মাসে মাসে ৪ লাখ আয়...! ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি ছেড়ে 'এই' ব্যবসা শুরু করতেই মালামাল! কী বিজনেস? চমকে দেবে 'নাম'!
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Success Story: আজকের প্রতিযোগিতামূলক যুগে প্রায় প্রত্যেক তরুণ-তরুণী উচ্চশিক্ষার পর মোটা স্যালারির চাকরির স্বপ্ন দেখে। কিন্তু একেবারেই অন্য পথে হাঁটলেন পুনের উদয় আগাশে। এক ভিন্ন এবং সাহসী সিদ্ধান্ত নিলেন এই যুবক।
advertisement
1/8

আজকের প্রতিযোগিতামূলক যুগে প্রায় প্রত্যেক তরুণ-তরুণী উচ্চশিক্ষার পর মোটা স্যালারির চাকরির স্বপ্ন দেখে। কিন্তু একেবারেই অন্য পথে হাঁটলেন পুনের উদয় আগাশে। এক ভিন্ন এবং সাহসী সিদ্ধান্ত নিলেন এই যুবক।
advertisement
2/8
ইঞ্জিনিয়ারিং শেষ করার পর তিনি যে লাভজনক ও মোটা টাকার চাকরি পেয়েছিলেন তা রীতিমতো ছেড়ে দিয়ে শুধুমাত্র নিজের আবেগের উপর ভিত্তি করে প্রণীশ ফ্র্যাগ্রেন্সেস নামে একটি সুগন্ধি বিপণির ব্যবসা শুরু করেন। আর তার থেকেই তিনি লক্ষ লক্ষ টাকা আয় করছেন।
advertisement
3/8
'সুগন্ধির' প্রতি তাঁর আগ্রহ এবং কিছু দুর্দান্ত আধুনিক ভাবনা-চিন্তা বাস্তবায়নের প্রবণতা নিয়েই উদয় আগাশে শুরু করেন তাঁর বিশেষ ব্যবসা। প্রথম দিকে, তিনি ব্র্যান্ড তৈরি করতে গিয়ে নানা আর্থিক ওঠানামা এবং বাজারের প্রতিযোগিতার মতো নানাবিধ বাধার সম্মুখীন হন।
advertisement
4/8
তবে, তাঁর অধ্যবসায়, নতুন সুগন্ধি অনুসন্ধানের নিরলস প্রয়াস এবং উন্নত মানের সুগন্ধি তৈরিতে তাঁর সদিচ্ছে থেকেই ধীরে ধীরে তাঁর ব্র্যান্ড 'প্রাণিশ সুগন্ধি' গ্রাহকদের কাছে একটি প্রিয় পণ্য হয়ে ওঠে।
advertisement
5/8
বর্তমানে, এই ব্র্যান্ডের অধীনে বাজারে বিভিন্ন ধরণের সুগন্ধি, আতর, রুম ফ্রেশনার এবং ব্যক্তিগত সুগন্ধি পণ্য পাওয়া যায়। পুনেতে শুরু হওয়া এই সুগন্ধি যাত্রা এখন মহারাষ্ট্রের বাইরেও ছড়িয়ে পড়েছে সর্বত্র।
advertisement
6/8
উদয় আগাশে তাঁর সুগন্ধি ব্যবসা থেকে প্রতি মাসে আজ প্রায় চার লক্ষ টাকার মতো বিপুল অর্থ আয় করেন। সেইসঙ্গে তাঁর বার্ষিক আয় দাঁড়িয়েছে প্রায় ৫০ লক্ষ টাকা।
advertisement
7/8
উদয় আগাশে তাঁর গ্রাহকদের চাহিদা অনুযায়ী বিভিন্ন ধরণের সুগন্ধি তৈরি করেন। তাঁর কাছে ২০০ টাকা থেকে ৩০০০ টাকা পর্যন্ত বিভিন্ন ধরণের সুগন্ধি রয়েছে।
advertisement
8/8
দেশীয় বাজারে 'প্রাণিশ সুগন্ধি'র চাহিদা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। উদয় আগাশের যাত্রা কেবল ব্যবসার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তরুণদেরও অনুপ্রাণিত করছে এই সাফল্য। তিনি দেখিয়ে দিয়েছেন যে চাকরির নিরাপত্তার চেয়ে নিজের আবেগের কথা শুনে এগিয়ে যাওয়ায় সাফল্যের আসল ও সঠিক পথ।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
মাসে মাসে ৪ লাখ আয়...! ইঞ্জিনিয়ারিংয়ের চাকরি ছেড়ে 'এই' ব্যবসা শুরু করতেই মালামাল! কী বিজনেস? চমকে দেবে 'নাম'!