TRENDING:

State Bank of India: SBI-এর গ্রাহকদের বড় সুবিধা, Pension-সংক্রান্ত বিষয়ে দুরন্ত পদক্ষেপ দেশের সব থেকে বড় ব্যাঙ্কের

Last Updated:
SBI Life Certificate| State Bank of India Video Life certificate|Helpful to all personnel: স্টেট ব্যাঙ্কের এই পদক্ষেপের ফলে সরাসরিউপকৃত হবেন প্রবীণ নাগরিকেরা
advertisement
1/10
SBI-এর গ্রাহকদের বড় সুবিধা, Pension-সংক্রান্ত বিষয়ে দুরন্ত পদক্ষেপ
পেনশন ভোগীদের জন দেশের সব থেকে বড় ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বড় পদক্ষেপ নিয়েছে (State Bank of India) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/10
আগামী ১ নভেম্বর ২০২১ থেকে পেনশনভোগীদের বড় সুবিধার ঘোষণা করেছে পেনশনভোগীরা বাড়িতে বসে বসেই ভিডিও কলের মাধ্যমে লাইসার্টিফিকেট জমা দিতে পারবেন (Have great chance as the so many customer of SBI use to support) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/10
এসবিআইের (SBI) পক্ষ থেকে এই নতুন পরিষেবার নামকরণ করা হয়েছে এসবিআই ভিডিও লাইফ সার্টিফিকেট সার্ভিস (SBI Video Life Certificate Service) নাম দিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/10
এসবিআইয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে জানতে পারা গিয়েছে ভিডিও লাইফ সার্টিফিকেট সার্ভিসটি অত্যন্ত সুরক্ষিত ৷ কাগজপত্রর ঝক্কি ছাড়াই বিনামূল্যের এই সুবিধা দেবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/10
এরজন্য পেনশনভোগীদের আধিকারিক ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার্ড মোবাইল নম্বর, প্যান কার্ড ইত্যাদি বাধ্যতামূলক ৷ পেনশনভোগীরা রেজিস্টার্ড মোবাইল নম্বর ও প্যান কার্ডের মাধ্যমে এই কাজটি করতে পারবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/10
সর্বপ্রথম আধিকারিক ওয়েবসাইটে গিয়ে https://www.pensionseva.sbi, তারপরে অপশনে গিয়ে ভিডিও কলের অপশনে এলসি (Video call LC) ৷ তারপরেই দিতে হবে এসবিআইের অ্যাকাউট নম্বর একই সঙ্গে অ্যাকাউন্ট নম্বর দিতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/10
তারপরেই এসবিআইয়ের সঙ্গে রেজিস্টার্ড যে মোবাইল নম্বর আছে সেটিতে ওটিপি দিয়ে সাবমিট করতে হবে ৷ তারপরেই শর্তাবলী প্রয়োজ্য করে স্টার্ট জার্নিতে ক্লিক করতে হবে (If you wants good short) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/10
এসবিআইয়ের (State bank of India) পক্ষ থেকে কোনও না কোনও অধিকারিক জানিয়েছেন ৷ গ্রাহকেরা চাইলে সুবিধা সময়ে সঙ্গে সঙ্গে লাইফ সার্টিপিকেটের জন্য আবেদন করতে পারেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/10
ভিডিও কলের শুরুতেই পেনশনার্সদের (Pensioners) ওটিপি কোর্ড একটা আসবে রেজিস্টার্ড মোবাইলে (OTP will be sent to registered number) ৷ তারপরেই প্যান কার্ড (Pan Card) দেখাতে হবে, আধিকারিরা সেটি ক্যাপচার করত পারবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/10
এরপরেই এসবিআইয়ের (SBI) আধিকারিকেরা ছবি তুলে সম্পন্ন করবেন এই সমগ্র প্রক্রিয়াটি ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
State Bank of India: SBI-এর গ্রাহকদের বড় সুবিধা, Pension-সংক্রান্ত বিষয়ে দুরন্ত পদক্ষেপ দেশের সব থেকে বড় ব্যাঙ্কের
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল