advertisement
1/4

১৮ দফা দাবিতে দেশ জুড়ে আটচল্লিশ ঘণ্টার ধর্মঘট ডেকেছে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনগুলি। এর বেশ কিছুটা প্রভাব ব্যাঙ্কিং সেক্টরেও পড়বে বলে মনে করা হয়েছিল ৷ তবে ব্যাঙ্কিং ইউনিয়নের এক আধিকারিত জানিয়েছেন দেশের সবচেয়ে বড় ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বনধে কাজ হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ এসবিআই-এর প্রায় ৮৫০০০ শাখা রয়েছে ৷
advertisement
2/4
ইউনাইটেড ফোরাম অফ ব্যাঙ্ক ইউনিয়ন পশ্চিমবঙ্গের কো-অর্ডিনেটার সিদ্ধার্থ খান জানিয়েছেন,‘স্টেট ব্যাঙ্কের সমস্ত শাখায় কাজ হবে ৷ তারা এই বনধে সমর্থন জানাচ্ছে না ৷’
advertisement
3/4
তিনি আরও জানান, স্টেট ব্যাঙ্ক ছাড়া ইন্ডিয়ান অভারসিজ ব্যাঙ্ক ও ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় সামান্য কাজ হবে ৷ অন্য ব্যাঙ্কের কাজকর্ম আংশিকভাবে প্রভাবিত হতে পারে ৷
advertisement
4/4
স্টেট ব্যাঙ্কের তরফে জানানো হয়, যে কোনও বনধের সময় ব্যাঙ্ক কাজকর্ম জারি রাখার প্রচেষ্টা চালিয়ে যায় ৷ মঙ্গলবার ও বুধবারও ব্যাঙ্কে সামান্য কাজকর্জ জারি রাখার সম্ভাবনা রয়েছে ৷ রিজার্ভ ব্যাঙ্কের কর্মচারীরা অবশ্য ৮ তারিখ বনধে সমর্থন জানিয়েছে ৷