advertisement
1/4

স্টেট ব্যাঙ্ক সম্প্রতি এমসিএলআর বাড়িয়ে দিয়েছে ৷ ব্যাঙ্কের এই সিদ্ধান্তের জেরে এবার থেকে হোম, অটো এবং পার্সোনাল লোনের ইএমআই বেড়ে যাবে ৷ MCLR ০.০৫ শতাংশ বাড়িয়েছে এসবিআই ৷ ইতিমধ্যেই নতুন নিয়ম লাগু করা হয়ে গিয়েছে ৷ এমসিএলআর এর মাধ্যমে ব্যাঙ্ক থেকে নেওয়া লোনের উপর ইন্টারেস্ট রেট ঠিক করা হয়ে থাকে ৷ এর নীচে কোনও ব্যাঙ্ক লোন দিতে পারবে না ৷ স্টেট ব্যাঙ্কের বর্তমানে ৪২ কোটি গ্রাহক রয়েছে ৷ দেশজুড়ে এসবিআই-এর ২৪ হাজার ব্রাঞ্চ রয়েছে ৷ রয়েছে ৬০ হাজার এটিএম ৷
advertisement
2/4
এর আগে ICICI ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক, ডিসিবি ব্যাঙ্ক ও লক্ষ্ণী বিলাস ব্যাঙ্ক লোনের উপর ইন্টারেস্ট রেট বাড়িয়েছিল ৷ ICICI ব্যাঙ্ক লোনের রেট ০.১০ শতাংশ বাড়িয়েছে ৷ অথার্ৎ ICICI ব্যাঙ্কের MCLR বেড়ে হয়েছে 8৷8 শতাংশ ৷
advertisement
3/4
এসবিআই-র একবছরের MCLR ৮.৫ থেকে বেড়ে ৮.৫৫ শতাংশ হয়েছে ৷ দু’বছরের MCLR ৮.৬ থেকে বেড়ে ৮.৬৫ শতাংশ হয়েছে ৷
advertisement
4/4
MCLR কে মার্জিনাল কস্ট অফ লেন্ডিং রেট বলা হয়ে থাকে ৷ এটা বেড়ে গেলে আপনার ব্যাঙ্কে থেকে নেওয়া যে কোনও লোনে আরও বেশি টাকা লাগবে ৷ এর জেরে সাধারণ মানুষকে বেশি ইএমআই দিতে হবে ৷