advertisement
1/8

• নগদ পাঁচ লাখ টাকা পাওয়া যাবে একেবারে হাতে-হাতে ৷ এমনই একটি প্রতিযোগিতার আয়োজন করেছে কেন্দ্রীয় সরকার ৷ কিন্তু কেনই বা এই পুরস্কার?
advertisement
2/8
• এই প্রতিযোগিতায় ১টি মাত্র উপায় বলতে হবে ৷ তা হলেই পুরস্কারের ৫ লাখ টাকা পাওয়া যাবে ৷ এই প্রতিযোগিতার আয়োজন করেছে NTPC ৷
advertisement
3/8
• NTPC অর্থাৎ The National Thermal Power Corporation Limited আয়োজন করেছে Ash Contest-এর ৷ তিন সপ্তাহ ধরে চলবে এই প্রতিযোগিতা ৷
advertisement
4/8
• প্রতিবছর বর্জ হিসেবে প্রচুর ছাই উত্পন্ন হয় তাপবিদ্যুত্ প্রকল্প গুলিতে, সেই ছাই কিভাবে ব্যবহার করা যাবে তা জানতে এবার জনগণের কাছে উপায় জানার প্রস্তাব রাখল NTPC ৷
advertisement
5/8
• আগামী ২৪ ডিসেম্বর পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা ৷ ব্যাক্তিগতভাবে, টিমের তরফে, এনজিও, গবেষক বা প্রতিষ্ঠানের তরফেও অংশগ্রহণ করা যাবে এই প্রতিযোগিতায় ৷
advertisement
6/8
• প্রতিযোগিতার ফলাফল জানা যাবে, ২০১৯-এর ১৫ জানুয়ারি ৷ বিজয়ী পাবেন ৫ লাখ টাকা ৷ দ্বিতীয় হলে পাওয়া যাবে ৩ লাখ এবং তৃতীয় হলে ২ লাখ পাওয়া যাবে ৷
advertisement
7/8
• আরও দু’জনকে দেওয়া হবে ১ লাখ টাকার সান্ত্বনা পুরস্কার ৷
advertisement
8/8
• এর আগেও NTPC-র তরফে ছাই দিয়ে ফ্লাই অ্যাশড বেসড জিওপলিমার কংক্রিট রোড তৈরি হয়েছে ৷