Student Credit Card: বড় সুখবর! ৫ লক্ষ টাকা করে পাবেন লক্ষ লক্ষ পড়ুয়া! বিরাট ঘোষণা মমতার, কারা করবেন আবেদন?
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Student Credit Card: আজ শিলিগুড়ি থেকেই সবুজ সাথির সাইকেল দেওয়া শুরু করলেন খোদ মুখ্যমন্ত্রী। স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়েও বিরাট প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী।
advertisement
1/10

লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার আগে পাহাড় সফরে দরাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ শিলিগুড়ি থেকেই সবুজ সাথির সাইকেল দেওয়া শুরু করলেন খোদ মুখ্যমন্ত্রী। স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়েও বিরাট প্রতিশ্রুতি দেন মুখ্যমন্ত্রী।
advertisement
2/10
ভাষণে মমতা বলেন, "আপনাদের এখান থেকে রাজ্য জুড়ে ৮৭৭৬ টি সরকারি স্কুল ও মাদ্রাসা স্কুলের ছাত্রদের প্রায় ১২.২০ লক্ষ ছাত্র ছাত্রীদের সাইকেল দেওয়া শুরু হল আজ। আগামী ১৫ জানুয়ারির মধ্য সাইকেল পেয়ে যাবেন সব যোগ্য পড়ুয়ারা।
advertisement
3/10
.সবুজ সাথির এই প্রকল্পে ইতিমধ্যে ৫০০ কোটি টাকা খরচ হয়েছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের জন্য স্মার্ট ফোন দেওয়ার বিষয়েও এদিন বড় ঘোষণা করেন মমতা।
advertisement
4/10
তাঁর কথায়, "স্মার্টফোনটা পরের মাসে পাবেন পড়ুয়ারা। তবে আগামী মার্চের মধ্যেই আরও ১ লক্ষ ৩০ হাজার ছেলে মেয়েকে ৫ লক্ষ টাকা করে দেব ভবিষ্যত ক্রেডিট কার্ডের জন্য।"
advertisement
5/10
প্রসঙ্গত, অনেক ক্ষেত্রেই দেখা যায় ছাত্র বা ছাত্রীর মেধা-যোগ্যতা সবই রয়েছে। কিন্তু উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় অর্থের সংস্থান হয়নি, এমন পরিস্থিতির জন্য যাতে পড়াশোনা আটকে না যায়, তার জন্যই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে চালু করা হয়েছে পশ্চিমবঙ্গ স্টুডেন্ট ক্রেডিট কার্ড প্রকল্প।
advertisement
6/10
পড়াশোনার পথে কখনও যেন বাধা না হয় আর্থিক সঙ্কট, এমন ভাবনা থেকেই শুরু এই প্রকল্পের। অল্প সুদ এবং দীর্ঘমেয়াদে পরিশোধের সুযোগ-সহ সর্বোচ্চ ১০ লক্ষ টাকা পাওয়া যায় এই ঋণে।
advertisement
7/10
কাদের জন্য এই সুবিধা:বিভিন্ন স্তরের পড়শোনার জন্য় এই ক্রেডিট কার্ড ব্যবহার করা যায়। যেকোনও স্বীকৃত বোর্ডের অধীনে কোনও প্রতিষ্ঠানে সেকেন্ডারি স্তর থেকে শুরু করে উচ্চশিক্ষা পর্যন্ত এর সুবিধা মিলবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্নাতক, স্নাতকোত্তর স্তরের পড়াশোনার জন্য এই ক্রেডিট কার্ড ব্যবহার করা যায়।
advertisement
8/10
দেশ বা বিদেশের কোনও স্বীকৃত কলেজ, বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা, স্নাতক, স্নাতকোত্তর এবং ডক্টরাল বা পোস্ট ডক্টরাল স্তরের পড়াশোনা বা গবেষণার জন্য কোনও শিক্ষার্থী এর সুবিধা পাবেন। এছাড়াও কোনওরকম প্রোফেশনাল ডিগ্রি বা সমতুল্য কোর্সের খরচের জন্য ব্যবহার করা যায়। এছাড়া বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার জন্য যে ট্রেনিং প্রয়োজন তার জন্য কোনও প্রতিষ্ঠানে ভর্তি হলেও এই ঋণ পাওয়া যাবে।
advertisement
9/10
কারা এই সুবিধা পাবেন?এই প্রকল্পের অধীনে ঋণ পেতে গেলে ভারতীয় নাগরিক হতে হবে এবং অন্তত ১০ বছর ধরে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে। দশম শ্রেণি থেকে শুরু করে সর্বোচ্চ ৪০ বছর বয়স পর্যন্ত এই ঋণের সুবিধা পাওয়া যাবে।
advertisement
10/10
ঋণ ও সুদ:ক্রেডিট কার্ড প্রতি সর্বোচ্চ ১০ লক্ষ টাকার ঋণ মিলবে। চলতি বাজারের তুলনায় অনেকটাই কম সুদে এই ঋণ মিলবে পড়ুয়াদের। রাজ্য বা কেন্দ্রের কোঅপারেটিভ ব্যাঙ্ক, জেলা কোঅপারেটিভ ব্যাঙ্ক, সরকারি বা বেসরকারি ক্ষেত্রের ব্যাঙ্ক থেকে ঋণ মিলবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Student Credit Card: বড় সুখবর! ৫ লক্ষ টাকা করে পাবেন লক্ষ লক্ষ পড়ুয়া! বিরাট ঘোষণা মমতার, কারা করবেন আবেদন?