TRENDING:

Cheapest Electric Car Tata Tiago EV: যেকোনও জায়গায় চার্জ সম্ভব, ফোনে দেখুন লোকেশন, টাটার নতুন সস্তার গাড়ি চার্জেই ২৪ kWh ব্যাটারি ছুটবে ৩১৫ কিমি রেঞ্জ

Last Updated:
Tata Tiago EV: উৎসবের মরশুমে টাটা মোটরসের বড় ধামাকা
advertisement
1/9
যেকোনও জায়গায় চার্জ সম্ভব, ফোনে দেখুন লোকেশন, টাটার নতুন সস্তার গাড়ি
টাটা মোটর্সের পক্ষ থেকে দেশের সব থেকে সস্তার ইলেকট্রিক কার লঞ্চ করেছে, মোট মূল্য ৮.৪৯ লক্ষ টাকা থেকে শুরু ১১.৭৯ লক্ষ টাকা রেঞ্জ পর্যন্ত দাম দুটি ব্যাটারি প্যাক রয়েছে ৷ যা ছুটবে অক চ্যার্জের ৩১৫ কিমি ৷ অন্তত এমনটাই দাবি করা হচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/9
Tiago EV বুকিং শুরু হবে ১০ অক্টোবর থেকেই ৷ এই গাড়িতে কনফেক্টড টেকনোলজি ক্রুজ কন্ট্রোল নিয়ে এসেছে দুর্দান্ত ফিচার ৷ একনজরে দেখে নেওয়া যাক কী কী পেতে চলেছেন Tiago EV থেকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/9
Tiago EV-তে ফোনেই দেখতে পারবেন বেশ কিছু ফিচার রয়েছে এই গাড়িতে ৷ ZConnect অ্যাপ ৪৫ কনস্টেড কার ৷ যার মধ্যে তাপমাত্রা নিয়ন্ত্রণের রিমোর্ট থাকবে ৷ রিমোর্ট ভেইকেল হেল্থ ডায়গোনেস্টিকস ৷ রিয়্যাল টাইম চার্জ সিস্টেম ৷ ডায়নামিক চার্জার লোকেটার, ড্রাইভিং স্টাইল অ্যানালিটিক্স রয়েছে এর মধ্যে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/9
Tiago EV গাড়িতে ২৪ ও ১৯.২ কিলোওয়াট ব্যাটারির অপশন দেওয়া হয়েছে ৷ ১৯.২ কিলোওয়াটের ব্যাটারি ২৫০ কিমি রেঞ্জ পর্যন্ত ও ২৪ কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন ব্যাটারি ৩১৫ কিমি রেঞ্জ পর্য়ন্ত যাত্রা করতে পারবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/9
টাটার পক্ষ থেকে দাবি করা হচ্ছে ৫.৭ সেকেন্ড ও ০ থেকে ৬০ ঘণ্টা পর্যন্ত প্রতি ঘণ্টায় চলাচল করবে গাড়ি ৷ এর ১৫ এ সকেট ৩.৩ কিলোওয়াট এসি চার্জার, ৭.২ কিলো ওয়াটের এসি হোম চার্জার ও ডিসি চার্জারের মাধ্যমে চার্জ করা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/9
১৫ এ চার্জারের মাধ্যমে ঘর অফিস বা অন্যত্র চার্জ করতে পারেন ৷ Tiago EV-এই গাড়ির মোট পাঁচটি রং রয়েছে ৷ টিল ব্লু, ডেটোনা গ্রে, প্রিস্টিন হোয়াইট, মিডনাইট প্লাম, ট্রপিক্যাল মিস্ট ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/9
সিটি ও স্পোর্টস ড্রাইভ মোডে এই চার স্তরের সেটিংস রয়েছে ৷ লেবেল তিন এর রিজন সেটিংসের সঙ্গে প্যাডেল এক্সপিরিয়েন্সের অফার পাওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/9
শুরুতে এক্সটিরিয়ারের বিষয়ে যদি কথা বলা যায় সেক্ষেত্রে প্রজেক্টর হেডল্যাপস, কন্ট্রাস রুফ, রেন সেন্সিং ওয়াইপার, অটোফোল্ডের সঙ্গে ইলেকট্রিক ওআরবিএম দেওয়া হয়েছে ৷ ভিতরের দিক থেকে লেদার সিটিএস, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, পুশ বটন স্টার্ট ও স্টপ বোতাম থাকবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/9
এছাড়াও এই গাড়িতে পাওয়া যাবে পাংচার রিপেয়ার কিট ৷ এতে অ্যান্ড্রোয়েড অটো ও অ্যাপেল কার প্লে কানেক্টিভিটির সঙ্গে ৮টি স্পিকার হরমন ইনফোটায়েমেন্চট স্পিকার সিস্টেমের মজা নিতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Cheapest Electric Car Tata Tiago EV: যেকোনও জায়গায় চার্জ সম্ভব, ফোনে দেখুন লোকেশন, টাটার নতুন সস্তার গাড়ি চার্জেই ২৪ kWh ব্যাটারি ছুটবে ৩১৫ কিমি রেঞ্জ
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল