মাত্র ১০০০০ টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, প্রতি মাসে আয় করবেন ২৫-৩০ হাজার টাকা
Last Updated:
advertisement
1/4

আচার সম্বন্ধে বলা হয়ে থাকে যে, যে কোনও খাবারকে আরও সুস্বাদু করে তোলে ৷ পরোটার সঙ্গে আমের মিষ্টি আচার বা পুরীর সঙ্গে লেবুর চটপটা আচারের কোনও ব্যতিক্রম যেন হয় না ৷ তাই আপনি যদি কোনও ব্যবসা শুরু করার পরিকল্পনা করে থাকেন তাহলে আচারের ব্যবসা শুরু আপনি ভালো আয় করতে পারবেন ৷ এর আরও একটি বড় সুবিধা হচ্ছে বছরের সব মরশুমের এর ডিমান্ড একই থাকে ৷
advertisement
2/4
আচার মার্কেটিং ব্যবসা বাড়ি থেকে শুরু করতে হয় ৷ ব্যবসা বাড়তে থাকলে তখন আলাদা জায়গা নিয়ে ব্যবসা বাড়ানো যেতে পারে ৷ আচার মার্কেটিং ব্যবসার জন্য ৯০০ বর্গফুট জায়গা থাকা বাধ্যতামূলক ৷ আচার তৈরি করা, তাকে রোদে শুকানো, প্যাক করা ইত্যাদির জন্য খোলা জায়গা থাকা অত্যন্ত জরুরি ৷ আচার যাতে অনেকদিন থাকে তাই তৈরি করার সময় অত্যন্ত পরিষ্কার ও পরিচ্ছন্নতার উপর বিশেষ নজর দিতে হয় ৷
advertisement
3/4
ন্যূনতম ১০০০০ টাকা দিয়ে এই ব্যবসা আপনি শুরু করতে পারবেন ৷ এই ব্যবসায় আপনি ২৫ থেকে ৩০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন ৷ আপনার আয় প্রোডাক্টের ডিমান্ড, প্যাকিং ও জায়গার উপর নির্ভর করবে ৷ আপনি আচার অনলাইন, রিটেল মার্কেট, রিটেল চেনে বিক্রি করতে পারবেন ৷
advertisement
4/4
তবে এই ব্যবসা শুরু করার জন্য FSSAI এর লাইসেন্স থাকা বাধ্যতামূলক ৷ এর জন্য আপনি অনলাইনে আবেদন জানাতে পারবেন ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
মাত্র ১০০০০ টাকা দিয়ে শুরু করুন এই ব্যবসা, প্রতি মাসে আয় করবেন ২৫-৩০ হাজার টাকা