TRENDING:

LIC Saral Pension Yojana: ধামাকা প্ল্যান! মাত্র একবার প্রিমিয়াম, জীবনভর পেনশনের ব্যাপক সুযোগ

Last Updated:
মাত্র একবার প্রিমিয়াম দিলেই প্রতি মাসে ১২ হাজার টাকা করে পেনশন সারা জীবনের জন্য
advertisement
1/8
ধামাকা প্ল্যান! মাত্র একবার প্রিমিয়াম, জীবনভর পেনশনের ব্যাপক সুযোগ
কোনও মানুষ যদি আরও ভাল ভবিষ্যত পেতে চান সেক্ষেত্রে তাঁকে এলআইসির নতুন স্কিমে বিনিয়োগ করতেই হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/8
এলআইসির (LIC) এই নতুন ধামারা স্কিমটি সম্পর্কে এক নজরে দেখে নেওয়া যাক ৷ ভবিষ্যতকে মজবুত ও সুনিশ্চিত করতে এলআইসির জীবন সরল স্কিমটি বাছতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/8
এই প্রকল্পতে মাত্র একবার প্রিমিয়াম দিতে হবে আর ৬০ বছর পরে ১২,০০০ টাকা করে মাসিক পেনশন পাওয়া বাম্পার সুযোগ থাকছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/8
এলআইসির সরল পেনশন যোজনা (LIC Saral Pension Plan) দু'ধরনের ৷ প্রথমত লাইফ অ্যানিউইটিটি অফ পারচেজ প্রাইস অন্যটি হল পেনশন যোজনা জয়েন্ট লাইফ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/8
১০০ শতাংশ রিটার্ন অফ পারচেসড প্রাইস (Life Annuity with 100 percent return of purchase price) এটি সঙ্গেল লাইফের ক্ষেত্রে ৷ অর্থাৎ কোনও ব্যক্তির সঙ্গে সংযুক্ত ৷ পলিসি ধারক যতদিন জীবিত থাকবেন ঠিক ততদিন তিনি পেনশন পাবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/8
পলিসি ধারক মৃত হলে নিমিনি বেস প্রাইস পেয়ে যাবেন ৷ পেনশন যোজনা জয়েন্ট লাইফ (Pension scheme joint life) এই স্কিমে স্বামী-স্ত্রী দু'জনেই পেনশন পাবেন ৷ স্বামী-স্ত্রীর মধ্যে যিনি বেশিদিন পর্যন্ত জীবিত থাকবেন তিনি পেনশন পাবেন ৷ স্বামী-স্ত্রীর মৃত্যু হলে পরবর্তী কালে নমিনিই বেস প্রাইসটি পাবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/8
যেই বিমা ধারক এই পলিসিটি কিনবেন তাঁর পেনশন শুরু হয়ে যাবে, তিনিই ঠিক করবেন মাসিক (Monthly), ত্রৈমাসিক (Quarterly), সান্মাসিক (Half Yearly), বা বার্ষিক (Yearly) ৷ কীভাবে পেনশন নেবেন? বিকল্প বাছার সুবিধা থাকবে পলিসি ধারকের কাছে ৷ অনলাইন ও অফলাইন দুই ভাবেই এই পলিসি কেনা যেতে পারে ৷ ৪০ থেকে ৮০ বছর বয়সী মানুষদের জন্যই এই পেনশন প্রকল্প ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/8
পলিসিটি শুরু করার ৬ মাস পরেই পলিসি হোল্ডার ঋণের সুবিধা পাবেন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
LIC Saral Pension Yojana: ধামাকা প্ল্যান! মাত্র একবার প্রিমিয়াম, জীবনভর পেনশনের ব্যাপক সুযোগ
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল