TRENDING:

PM Kisan: শীঘ্রই প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ২০তম কিস্তি মিলবে, নিজেদের নাম তালিকায় আছে কি না দেখে নিন এখনই

Last Updated:
PM Kisan: প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ২০তম কিস্তি ২০২৫ সালের জুন মাসে দেওয়া হতে পারে। এর আগে, এই স্কিমের ১৯তম কিস্তি ফেব্রুয়ারিতে দেওয়া হয়েছিল।
advertisement
1/6
শীঘ্রই PM কিষাণ যোজনার ২০তম কিস্তি মিলবে, নিজেদের নাম তালিকায় আছে কি না দেখে নিন এখনই
ভারত কৃষিপ্রধান দেশ হলেও এটা অস্বীকার করা যায় না অধিকাংশ কৃষকের আর্থিক অবস্থাই ভাল নয়। তাঁদের জীবনযাত্রা যাতে উন্নত হয়, সেই লক্ষ্যে নিরন্তর কাজ করে চলেছে সরকার। কৃষিখাতে প্রয়োজনীয় অর্থের অনটন যাতে না হয়, সেই উদ্দেশ্যেই শুরু হয়েছিল প্রধানমন্ত্রী কিষাণ যোজনা। দেশের লাখ লাখ কৃষক এখন এই কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা গ্রহণ করছেন, বছরে তিনটি কিস্তিতে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ট্রান্সফার করা হচ্ছে সরকারি অনুদান।
advertisement
2/6
প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ২০তম কিস্তি ২০২৫ সালের জুন মাসে দেওয়া হতে পারে। এর আগে, এই স্কিমের ১৯তম কিস্তি ফেব্রুয়ারিতে দেওয়া হয়েছিল। এই স্কিমের আওতায় কৃষকরা প্রতি বছর তিনবার ২০০০ টাকা পান। এই বছর এটি দ্বিতীয়বারের মতো কৃষকরা এই স্কিমের সঙ্গে সম্পর্কিত কিস্তি পেতে চলেছেন।
advertisement
3/6
শেষ কিস্তি -প্রধানমন্ত্রী কিষাণ সম্মান যোজনার ওয়েবসাইটে পাওয়া তথ্য অনুসারে, শেষ কিস্তি ১৯ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে প্রকাশিত হয়েছিল। একই সঙ্গে, এবারের কিস্তি জুন মাসে দেওয়া হতে পারে। তবে, এখনও এই বিষয়ে কোনও নির্দিষ্ট তারিখ দেওয়া হয়নি। কেউ যদি এই স্কিমের সুবিধা গ্রহণ করেন, তাহলে এই তালিকায় নাম এসেছে কি না তা পরীক্ষা করে দেখে নেওয়া যেতে পারে। এটি পরীক্ষা করার জন্য নীচের পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে।
advertisement
4/6
স্টেপ ১- প্রথমেই প্রধানমন্ত্রী কিষাণ যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।স্টেপ ২- এরপর Farmers Corner বিভাগে যেতে হবে।স্টেপ ৩- এরপর Beneficiary List বিকল্পটিতে ক্লিক করতে হবে।স্টেপ ৪- তারপর সেখানে থাকা তথ্য, যেমন জেলা, নাম, গ্রাম ইত্যাদি এন্টার করাতে হবে।স্টেপ ৫- এরপর একবার মনোযোগ সহকারে প্রবেশ করানো তথ্য চেক করে নিতে হবে। এরপর Get Report-এ ক্লিক করতে হবে।
advertisement
5/6
এরপর, স্ক্রিনে সেই রিপোর্টটি প্রদর্শিত হবে। দেখা যাবে নাম আছে কি না!
advertisement
6/6
এই কাজ না করলে সুবিধা পাওয়া যাবে না -যদি কারও আধার নম্বর বা মোবাইল নম্বর স্কিমের সঙ্গে লিঙ্ক না করে থাকে, তাহলে স্কিমের সঙ্গে সম্পর্কিত কিস্তি বন্ধ হয়ে যেতে পারে। মোবাইল নম্বরটি লিঙ্ক করার মাধ্যমে, কিস্তির সঙ্গে সম্পর্কিত সেই বার্তা ফোনে পাওয়া যায়। একই সঙ্গে, কেওয়াইসি-র জন্য আধার লিঙ্ক করাও প্রয়োজনীয়। এর পাশাপাশি, যদি কৃষক তাঁর জমির সঙ্গে সম্পর্কিত বিবরণ ভুল এন্টার করান, তাহলেও কিস্তি বন্ধ হয়ে যেতে পারে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
PM Kisan: শীঘ্রই প্রধানমন্ত্রী কিষাণ যোজনার ২০তম কিস্তি মিলবে, নিজেদের নাম তালিকায় আছে কি না দেখে নিন এখনই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল