Money Making Tips: সুখবর! অল্প সময়ে দ্বিগুণ লাভ, দেখে নিন কী করতে হবে
- Published by:Dolon Chattopadhyay
- hyperlocal
- Reported by:SUROJIT DEY
Last Updated:
কৃষক বন্ধুদের জন্য রইল অতিরিক্ত লাভের নয়া দিশা।
advertisement
1/8

চাষিদের জন্য সুখবর। এবার সুপারি -নারকেল বাগানের মাঝেই কোকো চাষ করলে দ্বিগুণ লাভ নিশ্চিত। কৃষক বন্ধুদের জন্য রইল অতিরিক্ত লাভের নয়া দিশা। উত্তরবঙ্গের এমন মনোরম পরিবেশ কোকো চাষের উপযোগী।
advertisement
2/8
এমনিতেও কোকো অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। ভারতবর্ষে যে পরিমাণ কোকোচাষ হয়, কোকোর চাহিদা তার থেকেও কয়েক গুণ বেশি। ফসলটি মূলত দক্ষিণ ভারতের হলেও জলপাইগুড়িতে তথা উত্তরবঙ্গে কোকো চাষ করলে লাভবান হতে পারবেন কৃষকরা।
advertisement
3/8
বিশেষ ভাবে এই নিদান দিচ্ছেন উত্তরবঙ্গের কৃষি বিজ্ঞানীরা। জলপাইগুড়ি জেলার মোহিত নগরে অবস্থিত রয়েছে কেন্দ্রীয় কৃষি খামার এবং গবেষণা কেন্দ্র। সেখানকার ইনচার্জ বিজ্ঞানী ডক্টর অরুন কুমার সিট কোকো চাষ নিয়েই এমনটাই জানাচ্ছেন।
advertisement
4/8
সাধারণত অল্প ছায়া যুক্ত আবহাওয়াতে কোকোচাষ ভালো হয়। উত্তরবঙ্গে নারকেল ও সুপারি বাগান রয়েছে প্রচুর। সেসব বাগানের অল্প ছাওয়া যুক্ত আবহাওয়া কোকোচাষের জন্য বিশেষভাবে উপযুক্ত। পরীক্ষামূলক ভাবে জলপাইগুড়ির হর্টিকালচার রিসার্চ এবং ডেভেলপমেন্ট ফার্মে চাষ চলছে। তাতে খুব ভাল ফল মিলেছে।
advertisement
5/8
জমিতে গিয়ে দেখা গেল, ইতিমধ্যেই খুব ভাল কোকোচাষও হয়েছে সেখানে।কোকো চাষ করতে কলমের চারা লাগানো হলে দু'বছর পর থেকে এবং বীজের চারা লাগানো হলে তিন বছর থেকে ফুল-ফল আসতে শুরু করে।
advertisement
6/8
মূলত অর্থনৈতিক লাভ পেতে হলে প্রায় চার থেকে পাঁচ বছর অপেক্ষা করতে হবে। এরপর প্রতিটি গাছ থেকে প্রায় ৬০ থেকে ৭০টি ফল পাওয়া যেতে পারে। মোট ২কেজি থেকে ৪কেজি কোকো পেতে মিলতে পারে।
advertisement
7/8
বাজারে এর মূল্য ১৫০ থেকে ২০০ টাকা প্রতি কেজি। এভাবে নারকেল সুপারি বাগানের মাঝেই অতিরিক্ত খাটনি না খেটে কোকো চাষ করে চাষিরা অতিরিক্ত লাভ করতে পারবেন।
advertisement
8/8
এক বিঘা সুপারি বাগানে কমবেশি প্রায় ১৮০ টি সুপারি গাছ থাকে। সেই বাগানে প্রায় ৯০ টি কোকোগাছ লাগানো যেতে পারে। ফলে একই জমিতে কোকোচাষ করে কৃষক অতিরিক্ত লাভ করতে পারবেন।