e-Shram পোর্টালের জয়জয়কার! বিশাল প্রাপ্তি, মাত্র কয়েকদিনেই এক কোটি নাম নথিভুক্ত পার
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
e-Shram Portal Registration: মাত্র ২৬ দিনেই এক কোটি মানুষ সংযুক্ত হয়েছেন এই পোর্টালের সঙ্গে
advertisement
1/7

শনিবার শ্রম দফতরের রাষ্ট্রমন্ত্রী রামেশ্বর তেলি শ্রমিক সংগঠনের সঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছেন যে সমস্ত শ্রমিকেরা অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন তাঁদের পাশে দাঁড়াতেই কেন্দ্রের এই অনন্য উদ্যোগ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/7
এই পর্যন্ত ই-শ্রম পোর্টালে (E-Sharam Portal) এক কোটিরও বেশি শ্রমিক নিজেদের নাম নথিভুক্ত করেছেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/7
একটি বয়ানে তিনি জানিয়েছেন আইআইটি জব্বলপুর (IIT Jabbalpur), মধ্যপ্রদেশে (Madhya Pradesh) অসংঘঠিত ক্ষেত্রে যে সমস্ত শ্রমিকেরা কাজ করেন তাঁদের সঙ্গে ও সাংবাদিকদের সঙ্গে কথা বলতে বলতে তিনি জানিয়েছেন এই পোর্টালের খবর দেশের কোণায় কোণায় ছড়িয়ে দিতে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/7
এরফলে ৩৮ কোটি মানুষ উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে ৷ বিনামূল্যে (Free of Cost) এই পোর্টালে নাম নথিভুক্ত করা হবে ৷ সামাজিক সুরক্ষা যোজনায় (Social Security Scheme) নাম নথিভুক্ত করার পর তাঁদের উপকার করা হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/7
কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ভূপেন্দ্র যাদব (Central Labour Minister) জানিয়েছেন অংসঘঠিত ক্ষেত্রে যাঁরা কাজ করেন ৩৮ কোটি মানুষের (38 Crore People) ডেটাবেস (Database) তৈরি রাখতে গত মাসেই লঞ্চ করা হয়েছে ই-শ্রম পোর্টাল (E-Shram Portal) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/7
এই ই-পোর্টালে যাঁরা নাম নথিভুক্ত করতে ইচ্ছুক তাঁদের জন্য একটি টোল ফ্রি নম্বর 14434 জারি করেছে ৷ এ উদ্দেশ্য হল সামাজিক সুরক্ষা যোজনার (Social Security Scheme) অন্তর্গত নাম নথিভুক্ত করা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/7
এই পোর্টালে রাজমিস্ত্রি (Masoon), প্রবাসী শ্রমিক (Labour who use to live in other state or country), টেলিফোন শ্রমিক (Telephone Mechanique), কামার, কুমোড়, ক্ষেত মজুর, ঘরোয়া শ্রমিক, মৎসজীবী (Fisherman), ট্রাকচালক (Truck Driver)-সহ সমস্ত ক্ষেত্রের অসংঘঠিত ক্ষেত্রে কর্মরত মানুষদের সাহায্য করা হবে ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
e-Shram পোর্টালের জয়জয়কার! বিশাল প্রাপ্তি, মাত্র কয়েকদিনেই এক কোটি নাম নথিভুক্ত পার