TRENDING:

অবসরের পর SWP-তে বিনিয়োগ করুন, প্রতি মাসে মিলবে নিশ্চিত আয়, গায়ে লাগবে না বাজারের ওঠানামাও

Last Updated:
SWP Investment Plan: এসডব্লিউপি-তে পুরো টাকা এককালীন বিনিয়োগ করতে হয়।
advertisement
1/8
অবসরের পর SWP-তে বিনিয়োগ করুন, প্রতি মাসে মিলবে নিশ্চিত আয়
অবসর নেওয়া মানে নিয়মিত আয়ের পথ বন্ধ। যাঁরা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করেন তাঁদের একটা সুবিধা রয়েছে। পুরো টাকাটাই এসডব্লিউপি করে দিতে পারেন। অর্থাৎ সিস্টেমেটিক উইথড্রয়াল প্ল্যান। প্রতি মাসে হাতে নিয়মিত টাকা আসতে থাকবে।
advertisement
2/8
এসডব্লিউপি এসআইপি-এর ঠিক উল্টো। এসআইপিতে নির্দিষ্ট সময় অন্তর নির্দিষ্ট পরিমাণ টাকা বিনিয়োগ করতে হয়। তার উপর সুদ মেলে। মোটা অঙ্কের টাকা জমা হয়। এসডব্লিউপি-তে পুরো টাকা এককালীন বিনিয়োগ করতে হয়। মাসিক, ত্রৈমাসিক, ষাণ্মাসিক বা বার্ষিক ভিত্তিতে সেই টাকা তোলা যায়।
advertisement
3/8
এর সুবিধা হল, পুর টাকা একবারে তুলতে হয় না। বিনিয়োগকারী ধাপে ধাপে টাকা তুলতে পারেন। আর বাকি টাকা বাজারের গতিপ্রকৃতি অনুযায়ী বাড়তে থাকে। ফলে বাড়তি রিটার্ন পাওয়ার সুযোগ থাকে বিনিয়োগকারীর কাছে।
advertisement
4/8
এসডব্লিউপি কীভাবে কাজ করে: ধরে নেওয়া যাক, কেউ ৩০ লাখ টাকার এসডব্লিউপি করলেন। প্রতি মাসে তিনি ১০ হাজার টাকা করে তুলতে চান। তাহলে মাস গেলে ১০ হাজার টাকার সমান ইউনিট তিনি বিক্রি করবেন। দাম ঠিক হবে, সেই সময়ে মিউচুয়াল ফান্ডের নেট অ্যাসেট ভ্যালুর উপর। ভবিষ্যতে বাজার ভাল থাকলে বাকি ইউনিটের দাম বাড়বে। তখন আরও বেশি রিটার্ন মিলবে।
advertisement
5/8
অবসরের জন্য কেন এসডব্লিউপি আদর্শ: অবসরের সময় দুটো জিনিস মাথায় রাখতে হয়। প্রথমত, নিয়মিত আয়ের উৎস তৈরি করা। দ্বিতীয়ত, কষ্টের টাকা নিরাপদে রাখা। এসডব্লিউপি এই দুটো কাজই করে। বিনিয়োগকারী নিয়মিত টাকা তুলতে পারেন। পাশাপাশি মূল্ধনও পুরোপুরি সুরক্ষিত থাকে।
advertisement
6/8
অবসরের কথা মাথায় রেখে যাঁরা মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করছেন, তাঁরাও অনেক সময় বুঝে উঠতে পারেন না কীভাবে একইসঙ্গে নিয়মিত আয়ও হবে আবার বিনিয়োগও বাড়বে। এই সমস্যার সমাধান রয়েছে এসডব্লিউপিতে।
advertisement
7/8
একসঙ্গে পুর টাকা তুলতেই হবে এমন কোনও বাধ্যবাধকতা এসডব্লিউপিতে নেই। বাজার সবসময়ই অস্থির। তাই এটা খুব গুরুত্বপূর্ণ। যদি বাজার নীচে নেমে যায়, তাহলেও পুরো বিনিয়োগ ক্ষতিগ্রস্ত হবে না। কারণ অল্প কিছু ইউনিটই বিক্রি করা হয়। বাজার ফের উঠলে লোকসান সহজেই পুষিয়ে যাবে।
advertisement
8/8
ফিক্সড ডিপোজিট বা রেকারিং ডিপোজিটের মতো ক্ষুদ্র সঞ্চয় প্রকল্প থেকে যে রিটার্ন মেলে তা মুদ্রাস্ফীতিকে হারাতে পারে না। কিন্তু এসডব্লিউপি থেকে মুদ্রাস্ফীতির চেয়ে বেশি রিটার্ন পাওয়ার সম্ভাবনা থাকে। ফলে ক্রয়ক্ষমতা দীর্ঘমেয়াদে বজায় থাকে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
অবসরের পর SWP-তে বিনিয়োগ করুন, প্রতি মাসে মিলবে নিশ্চিত আয়, গায়ে লাগবে না বাজারের ওঠানামাও
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল