TRENDING:

TDS Refund: FD-তে মোটা সুদ পাচ্ছেন? কবে TDS কাটবে জানেন? সিনিয়র সিটিজেনরা এই ফর্ম ফিল-আপ করে বাঁচাতে পারেন টাকা

Last Updated:
সঞ্চয় বাড়ানোর জন্য ফিক্সড ডিপোসিট একটি নিরাপদ উপায় এবং এর সঙ্গে ঋণ সুবিধা বা কর সাশ্রয়ের মতো অতিরিক্ত সুবিধাও মেলে। তবে, এতে অর্জিত সুদের ওপর টিডিএস কাটা হয়।
advertisement
1/5
FD-তে মোটা সুদ পাচ্ছেন? কবে TDS কাটবে? সিনিয়র সিটিজেনরা যেভাবে বাঁচাতে পারেন টাকা
ফিক্সড ডিপোজিট কম ঝুঁকিপূর্ণ, ঐতিহ্যবাহী বিনিয়োগ পদ্ধতি, যেখানে নির্দিষ্ট সময়ের জন্য ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে এককালীন টাকা জমা রাখা হয়। বেশি নিরাপত্তার কারণে এটি সিনিয়র সিটিজেনদের জন্য ভাল বিনিয়োগ বিকল্প।এতে নির্দিষ্ট সুদের হার, নিশ্চিত রিটার্ন, ফ্লেকসিবল মেয়াদ (কয়েক দিন থেকে কয়েক বছর পর্যন্ত) এবং সুদ পাওয়ার একাধিক বিকল্প (মাসিক, বার্ষিক বা মেয়াদ শেষে) পাওয়া যায়। সঞ্চয় বাড়ানোর জন্য এটি একটি নিরাপদ উপায় এবং এর সঙ্গে ঋণ সুবিধা বা কর সাশ্রয়ের মতো অতিরিক্ত সুবিধাও মেলে। তবে, এতে অর্জিত সুদের ওপর টিডিএস কাটা হয়।
advertisement
2/5
সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে কি সুদের ওপর টিডিএস (TDS) কাটা হয়?যদি কোনও সিনিয়র সিটিজেনের ব্যাংকের ফিক্সড ডিপোজিট থেকে প্রাপ্ত সুদের পরিমাণ ১ লক্ষের বেশি হয়, তাহলে সেই সুদের উপর ব্যাংককে টিডিএস কাটতে হয়। সাধারণ নাগরিকদের ক্ষেত্রে এই সীমা ১ লক্ষ নয়, বরং ৪০,০০০।মনে রাখবেন, টিডিএস কোনও অতিরিক্ত কর নয়। আয়কর রিটার্ন দাখিলের সময় আপনি এটি রিফান্ড হিসেবে ফেরত পেতে পারেন অথবা আপনার মোট কর দায়ের সঙ্গে সমন্বয় করতে পারেন।
advertisement
3/5
রিফান্ডের উপরও সুদ পাওয়া যেতে পারেআপনি যদি ট্যাক্স রিফান্ড পাওয়ার যোগ্য হন, তাহলে সেই রিফান্ডের উপর সুদও পেতে পারেন। ধরা যাক, কোনও সিনিয়র সিটিজেনের মোট আয় ১১ লক্ষ। তাহলে অর্থবর্ষ ২০২৫–২৬-এর নতুন কর ব্যবস্থায় তিনি আয়কর দিতে বাধ্য হবেন না, কারণ সেকশন 87A অনুযায়ী কর রিবেট পাওয়া যাবে। নতুন কর ব্যবস্থায় অর্থবর্ষ ২০২৫–২৬-এর জন্য ১২ লক্ষ পর্যন্ত আয়ের ক্ষেত্রে সেকশন 87A কর রিবেট প্রযোজ্য।এক্ষেত্রে ১১ লক্ষ আয়ের উপরে যে ১ লক্ষ সুদ আয় রয়েছে, সেটি মোট কর দায়ের মধ্যে ধরা যেতে পারে এবং ১২ লক্ষ পর্যন্ত আয় সম্পূর্ণ করমুক্ত থাকবে।
advertisement
4/5
এছাড়াও, সিনিয়র সিটিজেনরা টিডিএস (TDS) এড়াতে ফর্ম 15H জমা দিতে পারেন। যদি সব ধরনের কর ছাড় এবং সেকশন 87A রিবেট দাবি করার পর তাঁদের মোট আয় করযোগ্য সীমার নীচে থাকে, নতুন কর ব্যবস্থায় ১২ লক্ষ বা পুরনো কর ব্যবস্থায় ৫ লক্ষ, তাহলে তাঁরা এই ফর্ম জমা দিয়ে টিডিএস কাটার হাত থেকে রেহাই পেতে পারেন।
advertisement
5/5
এই নিয়মগুলি মানা ব্যাংকগুলির জন্য বাধ্যতামূলকবার্ষিক আয় ১২ লক্ষের নীচে হলে আয়কর প্রযোজ্য হয় না। তবুও ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানকে টিডিএস (TDS) কাটতে হয়। কারণ আইন অনুযায়ী, সুদ বা আয় নির্দিষ্ট একটি সীমা অতিক্রম করলে টিডিএস কাটা বাধ্যতামূলক! সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে এই সীমা হলো ১ লক্ষ।ব্যাংক কোনও ব্যক্তির প্রকৃত করদায় কত, তা জানে না। তাই বার্ষিক সুদের পরিমাণ ১ লক্ষ ছাড়ালেই তারা টিডিএস কেটে নেয়। সে কারণে ব্যাংককে আগেভাগে জানাতে ফর্ম 15H জমা দেওয়াই সবচেয়ে ভাল উপায়।TDS
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
TDS Refund: FD-তে মোটা সুদ পাচ্ছেন? কবে TDS কাটবে জানেন? সিনিয়র সিটিজেনরা এই ফর্ম ফিল-আপ করে বাঁচাতে পারেন টাকা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল