এই ব্যবসা শুরু করতে মাত্র ৫০ হাজার টাকা বিনিয়োগ করুন, সরকার লোন দেবে ৯০ শতাংশ
Last Updated:
advertisement
1/6

• চাকরি খুঁজেও মনের মতো পাচ্ছেন না? ভেঙে পড়ার কিচ্ছু নেই ৷ ৫০ হাজার টাকা মূলধন জোগাড় করতে পারলেই এই ব্যবসা শুরু করতে পারেন ৷ মাস গেলে একটা মোটা অঙ্কের টাকা হাতে পাওয়া যাবে নিশ্চিন্তে ৷
advertisement
2/6
• ব্যাটারি ওয়াটারের চাহিদা বাজারে দিন দিন বেড়েই চলেছে ৷ তাই ব্যাটারি ওয়াটার ম্যানুফাকচারিং প্লান্টের ব্যবসা শুরু করলে তা লাভজনক হবে ৷
advertisement
3/6
• ৫০ হাজার টাকা নিজে জোগাড় করুন ৷ বাকি টাকা কেন্দ্রীয় সরকারের Prime Minister's Employment Generation Program-এর মাধ্যমে ঝণ পেতে পারেন আপনি ৷ ৪.৭০ লাখের এই প্রজেক্টের ৯০ শতাংশ টাকা সরকার দেবে ৷
advertisement
4/6
• হট এয়ার ব্লোয়ার, প্লাস্টিক ড্রাম, ওয়াটার লিফ্টিং পাম্প, হার্ডনেস টেস্টিং কিট, পিএইচ মিটার, সেমি-অটোমেটিক ফিলিং মেশিন, ১টি HP মোটর, কোয়ালিটি কন্ট্রোল ইক্যুইপমেন্ট...সব মিলিয়ে খরচ মোটামুটি ২.২৫ লাখ টাকা ৷
advertisement
5/6
• বাকি ২.৪৫ লক্ষ রাখতে হবে ব্যবসার মূলধন হিসাবে ৷ প্রজেক্ট চালু হয়ে যাওয়ার পর ১ বছরে মোট ৯ লাখ টাকার কাঁচামাল লাগবে ৷ তাহলে আপনার মোট খরচ দাঁড়াল ১৪.৭০ লাখ টাকা ৷
advertisement
6/6
• বছরে ব্যবসা থেকে আয় হবে মোটামুটি ১৬ লাখ টাকা ৷ লাভের অঙ্ক ১.২৯ লাখ ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
এই ব্যবসা শুরু করতে মাত্র ৫০ হাজার টাকা বিনিয়োগ করুন, সরকার লোন দেবে ৯০ শতাংশ