সস্তায় সোনা কেনার সুযোগ দিচ্ছে সরকার! কাল থেকে তিনদিন, যা জানা জরুরি...
Last Updated:
কী এই গোল্ড বন্ড স্কিম? আগামী ১৪ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সস্তায় সোনা কেনার সুযোগ দেওয়া হচ্ছে৷ সুদ তো পাবেনই, সঙ্গে অনলাইনে সোনা কিনলে ৫০ টাকা পর্যন্ত ছাড়ও রয়েছে৷ আসুন, স্কিমটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক৷
advertisement
1/7

সস্তায় সোনা কিনতে চান? তা হলে সেই সুযোগ করে দিচ্ছে সরকার৷ ফের গোল্ড বন্ড স্কিম শুরু করছে কেন্দ্র৷ যাতে কম দামে সোনা কিনতে পারেন৷ এই সোনায় আপনি মোটা অঙ্ক সুদও পাবেন৷ রিজার্ভ ব্যাঙ্কের সঙ্গে আলোচনা করে গোল্ড বন্ড স্কিম ফের চালু করছে সরকার৷
advertisement
2/7
কী এই গোল্ড বন্ড স্কিম? আগামী ১৪ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত সস্তায় সোনা কেনার সুযোগ দেওয়া হচ্ছে৷ সুদ তো পাবেনই, সঙ্গে অনলাইনে সোনা কিনলে ৫০ টাকা পর্যন্ত ছাড়ও রয়েছে৷ আসুন, স্কিমটি সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক৷
advertisement
3/7
কী ভাবে কিনবেন সোনা? ভারত বুলিয়ান অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশন লিমিটেড-ের পক্ষ থেকে এই তিন দিন ৯৯৯ পিওর গোল্ডের দামের উপরেই বন্ডের দাম নির্ধারিত হবে৷ প্রাথমিক ভাবে ২.৫ শতাংশ সুদ মিলবে৷ বন্ডের দাম, প্রতি গ্রাম সোনায় ৩ হাজার ২১৪ টাকা৷
advertisement
4/7
কোথা থেকে কিনবেন? ব্যাঙ্ক, স্টক হোল্ডিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড, পোস্ট অফিস বা ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা বম্বে স্টক এক্সচেঞ্জে এই বন্ড কেনা যাবে৷
advertisement
5/7
কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি জানিয়েছেন, সোনা বন্ড কেনার সময় ডিজিটাল লেনদেন করলে ৫০ টাকা ছাড়ও দেওয়া হবে৷ সে ক্ষেত্রে অনলাইন পেমেন্টই ভালো বিকল্প৷
advertisement
6/7
২০১৫ সালের নভেম্বরে এই সরকারি স্কিম চালু হয়েছিল৷ ঘরে সোনা না-রেখে গোল্ড বন্ড কিনলে, সোনাও থাকবে, সুদও পাবেন বাড়িতে বসে৷ এই বন্ডে করছাড়েরও সুবিধা রয়েছে৷
advertisement
7/7
কী লাভ? সোনার দাম বাড়ার সঙ্গে এই বন্ডের দামও বাড়বে৷ এই বন্ডের বদলে আপনি ঋণও পাবেন৷ বন্ড পেপার ইলেক্ট্রনিক ফরম্যাটে থাকবে৷ লকারে সোনা রাখার খরচও বাঁচবে৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
সস্তায় সোনা কেনার সুযোগ দিচ্ছে সরকার! কাল থেকে তিনদিন, যা জানা জরুরি...