Stock Market Crash: ট্রাম্পের রেসিপ্রোক্যাল ট্যারিফ ঘোষণার জের, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের শেয়ার বাজারে ব্যাপক ধ্বস
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
Stock Market Crash: মার্কিন প্রেসিডেন্টের রেসিপ্রোক্যাল ট্যারিফ সংক্রান্ত ঘোষণার পরই এশিয়া-প্যসিফিকের শেয়ার বাজারে হুড়মুড়িয়ে পতন শুরু হয়েছে।
advertisement
1/8

কয়েকদিন ধরেই জল্পনা কল্পনা চলছিল। সিঁটিয়ে ছিল বাজার। অবশেষে রেসিপ্রোক্যাল ট্যারিফের ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। কমবেশি প্রায় ১৮০টি দেশের পণ্যের উপরে মোটা হারে শুল্ক বসছে। এই তালিকায় নাম রয়েছে ভারত সহ এশিয়ার কয়েকটি দেশেরও।
advertisement
2/8
মার্কিন প্রেসিডেন্টের রেসিপ্রোক্যাল ট্যারিফ সংক্রান্ত ঘোষণার পরই এশিয়া-প্যসিফিকের শেয়ার বাজারে হুড়মুড়িয়ে পতন শুরু হয়েছে। এই অঞ্চলের মোট রফতানির ১৫ শতাংশ যায় আমেরিকায়। তাই ২৫-৩০ শতাংশ শুল্ক বৃদ্ধির ফলে বাণিজ্য নির্ভর অর্থনীতির দেশগুলি বড় ধাক্কা খেতে চলেছে বলে অনুমান করা হচ্ছে।
advertisement
3/8
হোয়াইট হাউস সামাজিক মাধ্যমে প্রকাশিত চার্টে দাবি করেছে যে অন্যান্য দেশগুলি আমেরিকান পণ্যের ওপর যে কার্যকর শুল্ক হার আরোপ করে, তা শুধু সরাসরি শুল্কের মাধ্যমে নয়, বরং মুদ্রা মান নিয়ন্ত্রণ ও বাণিজ্য বাধার মাধ্যমেও হয়।
advertisement
4/8
ভারত, দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়ার পণ্যের উপর যথাক্রমে ২৬ শতাংশ, ২৫ শতাংশ এবং ১০ শতাংশ হারে শুল্ক আরোপ করা হয়েছে। টি. রোয় প্রাইসের প্রধান ইমার্জিং মার্কেট অর্থনীতিবিদ ক্রিস কুশলিস বলেন, নতুন শুল্ক এশীয় রফতানির উপর বড় চাপ ফেলতে চলেছে। বাজার যা প্রত্যাশা করেছিল, তার চেয়েও বেশি প্রভাব ফেলবে।
advertisement
5/8
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির ফলে এশিয়ার অর্থনীতি বড় ধাক্কা খেয়েছে। এশিয়ার বেশিরভাগ দেশ তাদের রফতানির বড় অংশ যুক্তরাষ্ট্রে পাঠায়, তাই বিশ্বব্যাপী শুল্ক আরোপের ফলে বিকল্প বাজার খোঁজার প্রচেষ্টাও বাধাগ্রস্ত হবে। এমনটাই মনে করছেন টি. রোয়ে প্রাইসের বিশ্লেষক ক্রিস কুশলিস।
advertisement
6/8
ফ্র্যাঙ্কলিন টেম্পলটনের প্রধান বাজার বিশ্লেষক স্টিফেন ডোভার বলেন, আশ্চর্যের বিষয় হলো, চিন, যার সঙ্গে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় বাণিজ্য ঘাটতি রয়েছে, সেই দেশই তুলনামূলক কম শুল্কের আওতায় রয়েছে। বরং দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলো, যারা আগে চিনের উপর শুল্ক থেকে সুবিধা পেয়েছিল, এবার সবচেয়ে বেশি শুল্কের শিকার হয়েছে। নতুন শুল্ক ঘোষণার পর এশিয়ার শেয়ারবাজারগুলো তীব্র পতনের মুখে পড়েছে।
advertisement
7/8
জাপান:Nikkei 225 সূচক দিনের শুরুতে ৪ শতাংশ পর্যন্ত কমলেও শেষ পর্যন্ত ২.৭৭ শতাংশ কমে ৩৪,৭৩৫.৯৩ পয়েন্টে বন্ধ হয়।Topix সূচক ৩.০৮ শতাংশ কমে ২,৫৬৮.৬১ পয়েন্টে নেমে যায়।দক্ষিণ কোরিয়া:Kospi সূচক ৩ শতাংশ পর্যন্ত কমার পর সামান্য পুনরুদ্ধার করে ০.৭৬ শতাংশ কমে ২,৪৮৬.৭০ পয়েন্টে বন্ধ হয়।Kosdaq সূচক ০.২ শতাংশ কমে ৬৮৩.৪৯ পয়েন্টে নামে।
advertisement
8/8
চিন:CSI 300 সূচক ০.৫৯ শতাংশ কমে ৩,৮৬১.৫০ পয়েন্টে নেমে যায়।হংকংয়ের Hang Seng সূচক ১.৫২ শতাংশ কমে ২২,৮৪৯.৮১ পয়েন্টে নামে।ভারত:Nifty 50 সূচক ০.২৬ শতাংশ কমেছে।BSE Sensex সূচক ০.৩৬ শতাংশ কমেছে (স্থানীয় সময় দুপুর ১:৪৫ পর্যন্ত)।অস্ট্রেলিয়া:S&P/ASX 200 সূচক ০.৯৪ শতাংশ কমে ৭,৮৫৯.৭০ পয়েন্টে নেমে গিয়েছে।মার্চ মাসে S&P Global Purchasing Managers’ Index ৫১.৬ এসেছে, যা ফেব্রুয়ারির ৫১.৩-এর থেকে সামান্য বেশি।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Stock Market Crash: ট্রাম্পের রেসিপ্রোক্যাল ট্যারিফ ঘোষণার জের, এশিয়া-প্যাসিফিক অঞ্চলের শেয়ার বাজারে ব্যাপক ধ্বস