State Bank of India Home Loans: সপ্তাহের শুরুতেই কোটি কোটি গ্রাহকদের বড় উপহার! SBI-এর EMI কমবে কমতে চলেছে
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
State Bank of India Home Loans: দেশের সব থেকে বড় ব্যাঙ্কের বিশাল সিদ্ধান্ত!
advertisement
1/13

রিজার্ভ ব্যাঙ্ক বেশ কিছুদিন আগেই রেপোরেট কমিয়েছিল এবার রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে ঋণে সুদের হার কমানোর সিদ্ধান্ত নিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/13
রেপোরেট কমানোর পরেই সাধারণ মানুষের প্রত্যাশা বাড়তে শুরু করেছে এবার ঋণের বোঝা কমবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/13
পার্সোনাল লোন, হোমলোন ও কার লোনে সুদেরক কমানোর সিদ্ধান্ত নিয়েছে ৷ সপ্তাহের শুরুতেই বিরাট খবর দিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/13
এসবিআইয়ের পক্ষ থেকে External Benchmark-based Lending Rate (EBLR) এবং রেপো লিঙ্কড লেন্ডিং রেট (RLLR) কমিয়েছে দেশের সব থেকে বড় ব্যাঙ্ক ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/13
এসবিআইয়ের এই সিদ্ধান্তের পরে মার্জিনাল কস্ট বেসড লেন্ডিং রেট বা এমসিএলআর, বেস রেট ও বেঞ্চমার্ক প্রাইম লেন্ডিং রেট অপরিবর্তিত ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/13
এসবিআইয়ের এই সিদ্ধান্তের পরে মার্জিনাল কস্ট বেসড লেন্ডিং রেট বা এমসিএলআর, বেস রেট ও বেঞ্চমার্ক প্রাইম লেন্ডিং রেট অপরিবর্তিত ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/13
কেন্দ্রীয় ব্যাঙ্কের পক্ষ থেকে ২৫ বেসিস পয়েন্ট কমিয়েছে ০.২৫ সেখান থেকে ৬.৫০ শতাংশ থেকে ৬.২৫ শতাংশ করেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/13
করোনা অতিমারির সময়ে রিজার্ভ ব্যাঙ্ক রেপোরেট ২৫০ বিপিএস বৃদ্ধি হয়েছে ৷ একই সঙ্গে ৫ বছর পরে প্রথমবার রেপোরেট কমালো রিজার্ভ ব্যাঙ্ক ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/13
গৃহঋণ-সহ বিভিন্ন ঋণের সুদের হার ঠিক করতে ব্যাঙ্কগুলি এক্সটার্নাল বেঞ্চমার্ক লেন্ডিং রেট বা EBLR ব্যবহার করা হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/13
EBLR ২৫ বিপিএস ৯.১৫ শতাংশ থেকে কমিয়ে এখন ৮.৯০ শতাংশ করা হয়েছে। স্টেট ব্যাঙ্কের এই সিদ্ধান্তের ফলে গ্রাহকদের জন্য হোম লোন আরও সস্তা হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/13
এসবিআই External Benchmark হিসাবে রেপো রেট বেছে নিয়েছে। তার ফলেই হোম লোনে EMI কমের সুবিধা পাবেন গ্রাহকরা । প্রতীকী ছবি ৷
advertisement
12/13
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বা এসবিআই RLLR ২৫ বিপিএস কমিয়ে ৮.৭৫ শতাংশ থেকে ৮.৫০ শতাংশ করেছে। যার ফলে RLLR-এর হ্রাস এর সঙ্গে যুক্ত ঋণের ঋণগ্রহীতার খরচ কমাবে। এতে হোম লোন ও ব্যবসায়িক ঋণের হার কমবে বলেই আশা করা যাচ্ছে । প্রতীকী ছবি ৷
advertisement
13/13
EBLR বা RLLR কমার ফলে ঋণের ইএমআই কমবে বলেই মনে করা হচ্ছে ৷ সমস্ত বিষয়গুলি দেখে, ব্যাঙ্কের সঙ্গে কথা বলে গ্রাহকদের উচিৎ সিদ্ধান্ত নেওয়া ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
State Bank of India Home Loans: সপ্তাহের শুরুতেই কোটি কোটি গ্রাহকদের বড় উপহার! SBI-এর EMI কমবে কমতে চলেছে