Gold Price Today: অনেকটাই দাম কমল সোনা ও রুপোর! এখনই কি সোনা কেনার সঠিক সময় ?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
মঙ্গলবারও রুপোর দামে পতন দেখা গিয়েছিল ৷ আন্তার্জাতিক বাজারেও সোনা ও রুপোর দাম পতন দেখা গিয়েছে ৷
advertisement
1/5

সোনার দামে লাগাতার পতন জারি রয়েছে ৷ এদিন বুধবার সোনার দামে এমসিএক্সে লাল চিহ্ন দেখা যাচ্ছে ৷ এমসিএক্সে এদিন সকালে ২৪ ক্যারেট সোনার দাম ০.৩৫ শতাংশ অর্থাৎ ১৮০ টাকা কমে প্রতি ১০ গ্রামে ৫০, ৯১৫ টাকায় ট্রেড করছে ৷ মঙ্গলবার সোনার দাম কমে ৫১ হাজার টাকা হয়ে গিয়েছিল ৷
advertisement
2/5
রুপোর দামে বেশি পতন দেখা গিয়েছে ৷ এমসিএক্সে এদিন রুপো ৭০০ টাকার থেকে বেশি নীচে এসে ট্রেড করছে ৷ রুপোর দাম এদিন ৫৭,৮২০.০০ টাকা প্রতি কিলোগ্রাম হিসেবে বিক্রি হচ্ছে ৷ মঙ্গলবারও রুপোর দামে পতন দেখা গিয়েছিল ৷ আন্তার্জাতিক বাজারেও সোনা ও রুপোর দাম পতন দেখা গিয়েছে ৷
advertisement
3/5
কী জানাল বিশেষজ্ঞরা ? সাধারণত উৎসবের মরশুমে দাম বেড়ে থাকে সোনার ৷ তবে বর্তমানে সোনার দামে অনেকটাই পতন দেখা গিয়েছে ৷ বিশেষজ্ঞদের মতে এই সময় সোনা কেনা লাভজনক হতে পারে ৷ সামনেই দীপাবলি ৷ বিশেষজ্ঞদের মতে দীপাবলিতে সোনার দাম বাড়তে পারে ৷ কমোডিটি এক্সপার্ট অনুজ গুপ্ত (Vice President at IIFL Securities) জানিয়েছেন, দীপাবলিতে সোনার দাম ৫২,০০০ টাকা প্রতি ১০ গ্রাম হওয়ার সম্ভাবনা রয়েছে ৷
advertisement
4/5
অন্যদিকে, রুপোর দাম প্রতি কিলোতে ৬২,০০০ টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ অনুমান করা হচ্ছে, আগামী দিনে আরও বাড়তে পারে সোনার ও রুপোর দাম ৷ তাই এক্সপার্টরা মনে করছেন বর্তমানে সোনা কিনে রাখা লাভজনক হতে পারে ৷ আগামী দিনে আর্থিক মন্দা দেখা দিতে দিলে সোনার দাম বাড়তে পারে ৷ সে ক্ষেত্রে সোনা লং টার্মে ভাল রিটার্ন দিতে পারে ৷
advertisement
5/5
দিল্লির সরাফা বাজারেও সোনা ও রুপোর দামে পতন দেখা গিয়েছে ৷ রাজধানীতে সোনার দাম ৩৪৩ টাকা কমে প্রতি ১০ গ্রামে ৫১,১০৫ টাকা হয়েছে ৷ রুপোর দাম ১০৭১ টাকা কমে প্রতি কিলোগ্রামে ৫৮,৬৫২ টাকা হয়েছে ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Gold Price Today: অনেকটাই দাম কমল সোনা ও রুপোর! এখনই কি সোনা কেনার সঠিক সময় ?