকার তিনটি ব্যাঙ্কের মার্জারের পর নতুন নাম ও প্রতীক লোগোর ঘোষণা করা হবে ৷ পয়লা এপ্রিল ২০২০ থেকে নতুন নাম ও লোগো চালু করা হবে ৷ নতুন ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্কের পর দেশের সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক হতে চলেছে ১৮ লক্ষ কোটি টাকা নিয়ে ৷ এরপরই পিএনবি-র তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয় যে ব্যাঙ্কের নাম বদলের কোনও প্রস্তাব নেই ৷
advertisement
2/4
ব্যাঙ্ক ট্যুইটে জানিয়েছে যে গত বছর অর্থমন্ত্রী নির্মলা সীতারমন দেশের দ্বিতীয় সবচেয়ে বড় সরকারি ব্যাঙ্ক করতে গিয়ে ওবিসি ও ইউবিআই এর সংযুক্তিকরণের ঘোষণা করা হয় ৷ এছাড়া সিন্ডিকেট ব্যাঙ্ককে কানাড়া ব্যাঙ্কের সঙ্গে মার্জার করা হয় ৷ এলাহাবাদ ব্যাঙ্কের সঙ্গে ইন্ডিয়ান ব্যাঙ্কের সংযুক্তিকরণের ঘোষণা করা হয় ৷ একই ভাবে অন্ধ্র ব্যাঙ্ক ও কর্পোরেশন ও ইউনিয়ন ব্যাঙ্কের সঙ্গে মার্জার করা হয় ৷
advertisement
3/4
পিএনবি, ওবিসি, ও ইউনাইটেড ব্যাঙ্কের মার্জারের পর এই ব্যাঙ্কের গ্রাহকদের কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ করতে হবে ৷ গ্রাহকদের নয়া অ্যাকাউন্ট নম্বর ও কাস্টোমার আইডি দেওয়া হবে ৷ যে গ্রাহকদের নতুন অ্যাকাউন্ট নম্বর বা IFSC কোড দেওয়া হবে তাদের নতুন তথ্য ইনকাম ট্যাক্স, ইনস্যুরেন্স সংস্থা, মিউচ্যুয়াল ফান্ড, ন্যাশনাল পেনশন স্কিমে আপডেট করাতে হবে ৷
advertisement
4/4
SIP বা EMI লোনের জন্য নতুন ফর্ম ভর্তি করতে হতে পারে ৷ নতুন চেকবুক, ডেবিট কার্ড ও ক্রডিট কার্ড ইস্যু করা হতে পারে ৷ তবে ফিক্সড ডিপোজিট বা আরডি-র সুদে কোনও বদল করা হবে না ৷ কার লোন, হোম লোন বা পার্সোনাল লোনের সুদে কোনও পরিবর্তন করা হবে না ৷ বেশ কয়েকটি শাখা বন্ধ করে দেওয়া হতে পারে ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
বদলাচ্ছে না PNB এর নাম, আরও দুটি ব্যাঙ্কের সঙ্গে মার্জারের জেরে কী হবে আপনার টাকার...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল