TRENDING:

বাড়িতে এখনও আছে ২০০০ টাকার নোট ? তা হলে জেনে নিন! বড় ঘোষণা, রিজার্ভ ব্যাঙ্কের নতুন আপডেট! 

Last Updated:
Rs 2000 Notes: এখনও অনেকের বাড়িতে ₹২০০০ টাকার নোট পড়ে থাকতে পারে। আপনি যদি তেমন একজন হন, তাহলে এখনই জেনে নিন কীভাবে এই নোট বদলানো বা জমা দেওয়া যাবে।
advertisement
1/8
বাড়িতে এখনও আছে ২০০০ টাকার নোট ? তা হলে জেনে নিন! বড় ঘোষণা, রিজার্ভ ব্যাঙ্কের নতুন আপডেট!
₹২০০০ নোট আপডেট: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ২০২৩ সালের ১৯ মে ঘোষণা করেছিল যে ₹২০০০ টাকার নোট বাজার থেকে তুলে নেওয়া হবে। সেই সময় ₹৩.৫৬ লাখ কোটি মূল্যের ২০০০ টাকার নোট বাজারে ছিল।
advertisement
2/8
সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, এখন সাধারণ মানুষের কাছে মাত্র ₹৬,০১৭ কোটি টাকার নোট রয়ে গেছে—অর্থাৎ ৯৮.৩১% নোট ইতিমধ্যেই ব্যাঙ্কে ফেরত গেছে।
advertisement
3/8
তবে এখনও অনেকের বাড়িতে ₹২০০০ টাকার নোট পড়ে থাকতে পারে। আপনি যদি তেমন একজন হন, তাহলে এখনই জেনে নিন কীভাবে এই নোট বদলানো বা জমা দেওয়া যাবে।
advertisement
4/8
₹২০০০ নোট কেন তুলে নেওয়া হয়েছে? এই সিদ্ধান্ত RBI-র "Clean Note Policy" অনুযায়ী। পুরনো, ক্ষয়প্রাপ্ত বা বাজারে অপ্রয়োজনীয় হয়ে পড়া নোটগুলি ধাপে ধাপে তুলে নেওয়া এই নীতির উদ্দেশ্য। 
advertisement
5/8
২০১৬ সালের নভেম্বরে নোটবন্দির সময় ₹৫০০ ও ₹১০০০ নোট বাতিল হওয়ার পর ₹২০০০ নোট চালু হয় এরপর ২০১৮-১৯ সাল থেকে RBI এই নোট ছাপা বন্ধ করে দেয় ছোট নোট যেমন ₹১০০, ₹২০০, ₹৫০০ পর্যাপ্ত পরিমাণে বাজারে চলে আসে ফলে বড় নোটের চাহিদা কমে যায়
advertisement
6/8
₹২০০০ নোট এখনও চলনযোগ্য (legal tender) হলেও, RBI আগেই জানিয়ে দিয়েছে—এগুলো যত দ্রুত সম্ভব জমা দেওয়াই বুদ্ধিমানের কাজ। দেরি করলে ভবিষ্যতে জমা বা বদল করার সুযোগ একেবারে বন্ধ হয়ে যেতে পারে।
advertisement
7/8
তাই যদি আপনার ঘরে এখনও ₹২০০০ নোট থেকে থাকে, তাহলে আজই ব্যবস্থা নিন। RBI অফিসে গিয়ে অথবা পোস্ট অফিসের মাধ্যমে নিরাপদে টাকা জমা দিন আর নিশ্চিত করুন আপনার সঞ্চয়।
advertisement
8/8
 ২০২৩ সালের ৯ অক্টোবর থেকে ব্যাঙ্কে ₹২০০০ টাকার নোট বদলানো বন্ধ হয়ে গেছে। সমাধান: কী ভাবে ₹২০০০ টাকার নোট বদলাবেন বা জমা দেবেন?  এখন এই নোট বদলাতে বা জমা দিতে হলে আপনাকে RBI-র ১৯টি নির্দিষ্ট অফিসে যেতে হবে। আহমেদাবাদ, বেঙ্গালুরু, বেলাপুর, ভোপাল, ভুবনেশ্বর, চণ্ডীগড়, চেন্নাই, গুয়াহাটি, হায়দরাবাদ, জয়পুর, জম্মু, কানপুর, কলকাতা, লখনউ, মুম্বই, নাগপুর, নয়া দিল্লি, পাটনা এবং তিরুবনন্তপুরম।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
বাড়িতে এখনও আছে ২০০০ টাকার নোট ? তা হলে জেনে নিন! বড় ঘোষণা, রিজার্ভ ব্যাঙ্কের নতুন আপডেট! 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল