State Bank না, Bank Of India, কোথায় ফিক্সড ডিপোজিটে মিলবে বেশি সুদ? দেখে নিন এক ঝলকে
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
জেনে নেওয়া যাক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাম্প্রতিক সুদের হার সম্পর্কে, বুঝে নেওয়া যাক কোথায় ফিক্সড ডিপোজিট করলে আমাদের লাভ বেশি।
advertisement
1/13

মধ্যবিত্তের ভরসার আরেক নাম যে ফিক্সড ডিপোজিট, সে আর কে না জানেন! সঙ্গে এটাও জানেন যে যেখানে সুদের হার বেশি, সেখানে ভরসাও বেশি। তবে, নিত্যই বলতে গেলে ফিক্সড ডিপোজিটে সুদের হার বদলে যায়। তাই এ সম্পর্কে ওয়াকিবহাল থাকা দরকার। এবার যেমন জেনে নেওয়া যাক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এবং ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার সাম্প্রতিক সুদের হার সম্পর্কে, বুঝে নেওয়া যাক কোথায় ফিক্সড ডিপোজিট করলে আমাদের লাভ বেশি।
advertisement
2/13
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফিক্সড ডিপোজিট স্কিম বিভিন্ন সময়ের জন্য পরিচালিত হয় এবং ব্যাঙ্কের দেওয়া সুদের হারও বিভিন্ন সময়ের জন্য আলাদা। তাই এর থেকে কতটা সুদ পাওয়া যেতে পারে তা জানতে নিচের চার্টটি দেখে নেওয়া যাক -
advertisement
3/13
সাধারণ নাগরিকের জন্য- সাধারণ নাগরিকের জন্য ৭ দিন থেকে ৪৫ দিন ৩.৫০% - সাধারণ নাগরিকের জন্য ৪৬ দিন থেকে ১৭৯ দিন ৪.৭৫% - সাধারণ নাগরিকের জন্য ১৮০ দিন থেকে ২১০ দিন ৫.৭৫% - সাধারণ নাগরিকের জন্য ২১১ দিন থেকে ১ বছরের কম ৬.০০% - সাধারণ নাগরিকের জন্য ১ বছর থেকে ২ বছরের কম ৬.৮০%
advertisement
4/13
- সাধারণ নাগরিকের জন্য ২ বছর থেকে ৩ বছরের কম ৭.০০%- সাধারণ নাগরিকের জন্য ৩ বছর থেকে ৫ বছরের কম ৬.৭৫% - সাধারণ নাগরিকের জন্য ৫ বছর এবং ১০ বছর পর্যন্ত ৬.৫০% - সাধারণ নাগরিকের জন্য ৪০০ দিন (অমৃত কলস) ৭.১০%
advertisement
5/13
সিনিয়র সিটিজেনদের জন্য- সিনিয়র সিটিজেনদের জন্য ৭ দিন থেকে ৪৫ দিন ৪.০০% - সিনিয়র সিটিজেনদের জন্য ৪৬ দিন থেকে ১৭৯ দিন ৫.২৫% - সিনিয়র সিটিজেনদের জন্য ১৮০ দিন থেকে ২১০ দিন ৬.২৫% - সিনিয়র সিটিজেনদের জন্য ২১১ দিন থেকে ১ বছরের কম ৬.৫০% - সিনিয়র সিটিজেনদের জন্য ১ বছর থেকে ২ বছরের কম ৭.৩০%
advertisement
6/13
- সিনিয়র সিটিজেনদের জন্য ২ বছর থেকে ৩ বছরের কম ৭.৫০%- সিনিয়র সিটিজেনদের জন্য ৩ বছর থেকে ৫ বছরের কম ৭.২৫% - সিনিয়র সিটিজেনদের জন্য ৫ বছর এবং ১০ বছর পর্যন্ত ৭.৫০% - সিনিয়র সিটিজেনদের জন্য ৪০০ দিন (অমৃত কলস) ৭.৬০%
advertisement
7/13
এবার দেখে নেওয়া যাক ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ফিক্সড ডিপোজিটে সুদের হার-
advertisement
8/13
সাধারণ নাগরিকের জন্য- সাধারণ নাগরিকের জন্য ৭ দিন থেকে ১৪ দিন ৩% - সাধারণ নাগরিকের জন্য ১৫ দিন থেকে ৩০ দিন ৩% - সাধারণ নাগরিকের জন্য ৩১ দিন থেকে ৪৫ দিন ৩% - সাধারণ নাগরিকের জন্য ৪৬ দিন থেকে ৯০ দিন ৪.৫০%
advertisement
9/13
- সাধারণ নাগরিকের জন্য ৯১ দিন থেকে ১৭৯ দিন ৪.৫০%- সাধারণ নাগরিকের জন্য ১৭৫ দিন ৪.৫০% - সাধারণ নাগরিকের জন্য ১৮০ দিন থেকে ২১০ দিন ৫.৫০% - সাধারণ নাগরিকের জন্য ২১১ দিন থেকে ২৬৯ দিন ৫.৫০% - সাধারণ নাগরিকের জন্য ২৭০ দিন থেকে ১ বছরের কম ৫.৭৫%
advertisement
10/13
- সাধারণ নাগরিকের জন্য ১ বছর ৬.৫০%- সাধারণ নাগরিকের জন্য ১ বছর থেকে ২ বছরের কম ৬.৫০% - সাধারণ নাগরিকের জন্য ২ বছর ৭.২৫% - সাধারণ নাগরিকের জন্য ২ বছর থেকে ৩ বছরের কম ৬.৭৫% - সাধারণ নাগরিকের জন্য ৩ বছর থেকে ৫ বছরের কম ৬.৫০% - সাধারণ নাগরিকের জন্য ৫ বছর থেকে ৮ বছর পর্যন্ত ৬.০০% - সাধারণ নাগরিকের জন্য ৮ বছর থেকে ১০ বছর পর্যন্ত ৬.০০%
advertisement
11/13
সিনিয়র সিটিজেনদের জন্য- সিনিয়র সিটিজেনদের জন্য ৭ দিন থেকে ১৪ দিন ৩% - সিনিয়র সিটিজেনদের জন্য ১৫ দিন থেকে ৩০ দিন ৩% - সিনিয়র সিটিজেনদের জন্য ৩১ দিন থেকে ৪৫ দিন ৩% - সিনিয়র সিটিজেনদের জন্য ৪৬ দিন থেকে ৯০ দিন ৪.৫০%
advertisement
12/13
- সিনিয়র সিটিজেনদের জন্য ৯১ দিন থেকে ১৭৯ দিন ৪.৫০%- সিনিয়র সিটিজেনদের জন্য ১৭৫ দিন ৪.৫০% - সিনিয়র সিটিজেনদের জন্য ১৮০ দিন থেকে ২১০ দিন ৬.০০% - সিনিয়র সিটিজেনদের জন্য ২১১ দিন থেকে ২৬৯ দিন ৬.০০% - সিনিয়র সিটিজেনদের জন্য ২৭০ দিন থেকে ১ বছরের কম ৬.২৫% - সিনিয়র সিটিজেনদের জন্য ১ বছর ৭.০০%
advertisement
13/13
- সিনিয়র সিটিজেনদের জন্য ১ বছর থেকে ২ বছরের কম ৭.০০%- সিনিয়র সিটিজেনদের জন্য ২ বছর ৭.৭৫% - সিনিয়র সিটিজেনদের জন্য ২ বছর থেকে ৩ বছরের কম ৭.২৫% - সিনিয়র সিটিজেনদের জন্য ৩ বছর থেকে ৫ বছরের কম ৭.২৫% - সিনিয়র সিটিজেনদের জন্য ৫ বছর থেকে ৮ বছর পর্যন্ত ৬.৭৫% - সিনিয়র সিটিজেনদের জন্য ৮ বছর থেকে ১০ বছর পর্যন্ত ৬.৭৫%
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
State Bank না, Bank Of India, কোথায় ফিক্সড ডিপোজিটে মিলবে বেশি সুদ? দেখে নিন এক ঝলকে