New Business Idea: অল্প পুঁজিতেই লাভজনক হবে ব্যবসা! আপনিও হতে পারেন সহজেই মালামাল
- Reported by:RAKESH MAITY
- hyperlocal
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
New Business Ideas: ৩০ থেকে ৫০ শতাংশ লাভ থাকতে পারে এই ব্যবসায়।
advertisement
1/6

সামান্য পুঁজিতে লাভজনক পোশাক ব্যবসার সুযোগ এই পুজোর মরশুমে! অল্প মূল্যে চোখ ধাঁধানো ভিন্ন রকমের পোশাকের সম্ভার অঙ্কুরহাটি পোশাক হাট।
advertisement
2/6
সারা বছর কম বেশি চাহিদা, আরও কয়েকগুন বারে পোশাকের চাহিদা। ৩০ থেকে ৫০ শতাংশ লভ্যাংশ থাকতে পারে এই ব্যবসায়।
advertisement
3/6
অল্প দিনে অঙ্কুরহাটি পোশা হাটের জনপ্রিয়তা ব্যাপক। অঙ্কুরহাটি পোশাক হাটে পাইকারি পোশাক কিনে খুব সহজে বহু পুরুষ মহিলা স্বনির্ভর হচ্ছেন।
advertisement
4/6
অঙ্কুরহাটি ও তার পার্শ্ববর্তী এলাকায় পোশাক তৈরি হয়ে সরাসরি অঙ্কুরহাটি পোশাক হাটে চলে যাচ্ছে। যে কারণে, অন্যান্য হাটের তুলনায় অঙ্কুরহাটি পোশাক হাটের পোশাক দাম কম।
advertisement
5/6
হাওড়া সহ পার্শ্ববর্তী জেলার মানুষ অঙ্কুরহাটি পোশাক হাট থেকে পাইকারি দামে পোশাক কিনে। নিজের এলাকায় দোকান বা বাড়ি থেকে ব্যবসা শুরু করে লাভবান হচ্ছেন।
advertisement
6/6
প্রতি বৃহস্পতি বার ও শুক্রবার হাট। অঙ্কুরহাটি পোশাক হার্টের জনপ্রিয়তার অন্যতম কারণ। সহজ যোগাযোগ ব্যবস্থা। ১৬ নম্বর জাতীয় সড়কের গা ঘেঁষে অবস্থান করেছে এই হাট। একদিকে কলকাতা হুগলী এবং অন্যদিকে মেদিনীপুর পৌঁছানো যায় খুব সহজে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
New Business Idea: অল্প পুঁজিতেই লাভজনক হবে ব্যবসা! আপনিও হতে পারেন সহজেই মালামাল