SBI ATM cum Debit Card: State Bank-এর এটিএম কার্ড ব্যবহার করেন? এটা না করতে পারলেই বড় বিপদ
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
SBI ATM cum Debit Card সম্পর্কে ব্যাঙ্কের পক্ষ থেকে বড় সতর্কতা প্রতিটি গ্রাহকের উদ্দেশ্যে
advertisement
1/11

যদি কোনও ব্যক্তির দেশের সব থেকে বড় ব্যাঙ্কে অ্যাকাউন্ট (The largest bank of the country State Bank of India or SBI) থাকে, একই সঙ্গে ডেবিট কাম এটিএম কার্ড (SBI Debit Cum ATM Card) থাকে সেক্ষেত্রে কয়েকটি বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/11
SBI Debit Cum ATM card হারিয়ে গেলে বা চুরি হয়ে গেলে সর্বপ্রথম কার্ডটি ব্লক করতে হয় ৷ কেননা অনেক সময় দেখতে পাওয়া গিয়েছএ কার্ড ছাড়াই লেনদেন সম্পাদিত হতে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/11
দ্রুততার সঙ্গে কার্ড ব্লক করে দেওয়াটা অত্যন্ত জরুরি ৷ এই বিষয়েই দেশের সব থেকে বড় সরকারি ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৪৪ কোটি গ্রাহকে র জন্য ট্যুইটার হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছে ৷ যেখানে কার্ড বল্ক করার সম্পূর্ণ পদ্ধতি বর্ণিত আছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/11
প্রথমে টোল ফ্রি নম্বরে কল করে ডেবিট কার্ড ব্লক করা যেতে পারে 1800 11 2211 বা 1800 425 3800 নম্বরে করতে হবে ৷ সেখানে কাস্টমার কেয়ার এক্সজিকিউটিভ বেশ কিছু পদ্ধতি বলবেন সেটি মেনে ব্লক করতে হবে এটিএম কার্ডটি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/11
নেট ব্যাঙ্কিং-এর মাধ্যমেও ব্লক করা যেতে পারে হারিয়ে যাওয়া ডেবিট কার্ড ৷ এই জন্য www.onlinesbi.com ওয়েবসাইটে যেতে হবে ৷ তারপরে ই-সার্ভিস ট্যাবে গিয়ে এটিএম সার্ভিসের মধ্যে যেতে হবে সেখানে ব্লক এটিএম কার্ড সিলেক্ট করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/11
এরপরে সেই অ্যাকাউন্ট সিলেক্ট করতে হবে যে অ্যাকাউন্টের সঙ্গে ডেবিট কার্ড লিঙ্ক করা আছে ৷ সমস্ত সক্রিয় ও ব্লক হওয়া কার্ড দেখতে পাওয়া যাবে ৷ তাই কার্ডের প্রথম ৪ সংখ্যা ও শেষের চার সংখ্যা দিতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/11
গ্রাহক যে কার্ডটি ব্লক করতে চাইছেন সেই কার্ড বল্ক করার কারণ দর্শাতে হবে ৷ কারণ চয়ন করে সাবমিটে ক্লিক করতে হবে ৷ তারপরে বিস্তারিত বিবরণ ভেরিফাই করতে হবে ও কনফার্ম করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/11
একবার কার্ড বল্ক হয়ে যাওয়ার পরে ইন্টারনেট ব্যাঙ্কিং-এর মাধ্যমে পুনরায় কার্ড আনব্লক করতে পারা সম্ভব ৷ এরপরে অথিন্টিকেশনের পদ্ধতি সিলেক্ট করতে হবে ৷ SMS এর মাধ্যমে ওটিপি বা প্রোফাইল পাসওয়ার্ডও হতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/11
এরপরে বক্স ওটিপি বা প্রোফাইল পাসওয়ার্ড লিখতে হবে ৷ কনফার্ম করতে হবে ৷ এরপরে কার্ড ব্লক সম্পন্ন হবে একটি মেসেজ ফোনে পাঠানো হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/11
SMS-এর মাধ্যমেও ডেবিট কাম এটিএম কার্ড ব্লক করা সম্ভব ৷ রেজিসার্ট মোবাইল থেকে BLOCK লিখে পাঠাতে হবে 567676 নম্বরে পাঠাতে হবে ৷ ডেবিট কার্ডের শেষ চার সংখ্যা লিখে পাঠাতে হবে তারপরেই এসএমএসের প্রাপ্তি স্বীকার পাবেন গ্রাহক ৷ দিনক্ষণ সময় ইত্যাদি SMS আসবে ডেবিট কার্ডটি ব্লক হওয়ার পরে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/11
কোনও গ্রাহক ডেবিট কার্ড বল্ক করতে নিকটবর্তী শাখা অফিসে গিয়ে ব্লক করতে পারেন ৷ সেখানে ব্যাঙ্ক আধিকারিকের সঙ্গে কথা বলে তাঁর কথা মত কাজ করে কার্ড ব্লক করা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
SBI ATM cum Debit Card: State Bank-এর এটিএম কার্ড ব্যবহার করেন? এটা না করতে পারলেই বড় বিপদ