TRENDING:

e-Shram পোর্টালের জয়জয়কার! বিশাল প্রাপ্তি, মাত্র কয়েকদিনেই এক কোটি নাম নথিভুক্ত পার

Last Updated:
e-Shram Portal Registration: মাত্র ২৬ দিনেই এক কোটি মানুষ সংযুক্ত হয়েছেন এই পোর্টালের সঙ্গে
advertisement
1/7
e-Shram পোর্টালের জয়জয়কার! বিশাল প্রাপ্তি, মাত্র কয়েকদিনেই এক কোটি নাম নথিভুক
শনিবার শ্রম দফতরের রাষ্ট্রমন্ত্রী রামেশ্বর তেলি শ্রমিক সংগঠনের সঙ্গে কথা বলতে গিয়ে জানিয়েছেন যে সমস্ত শ্রমিকেরা অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন তাঁদের পাশে দাঁড়াতেই কেন্দ্রের এই অনন্য উদ্যোগ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/7
এই পর্যন্ত ই-শ্রম পোর্টালে (E-Sharam Portal) এক কোটিরও বেশি শ্রমিক নিজেদের নাম নথিভুক্ত করেছেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/7
একটি বয়ানে তিনি জানিয়েছেন আইআইটি জব্বলপুর (IIT Jabbalpur), মধ্যপ্রদেশে (Madhya Pradesh) অসংঘঠিত ক্ষেত্রে যে সমস্ত শ্রমিকেরা কাজ করেন তাঁদের সঙ্গে ও সাংবাদিকদের সঙ্গে কথা বলতে বলতে তিনি জানিয়েছেন এই পোর্টালের খবর দেশের কোণায় কোণায় ছড়িয়ে দিতে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/7
এরফলে ৩৮ কোটি মানুষ উপকৃত হবেন বলেই মনে করা হচ্ছে ৷ বিনামূল্যে (Free of Cost) এই পোর্টালে নাম নথিভুক্ত করা হবে ৷ সামাজিক সুরক্ষা যোজনায় (Social Security Scheme) নাম নথিভুক্ত করার পর তাঁদের উপকার করা হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/7
কেন্দ্রীয় শ্রমমন্ত্রী ভূপেন্দ্র যাদব (Central Labour Minister) জানিয়েছেন অংসঘঠিত ক্ষেত্রে যাঁরা কাজ করেন ৩৮ কোটি মানুষের (38 Crore People) ডেটাবেস (Database) তৈরি রাখতে গত মাসেই লঞ্চ করা হয়েছে ই-শ্রম পোর্টাল (E-Shram Portal) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/7
এই ই-পোর্টালে যাঁরা নাম নথিভুক্ত করতে ইচ্ছুক তাঁদের জন্য একটি টোল ফ্রি নম্বর 14434 জারি করেছে ৷ এ উদ্দেশ্য হল সামাজিক সুরক্ষা যোজনার (Social Security Scheme) অন্তর্গত নাম নথিভুক্ত করা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/7
এই পোর্টালে রাজমিস্ত্রি (Masoon), প্রবাসী শ্রমিক (Labour who use to live in other state or country), টেলিফোন শ্রমিক (Telephone Mechanique), কামার, কুমোড়, ক্ষেত মজুর, ঘরোয়া শ্রমিক, মৎসজীবী (Fisherman), ট্রাকচালক (Truck Driver)-সহ সমস্ত ক্ষেত্রের অসংঘঠিত ক্ষেত্রে কর্মরত মানুষদের সাহায্য করা হবে ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
e-Shram পোর্টালের জয়জয়কার! বিশাল প্রাপ্তি, মাত্র কয়েকদিনেই এক কোটি নাম নথিভুক্ত পার
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল