রাজমহিমার মতোই যানবাহনের আড়ম্বর! রানি দ্বিতীয় এলিজাবেথের গাড়ির সম্ভার দেখলে চোখ কপালে উঠবে!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
৯৬ বছর বয়স। বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন। কুঁকড়ে গিয়েছিল শরীর। অবশেষে বৃহস্পতিবার দুপুরে বালমোরাল ক্যাসলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ (Queen Elizabeth II)। তাঁর মৃত্যুর সঙ্গে সঙ্গে একটা যুগের অবসান হল। সেই সঙ্গে শুরু হল রানির সম্পদ নিয়ে চর্চা। তাঁর মুকুটে খচিত কোহিনূর হিরে থেকে গ্যারেজে থাকা গাড়ি – আলোচনা থেকে বাদ যাচ্ছে না কিছুই। ৭০ বছর একটানা সিংহাসনে আসীন ছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। বিলাসবহুল গাড়ির চিত্তাকর্ষক সংগ্রহ ছিল তাঁর। এখানে রানির গ্যারেজের ৫টি গাড়ির সুলুকসন্ধান দেওয়া হল। যেগুলো শুধু বিলাসবহুল নয়, রানির খুব প্রিয়ও ছিল। হামেশাই এই ৫টি গাড়ি চড়তে দেখা গিয়েছে তাঁকে।
advertisement
1/5

ডেমলার সুপার ভি৮ এলডব্লিউবি: এটা রানির সবচেয়ে বিলাসবহুল এবং প্রিয় গাড়িরগুলির একটি। রাজকীয় এই গাড়িতে কাস্টম টায়ার ব্যবহার করা হয়েছিল। স্লাইড আউট কম্পার্মেন্ট-সহ রয়েছে কেন্দ্রীয় আর্মরেস্ট। এটা রানির হ্যান্ডব্যাগ রাখার জন্য তৈরি করা হয়েছিল।
advertisement
2/5
ল্যান্ড রোভার: রানির অন্যতম পছন্দের গাড়ি হল জনপ্রিয় ল্যান্ড রোভার ডিফেন্ডার। দ্বিতীয় এলিজাবেথের প্রায় ৩০টি ডিফেন্ডার গাড়ি রয়েছে। এর মধ্যে রয়েছে মল সিরিজ ১ থেকে শুরু করে নতুন ডিফেন্ডার পর্যন্ত। তাঁকে প্রায়ই এই এসইউভি-তে দেখা যেত। রোলস রয়েস: দ্বিতীয় এলিজাবেথের গাড়ির সংগ্রহে ছিল ১৯৫০ এবং ১৯৬০-এর দশকের রাজকীয় গাড়ির এক বিপুল সম্ভার। এর মধ্যে রোলস রয়েস ফ্যান্টম ফাইভ এবং সিক্স অন্যতম। মজার বিষয় হল, ব্রিটেনে রানিই একমাত্র ব্যক্তি যিনি বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়াই গাড়ি চালাতেন।
advertisement
3/5
রোলস রয়েস: দ্বিতীয় এলিজাবেথের গাড়ির সংগ্রহে ছিল ১৯৫০ এবং ১৯৬০-এর দশকের রাজকীয় গাড়ির এক বিপুল সম্ভার। এর মধ্যে রোলস রয়েস ফ্যান্টম ফাইভ এবং সিক্স অন্যতম। মজার বিষয় হল, ব্রিটেনে রানিই একমাত্র ব্যক্তি যিনি বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়াই গাড়ি চালাতেন।
advertisement
4/5
অ্যাস্টন মার্টিন: রানি এলিজাবেথ এবং তাঁর স্বামী প্রিন্স ফিলিপ (Prince Philip) তাঁর ২১তম জন্মদিনে ছেলে কিং চার্লসকে (King Charles) ১৯৬৫ সালের অ্যাস্টন মার্টিন ডিবি ৬ ভলান্ট উপহার দিয়েছেন। ৯৬ বছর বয়সি রানীকে প্রায়শই ল্যান্ড রোভারস, জাগুয়ার এবং ডেমলারের মতো গাড়ি চালাতে দেখা গিয়েছে। রানির কাছের লোকেরা বলেন, কান্ট্রি রিট্রিট, স্যান্ড্রিংহাম এস্টেট তাঁর খুব প্রিয়।
advertisement
5/5
লিমোজিন: রানি একটি রাজকীয় বেন্টলি লিমোজিনেরও মালিক। এটা সিংহাসনে বসার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে ২০০২ সালে ডিজাইন করা হয়েছিল। এই গাড়িটির সর্বোচ্চ গতি ১৩০ এমপিএইচ। এতে লাগানো হয়েছে ৬.৭৫-লিটারর জ্বালানি ট্যাঙ্ক ভি৮ ইঞ্জিন। বিলাসবহুল এই গাড়ির দাম ১ কোটি পাউন্ড।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
রাজমহিমার মতোই যানবাহনের আড়ম্বর! রানি দ্বিতীয় এলিজাবেথের গাড়ির সম্ভার দেখলে চোখ কপালে উঠবে!